অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
Wednesday, 31 July 2013
Tuesday, 30 July 2013
Monday, 29 July 2013
Sunday, 28 July 2013
Saturday, 27 July 2013
Friday, 26 July 2013
~ খোলা চিঠি ~
আজ একটা চিঠি
লেখার আয়োজন করেছিলাম
বহুদিন কোনো আলাপ
নেই তো !
উভয় পক্ষই
কেমন যেন
হারিয়ে ফেলেছে
মনের ঠিকানা !
কাগজ কলম দোয়াত
ছিল সকল আয়োজন !
লিখে ফেলেছিলাম
প্রায় সকল না বলা কথা
যত অব্যক্ত
যা কিছু অনুক্ত
তোমার-আমার মাঝে !
কিন্তু
না-
আমি পারিনি
সেই চিঠি
তোমার কাছে পৌছে দিতে !
সুদীর্ঘ এই বিরহ রজনী
তোমার সেই শেষ চিঠি'টা
কোনকিছুই তো নেই !
আমি যে সেসব
হারিয়ে ফেলেছি
সময়ের সাথে সাথে
হারিয়ে ফেলেছি
Thursday, 25 July 2013
Wednesday, 24 July 2013
Tuesday, 23 July 2013
Saturday, 20 July 2013
~ স্বপ্ন ও রুপকথা-~
আজ মেঘের পারে
রামধনু'র মিনারে
দেখেছি
এলো চুলে
সে দাঁড়িয়ে ছিল!
আনমনা-উদাস
যেন এক গল্প-কবিতা
ডাকলাম আমি
তারস্বরে
সাড়া তো পেলাম না
বরং মুখ ফিরিয়ে নিল
এক পলকে
আমি ডাক দিলাম
ফিরে তাকালো সে
বললো
"কে তুমি"
আমি বললাম
"আমি স্বপ্ন
পথ হারিয়েছি
এই মেঘ রাজ্যে !"
"তুমি কে ?"
সে বললো
"আমি রুপকথা"
আমি বললাম
"তুমি কোথায় থাকো"
সে বললো
"ওই যে দূরে
নীল দিগন্ত
সাগর মেশে ধরা'য়"
সে বললো "তুমি কোথায় থাকো ?"
আমি বললাম
"দেখো নিজ অন্তরে
স্বপ্ন রুপকথা কি পৃথক হয় !"-২০।০৭।২০১৩
রামধনু'র মিনারে
দেখেছি
এলো চুলে
সে দাঁড়িয়ে ছিল!
আনমনা-উদাস
যেন এক গল্প-কবিতা
ডাকলাম আমি
তারস্বরে
সাড়া তো পেলাম না
বরং মুখ ফিরিয়ে নিল
এক পলকে
আমি ডাক দিলাম
ফিরে তাকালো সে
বললো
"কে তুমি"
আমি বললাম
"আমি স্বপ্ন
পথ হারিয়েছি
এই মেঘ রাজ্যে !"
"তুমি কে ?"
সে বললো
"আমি রুপকথা"
আমি বললাম
"তুমি কোথায় থাকো"
সে বললো
"ওই যে দূরে
নীল দিগন্ত
সাগর মেশে ধরা'য়"
সে বললো "তুমি কোথায় থাকো ?"
আমি বললাম
"দেখো নিজ অন্তরে
স্বপ্ন রুপকথা কি পৃথক হয় !"-২০।০৭।২০১৩
Friday, 19 July 2013
Thursday, 18 July 2013
Tuesday, 16 July 2013
Monday, 15 July 2013
বলো হরি হরি বোল!
অনেক তো হলো সামাজিকতা
এবার একটু জীবনের দিকে তাকাই!
ধুলোয় লুটোপাটি জীবনটা
একটু মুখে জল দিই!
বলো হরি
হরি বোল!-১৫।০৭।২০১৩
Sunday, 14 July 2013
Wednesday, 10 July 2013
Monday, 8 July 2013
Sunday, 7 July 2013
Saturday, 6 July 2013
Friday, 5 July 2013
Thursday, 4 July 2013
Wednesday, 3 July 2013
ফেইসবুক আনলিমিটেড
দিনে নেই কর্ম
রাত নিদ্রাহীন !
উপায় আছে
আসুন
ফেইসবুক-এ
যোগ দিন!
হোন আপনি কর্পোরেট
বা হলেন ব্যাকডেটেড!
নির্লিপ্ত হয়ে আসুন
নির্ধিধায় আসুন!
অবারিত দুয়ার
রাত-দিন;সাত দিন
ইংরেজিতে যে বলে
২৪*৭
ঠিক তাই!
সকল কেতা
পাবেন এখানে!
কবি থেকে সাহিত্যিক
টম ক্রুইস থেকে ঋত্বিক
মার্কস থেকে লেনিন
সুকান্ত থেকে বঙ্কিম!
যাকে বলে
এন্টারটেইনমেন্ট গ্যারান্টিড!
আরও পাবেন
পরকীয়া'র ঝোল
একাকিত্বের অম্বল!
সঙ্গে আছে পেজ ৩
কর্পোরেট থেকে কলমি
সব পাবেন!
অঘোষিত অষ্টম আশ্চর্য
আসুন-
নিজের চোখেই দেখুন!-০৩।০৭।২০১৩
Tuesday, 2 July 2013
প্রেমালিঙ্গন
কাঁদতে পারি অঝোরে
ভাসিয়ে দু'নয়ন!
যদি তুমি কথা দাও
মুছে দেবে সকল সীমানা!
ধরা দেবে আলিঙ্গনে
ঘুচিয়ে সকল বন্ধন!
যেভাবে মেশে
সাগরে দিগন্ত!
সেভাবে হবো বিলীন
তোমাতে-আমাতে!
পারো নাকি হতে তুমি
সাগর মোহনা!
প্রানচঞ্চল খরস্রোতা আমি
এক মিলন পিয়াসী!
বাঁধতে আমায় বাহুডোরে
হলেই বা আদিম অনন্ত মহাকাশ
আমি হই তোমার আকাশগঙ্গা!
দিন শেষে
যেভাবে মেশে আলোতে আঁধার
এসো আজ পুণ্যলগ্নে
Monday, 1 July 2013
Subscribe to:
Comments (Atom)





























.jpg)



.jpg)

.jpg)



