Wednesday, 31 July 2013

~তবুও তুমি এসো~

বিরতির বারোমাস্যা 
অবকাশের আঠেরো মাসে বছর !
তবুও আমি আছি পথ চেয়ে -
হয়ে পথিক -
না হয় ঝরা পাতা -
তবুও তুমি এসো !-৩১.০৭.২০১৩

~দিভাই'র জন্য ~

রাগ করিসনা
দিভাই 
এনে দেবো 
মন্দা-মিঠাই 
চাঁদ মামা 
আর তারা যতো 
শুকতারা নাকি শুক্র গ্রহ 
জ্বলবে ও'রা মিটিমিটি
আড্ডা হবে খুব জমাটি 
এবার দেখা 
দাঁত কপাটি 
নইলে দেবো 
এক চাটি.... !--৩১.০৭.২০১৩

উত্সর্গ -দিভাই রিনি সেন

Tuesday, 30 July 2013

~অধিকার ~

অতীত হারিয়েছি
দিশেহারা ভবিষ্যত !
অধিকার চাই না 
চাই অন্নের সংস্থান !-৩০.০৭.২০১৩
(জানিনা কত'টা পারলাম
তবে বিনীত অনুরোধ
উপযুক্ত বিশেষণ দিন )

~জীবন পথে~

হোক না পথ অসীম 
দিগন্তের ঠিকানা অজানা !
তবুও চলতে হবে 
জীবন যে থামবে না !-৩০.০৭.২০১৩ 


~সময়ের স্রোতে ~

সময় ছুটছে স্রোতের বেগে 
চোরাবালি টানছে অতলে !-৩০.০৭.২০১৩ 

~ছেলেবেলা ~

আয় আজ 
আকাশ কে ছোঁব ! 
চাঁদের পাহাড়ে
লুকোচুরি খেলবো !-৩০.০৭.২০১৩ 

Monday, 29 July 2013

~ রূপকথা ~

আমার পক্ষীরাজ হবি 
পাড়ি দেবো স্বপ্নলোকে !-২৯.০৭.২০১৩ 

Sunday, 28 July 2013

~ স্বাধীনতা ~

খুলে দাও আকাশ
মুক্ত হোক বাতাস!-২৯.০৭.২০১৩

~ বিনিদ্র ~

ধ্রুবতারা
আমায় পথ দেখাও !
আকাশ 
তুমি শুতে যাও !-২৮.০৭.২০১৩
ছবি সৌজন্যে -(তনিমা দি )

Saturday, 27 July 2013

~আটক ~

স্বপ্নে'রা ডানা ঝাপটায় 
আশা'রা খোঁজে আশ্রয় !
আটকা পড়ে বাস্তবের জানলায় 
দমবন্ধ অসহায় !-২৭.০৭.২০১৩

Friday, 26 July 2013

~ খোলা চিঠি ~

আজ একটা চিঠি
লেখার আয়োজন করেছিলাম 
বহুদিন কোনো আলাপ 
নেই তো !
উভয় পক্ষই 
কেমন যেন 
হারিয়ে ফেলেছে 
মনের ঠিকানা !
কাগজ কলম দোয়াত
ছিল সকল আয়োজন !
লিখে  ফেলেছিলাম 
প্রায় সকল না বলা কথা 
যত অব্যক্ত
যা কিছু  অনুক্ত 
তোমার-আমার মাঝে !
কিন্তু 
না- 
আমি পারিনি 
সেই চিঠি 
তোমার কাছে পৌছে দিতে !
সুদীর্ঘ এই বিরহ রজনী 
তোমার সেই শেষ চিঠি'টা 
কোনকিছুই তো নেই !
আমি যে সেসব 
হারিয়ে ফেলেছি 
সময়ের সাথে সাথে 
হারিয়ে ফেলেছি 
তোমার ঠিকানা'টাও !-২৭.০৭.২০১৩  


~সঙ্গিনী-"রাধে"~

তোমার বুকের 
কোনো এক 
নিভৃত কোনে !
দেবে আমাকে 
একচিলতে 
বেঁচে থাকার মানে !
খুঁজে নেবো জীবন কে 
শুধুই তোমার টানে!
ভাসিয়ে জীবন ভেলা উজানে 
খুঁজে নেবো ভালবাসার মানে!
যদি তুমি থাকো পাশে
দেবে নাকি সঙ্গ 
হবে নাকি সঙ্গিনী-"রাধে"!-২৬.০৭.২০১৩ 

Thursday, 25 July 2013

~ ও গো দুখজাগানিয়া~

বুক পেতে নেবো
তোর সকল শোক !
সুর তুলে নুপুরে 
ছুটে আসবি তুই 
ভুলে ভুবন-জ্বালা  
আমায় গান শোনাবি 
দিভাই....................!
সেই যে তুই 
গাইতিস 
সেই গানটা 
"ও গো দুখজাগানিয়া!"-২৫.০৭.২০১৩

Wednesday, 24 July 2013

~স্বপ্নের হাতছানি ~

স্বপ্নের হাতছানি
ডাকে আমায়
বলে
"আয়
গভীরে যাই!"-২৪.০৭.২০১৩

Tuesday, 23 July 2013

"জীবন ---"

বিস্মৃতির দায়ভার
কোনঠাসা স্মৃতি সব
আজ-কাল-পরশু
জীবন ---
চলছে -চলবে !-২৩.০৭.২০১৩

~আনমনে~

চেতনার ঘুম আজও ভাঙ্গেনি
অবচেতন মন
তাই তো স্বপ্ন দেখে !-২৩.০৭.২০১৩

~বিরতি~

অবলুপ্ত সময়ের লুপ্ত ধারণা
নাকি সবটাই মেকি আই-ওয়াশ !
সময় চলেছে অবিরাম স্রোতে
কেবল জীবন চায় বিরতি !-২৩.০৭.২০১৩

~আশা~

ভুল বুঝেছিলাম 
ভুল তো ছিল না !
আজ পড়ন্ত বেলায় 
ঝরা পাতা ঝরেছে ! 
কলি আজও সজীব 
কাল ফুল ফুটবে!-২৩.০৭.২০১৩ 

~জীবন সন্ধানে~

জীব হারিয়েছে জীবনে আস্থা
মৃত্যু(যেন)
পথিক দিশেহারা!
জীবাশ্মের ছয়লাপ 
যেদিকে দেখি
জীবন 
তুই কোথায়?-২৩.০৭.২০১৩

Saturday, 20 July 2013

~ স্বপ্ন ও রুপকথা-~

আজ মেঘের পারে
রামধনু'র মিনারে
দেখেছি
এলো চুলে
সে  দাঁড়িয়ে ছিল!
আনমনা-উদাস
যেন এক গল্প-কবিতা
ডাকলাম আমি
তারস্বরে
সাড়া তো পেলাম না
বরং মুখ ফিরিয়ে নিল
এক পলকে
আমি ডাক দিলাম
ফিরে তাকালো সে
বললো
"কে তুমি"
আমি বললাম
"আমি স্বপ্ন
পথ হারিয়েছি
এই মেঘ রাজ্যে !"
"তুমি কে ?"
সে বললো
"আমি রুপকথা"        
আমি বললাম
"তুমি কোথায় থাকো"
সে বললো
"ওই যে দূরে
নীল দিগন্ত
সাগর মেশে ধরা'য়"
সে বললো "তুমি কোথায় থাকো ?"
আমি বললাম
"দেখো নিজ অন্তরে
স্বপ্ন রুপকথা কি পৃথক হয় !"-২০।০৭।২০১৩



~ নয়ন পিয়াসী~

আজি গগনে গরজে মেঘ-মল্লার
মন-প্রান  হলো বানভাসি !
তোমার বিহনে 
কে আছে আমার !
তোমায় খোঁজে 
এ নয়ন পিয়াসী !-২০।০৭।২০১৩


Friday, 19 July 2013

~অন্তহীন~

অধরা আনকোরা 
স্বপ্নের ভিড়ে-
জবানবন্দী আশা'রা 
দিশেহারা !
কোনঠাসা 
তবুও বিপ্লবী !-১৯।০৭।২০১৩~ 

~সোহাগিনী~

তোমার তুমি'তে 
যদি মিশি আমি! 
ভালোবাসা হয় 
বিপথগামী!
ধরা দেবে না 
তুমিও আমাতে! 
হবে না আমার 
সোহাগিনী!-১৯।০৭।২০১৩

Thursday, 18 July 2013

~মাতৃ বন্দনা~

তোমারই বীনা বাজে
মম অন্তরে !
তোমাতে
সঁপেছি প্রান!
হৃদয় আসনে
অধিষ্ঠাত্রী
তুমি!
মা-
তোমাতেই
ধ্যান-জ্ঞান  !-১৮।০৭।২০১৩  

~বিরহ-বেদন ~

আজও অন্তরে ওঠে ঝড় 
কে আপন 
কেই বা পর!
অবিরাম কাঁদে এ মন 
খুঁজে ফেরে 
প্রানপন 
প্রানের সখা হারানো তার 
বিরহ-বেদন 
সহেনা আর!-১৮।০৭।২০১৩

Tuesday, 16 July 2013

~~~~~তুমি এসো ~~~~~~~

আজও সাঁঝবাতিটা জ্বেলো 
পদ্মপাতায় ঠাহরে না জল জেনো !
যতক্ষণ রয়েছে দেহে প্রান 
এভাবেই রইবো -
হয়ে পথ চাতক !
তুমি এসো 
মিলনগাথা-
রচিব মহান ! -১৬।০৭।২০১৩
 
  

অ-সুখ'

আমি ভুলিনি আজও 
জানি তুমিও মনে রেখেছো !-১৬।০৭।২০১৩ 

Monday, 15 July 2013

বলো হরি হরি বোল!

অনেক তো হলো সামাজিকতা 
এবার একটু জীবনের দিকে তাকাই!
ধুলোয় লুটোপাটি জীবনটা 
একটু মুখে জল দিই!
বলো হরি 
হরি বোল!-১৫।০৭।২০১৩

Sunday, 14 July 2013

~ দ্বন্দ ~

কেন আলো জ্বালালে 
অন্ধকারই ভালো ছিল!-১৩।০৭।২০১৩

Wednesday, 10 July 2013

~"কা-কা"~

মেঘলা আকাশ
একপশলা বৃষ্টি 
সবে থেমেছে !
একটি কাক 
ছাদের উপর !
গা ঝাড়া দিলো 
আবার উড়ে চললো !
"কা-কা" শব্দে ডেকেছিলো
কিন্তু,আমি তো পক্ষী নই 
আমার যে পাখা নেই !
শুধু চেয়ে রইলাম
নিষ্পলক !
সে পেরিয়ে গেলো 
দিগন্তরেখা !
আমি অবিচল,অনড়,স্থির,অচঞ্চল!-২০।০৮।২০১২

Monday, 8 July 2013

~মিলন পিয়াসী~

যে নদী 
পাগলপারা 
বেপরোয়া 
কুল-কিনারা!
ছোটে সাগর সমুখে 
পথিক যেন 
দিশেহারা!
মহান মিলন 
পূণ্য জীবন 
সাগর সমীপে 
আত্মসমর্পণ!-০৯।০৭।২০১৩
 

~ভালো আছি~

অনিয়মের বেড়াজাল 
ভালো থাকার অভিনয়!
তুই ভালো থাকিস 
আমি ভালো আছি!-০৯।০৭।২০১৩

গড়মিল

হিসাবটা দেওয়া-নেওয়ার 
নাকি নেওয়ার-দেওয়ার!
নাকি সবটাই আমার ভুল 
আদৌ কোনো হিসাব নেই!
সবটাই কি তবে 
গড়মিল!
সবটাই কি বেহিসাবী 
অসীম-অনন্ত!-০৮।০৭।২০১৩ 

Sunday, 7 July 2013

~!অনন্যা!~

মহাভারত
তোকে ঘিরে
লঙ্কাকান্ড 
তোর'ই সুবাদে!
আদি থেকে অনন্ত
বৈশাখ থেকে বসন্ত!
তুই 
কলঙ্কিনী 
তুই 
উন্মুক্ত দিগন্ত!
কখনও তুই 
কৃষ্ণকলি 
কখনও তুই 
সাবিত্রী!
এক'ই অঙ্গে 
ভিন্ন রঙ্গে 
নারী তুই-
~!অনন্যা!~  ০৮।০৭।২০১৩

Saturday, 6 July 2013

সৃষ্টিলগ্ন


হে,

প্রিয়ে
ত্যাজো অভিমান!
অনর্গল-
এ বিরহ অনল
হৃদয় দাবানল!
ফিরে চাও-
এ মানব পানে!
দাও হে দেখা
পরান সখা'রে!
ফিরিয়ে দাও
সেই দিবস-যামিনী!
কেবলই তুমি
এবং আমি!
এসো হই
একাত্ম!
আজই
মেঘ-মেদুর সন্ধ্যা!
তুমি হওআদিম মানবী ইভ
আমি আদি অনন্ত আদম!-০৬।০৭।২০১৩



Friday, 5 July 2013

~জলছবি~

কল্পনার জল্পনায়
আনকোরা-
এক জলছবি!`
তুমি তো নেই
তাই-
আমি
শিল্পী!
চোখের জল
ভাবনার তুলি!
ভাবি তোমায়
এঁকে চলি!-০৬।০৭।২০১৩

~স্মৃতিবদ্ধ~

প্রত্যুত্তর পারিনি দিতে 
প্রতিবাদ স্বভাববিরুদ্ধ 
তাইতো তুমি 
স্বাধীন 
নির্লিপ্ত!
আমি আজও 
দায়বদ্ধ
স্মৃতিবদ্ধ!-০৫।০৭।২০১৩

Thursday, 4 July 2013

`আনমনে`

ওঠে ধোঁয়া 
থাকে না ছাই!
পোড়ে মন
ঋতুহীন-
আনমনে 
অকারণ!-০৪।০৭।২০১৩

Wednesday, 3 July 2013

~ফিরে দেখা~

তোর চোখে জল নেই 
তোর বুকে সমুদ্র!
তোর চোখে ঘুম নেই 
তুই রাত জাগা তারা!-০৪।০৭।২০১৩ 

ফেইসবুক আনলিমিটেড

দিনে নেই কর্ম 
রাত নিদ্রাহীন !
উপায় আছে 
আসুন 
ফেইসবুক-এ 
যোগ দিন!
হোন আপনি কর্পোরেট 
বা হলেন ব্যাকডেটেড!
নির্লিপ্ত হয়ে আসুন 
নির্ধিধায় আসুন!
অবারিত দুয়ার 
রাত-দিন;সাত দিন 
ইংরেজিতে যে বলে 
২৪*৭
ঠিক তাই!
সকল কেতা 
পাবেন এখানে!
কবি থেকে সাহিত্যিক 
টম ক্রুইস থেকে ঋত্বিক 
মার্কস থেকে লেনিন 
সুকান্ত থেকে বঙ্কিম!
যাকে বলে 
এন্টারটেইনমেন্ট গ্যারান্টিড!
আরও পাবেন 
পরকীয়া'র ঝোল 
একাকিত্বের অম্বল!
সঙ্গে আছে পেজ ৩
কর্পোরেট থেকে কলমি 
সব পাবেন!
অঘোষিত অষ্টম আশ্চর্য 
আসুন-
নিজের চোখেই দেখুন!-০৩।০৭।২০১৩

Tuesday, 2 July 2013

প্রেমালিঙ্গন

কাঁদতে পারি অঝোরে 
ভাসিয়ে দু'নয়ন!
যদি তুমি কথা দাও 
মুছে দেবে সকল সীমানা!
ধরা দেবে আলিঙ্গনে
ঘুচিয়ে সকল বন্ধন!
যেভাবে মেশে 
সাগরে দিগন্ত!
সেভাবে হবো বিলীন 
তোমাতে-আমাতে! 
পারো নাকি হতে তুমি 
সাগর মোহনা!
প্রানচঞ্চল খরস্রোতা আমি
এক মিলন পিয়াসী!
বাঁধতে আমায় বাহুডোরে 
হলেই বা আদিম অনন্ত মহাকাশ 
আমি হই তোমার আকাশগঙ্গা!
দিন শেষে 
যেভাবে মেশে আলোতে আঁধার 
এসো আজ পুণ্যলগ্নে
হই তুমি আমি একাকার! -০২।০৭।২০১৩ 

Monday, 1 July 2013

অকাল শ্রাবন

 মান-অভিমানের মায়া খেলায়
কেউ পায় কেউ হারায়!
শুধুই ভাঙ্গা-গড়া 
দু'চোখ বয়ে অঝোরে!
অকাল শ্রাবন 
কি একেই বোলে!-০১।০৭।২০১৩