Saturday, 31 August 2013

~~রংমিলান্তি~~

আজ মন'টা
বড়ো উদাস !
জীবন চাইছে
মুক্তি !
যত রয়েছে
গড়মিল !
হোক না আজ
রংমিলান্তি !
তুমি ছিলে
তুমি থাকবে !
আমি আছি
আকাশে রামধনু !
মেঘের আড়ালে সূর্য
তুমি থেকেও নেই !
তবুও -
জানিনা কেন !
আমি আছি
আজও...........!-৩১.০৮.২০১৩

Thursday, 29 August 2013

~ আমার স্বপ্ন ~

আকাশের বিস্তৃতি 
স্বপ্নেদের ঘরবাঁধা !
সাগরের গভীরতায় 
স্বপ্নেরা নিরাপদ !
জীবন নশ্বর 
তবুও স্বপ্ন আমার !
জীবন তোমার 
তাইতো স্বপ্ন আমার ! - ৩০.০৮.২০১৩

~ মায়া ~

নতুন পথে চললে 
জানি পেতাম !
হয়তো-
নতুন সূর্যের দেখা !
কিন্তু পারিনি 
কিছুতেই পারিনি !
কাটিয়ে উঠতে 
অন্ধকারের মায়া !-২৯.০৮.২০১৩

Wednesday, 28 August 2013

~ পথিক কথা ~

এই পথের শেষ 
........জানা নেই !
কিন্তু জানি...................
একবার ফিরে তাকাবো !-২৮.০৮.২০১৩ 

Monday, 26 August 2013

~ যা উড়ে যা ~

যা উড়ে যা
স্বাধীনতার সুরে সুর মেলা !-২৬.০৮.২০১৩

`~ অসন্তোষ ~`

নাড়ি কেটে জন্ম 
তবুও যেন বেজন্মা !
অবিরাম এ নিশ্বাস 
দীর্ঘশ্বাস-এর বর্ণমালা !-২৪.০৮.২০১৩ 

Friday, 23 August 2013

~ জীবন চলবে ~

ছলকে ওঠা চক্ষু পেয়ালা 
মনে স্মৃতির বান !
তুমি নেই তো কি - 
জীবন চলছে 
জীবন চলবে ! - ২৪.০৮.২০১৩

~ স্বপ্ন বোনা ~

হারানো কিছু সম্পর্ক 
সমুদ্রে মুক্ত খোঁজা !
তুমি নেই শুধু 
অথৈ স্বপ্ন বোনা !-২৩.০৮.২০১৩

Tuesday, 20 August 2013

~ অব্যক্ত ~

পারিনা বলতে
মুখ ফুটে !
ভালোবাসা থাকে 
অস্ফুটে !
নীরবে যাই
ভালোবেসে !
তুমি বোঝো
নাই বোঝো !-১৮.০৮.২০১৩

Monday, 19 August 2013

~ জীবনের মূল্য ~

জীবনের দাড়িপাল্লায়
তুলেছো কোনোদিন !
জানো কি -
জীবনের মূল্য ! - ১৮.০৮.২০১৩

~ জীবন ক্ষুধা ~

নাম নেই ঠিকানা নেই
সকলেই আমরা রিফিউজী !
পেটের দায় জীবন
নাকি জীবন মানেই ক্ষুধা !- ১৮.০৮.২০১৩

~জীবন তবুও ছোটে...!~

হোর্ডিং-এ ছেয়েছো শহর
জীবন তবুও ছোটে !
সূর্য লালিমা পূব দিগন্তে 
আকাশে পাখি ওড়ে ! - ১৮.০৮.২০১৩

Friday, 16 August 2013

~আমার স্বাধীনতা~

আমি আজও পরাধীন 
আজও আমি অধরা 
তুমি উড়ে যাও 
ডানা মেলে 
আমি বাঁধা দেব না !-১৬.০৮.২০১৩  

Tuesday, 13 August 2013

~ অধরা স্বপ্ন ~

দীর্ঘদিন বন্ধ মনের জানলা
যেই না আলগা করেছি !
হঠাৎই দেখি 
কে যেন দাঁড়িয়ে !
এক দৃষ্টে তাকিয়ে আছে 
যেন জন্মান্তরের তৃষ্ণার্ত !
দুটি চোখ যেন কালের 
অসীমতার প্রতিদ্বন্দী !
সর্বগ্রাসী গভীরতা 
অথচ শ্মশানের স্তব্ধতা !
প্রান ভরে তাকে দেখাও হয়নি 
রবি'র সোনালী কিরণ ছুঁয়ে গেল 
দৃষ্টি'র আঙ্গিনা !
বৃষ্টি নেমেও যেন নামলো না 
স্বপ্ন রইলো অধরা !-১৩.০৮.২০১৩

~ অন্তহীন ~

রাত তোমার
আঁধার তোমার !
স্মৃতি তোমার 
অনিদ্রা তোমার !
শুধু ক'টা মুহূর্ত 
ঋণ করবো !
দু'চোখের পাতা 
এক করবো !-১৩.০৮.২০১৩

Monday, 12 August 2013

কথা দিয়েছিলে -"আসবে ফিরে !"

জীবনের উর্ধশ্বাস 
নাভিশ্বাস শ্বাস-প্রশ্বাস !
তবুও তো 
তুমি আসো না !
বোধ হয় মনে নেই 
কথা দিয়েছিলে 
কোনোদিন 
"আসবে ফিরে !"-১২.০৮.২০১৩

~ জীবন বন্দী ~

জীবনের ছায়াপথে 
আলোক যাত্রী 
ক্ষনিকের তরে 
দীপ জ্বেলে আঁধারে 
মিশে যায় চিরতরে !-১২.০৮.২০১৩

~ হারানো স্মৃতি ~

অন্তহীন এ স্মৃতিসম্ভার
খুঁজে  চলে
হারানো স্মৃতি
সুখ
নাকি দুঃখের পারাবার !-১২.০৮.২০১৩

~তব প্রেমে আমি~

রাধিকা প্রেমে
পাগলপারা শ্যাম
তব প্রেমে আমি !-১২.০৮.২০১৩

~অসহায় ভালোবাসা~

ভালোবাসা কাঁদে
গভীর রাতে.....!
ভালোবাসা অসহায় 
একলা পথে...........!-১২.০৮.২০১৩

Thursday, 8 August 2013

~ ঈদ মুবারক ~

মানব মিলন উত্সব আজি 
আজি রমজান মাহের ইতি !
ভাইয়ে-ভাইয়ে মিলন আজি 
আজ পবিত্র "ঈদ-উল-ফিতর" !
ঈদ মুবারক শান্তিকামী বিশ্ববাসী 
বিশ্বময় আসুক শান্তি !-০৯.০৮.২০১৩

Wednesday, 7 August 2013

~শ্রাবন দহন ~

শ্রাবন খোঁজে চাতক যেমন 
তোমায়  খুঁজি আমি !
শ্রাবন নামে অঝোরে 
আঁখি যুগল পিয়াসী -প্লাবন !
তুমি তো দেখা দাওনা 
শ্রাবন দহনে দগ্ধ -এ  হৃদয় ! -০৭.০৮.২০১৩

Tuesday, 6 August 2013

~২২শে শ্রাবণ~

২২শে শ্রাবণ 
বাঙালি'র চক্ষে !
২২শে শ্রাবণ 
বাঙালি'র প্রানে !
২২শে শ্রাবণ
অপূরণীয় 
তুমি বিনা সকলই
অধরা................! - ০৬.০৮.২০১৩

Monday, 5 August 2013

তুমি নেই..........

একাকী চলা পথ যেন 
বেড়ে চলে প্রতি ক্ষণে !
তবুও তুমি কেন আসোনা 
বাসনা'দের বাসরে 
চেয়ে দেখো 
কত একাকী 
আজ আমি 
তুমি নেই............!!!-০৫.০৮.২০১৩

!!!!!.........তুমি এসো .........!!!!!!!

কেটেছে বেলা 
শুধু পথ চেয়ে 
আঁধার নামলো বলে 
তুমি এসো !-০৫.০৮.২০১৩

Thursday, 1 August 2013

~ ছক ছাড়া ~

চেনা ছকের বাইরে
ভেবেছো কখনও !
অনুশীলন ছাড়া 
আয়োজনের দুঃসাহস
ছিল কি কোনদিনও !
আজ ক্ষনিকের তরে
চোখ মেলে দেখো !
কবি না হলেও 
কাব্য করা যায় 
কবিতা চায় ভাবনা !
চেনা ছকের বাইরে
কল্পনার জল্পনা !-০১.০৮.২০১৩ 

গাও রে.....মাটির গান.....!

গান ধরো রে 
বাউল সুরে
গাও রে 
মাটির গান !
তোমার পরান 
আমার পরান
আলি-কালি'র 
দান !
কে বা মোল্লা 
কে বা হরি  
কিসের ব্যবধান ! 
গান ধরো হে 
বাউল সুরে 
গাও রে 
মাটির গান !-০১.০৮.২০১৩
(বাউল গানের নেশায় অনেকদিন নেশাতুর আমি ,আগেও লিখেছি !আবারও লিখলাম,একটি বাউল গান !)

~ কাঙ্গাল ~

ফিরে তো আসবো না
আজ যদিও আছি
কাল তো থাকবো না !
চিরস্থায়ী নয় কোনোকিছুই
জীব মাত্রেই মরণশীল !
আজ ভালোবাসার কাঙ্গাল
কাল তো ফিরে চাইবো না !-০১.০৮.২০১৩

~মৃত্যু মূল্যায়ন ~

মানুষ
.........মরণশীল 
........................একদিকে ভালো 
নশ্বর জীবনের মূল্য 
যে দিতে পারে না !
সে কি দেবে
অমরত্বের মূল্য !-০২.০৯.২০১২