Wednesday, 29 October 2014

তোমার অনুরাগে.....

আমি অতল কে চেয়েছি ছুঁতে
আলোর গতি কে
কবে বৃষ্টি ছুঁয়েছে !
কুমোরটুলির কারিগর সে কি শি ল্প বোঝে
ও তো পাগল
তোমার অনুরাগে !-২৯.১০.২০১৪

Sunday, 19 October 2014

নারী তোমাকে


কখনও রাধিকা
কখনও মীরা
চেয়েছো কি বেশি কিছু !
মিথ্যা দম্ভ আমার -
আজ বুঝেছি
সাগর ও তোমার
তুমি স্রোতস্বিনী !
উজানের বালুচর যেমন
আমিও তাই
তুমি উদীয়মান সবিতা
আমি অস্তমিত শশী !
যা কিছু আমার
কেবল তোমার দ্যুতি !-১৯.১০.২০১৪

Saturday, 18 October 2014

তুলি কে রামধনু

তুলি কে রামধনু

আজও রাত
তোমার স্বপ্নে বিভোর !১৮.১০.২০১৪

তোমাকে দিলাম

তোমাকে তিলোত্তমার কবি বলে জানি
কারণ ,
তোমার লেখায়
পাঠক নয়
কান পাতে তিলোত্তমা !
চোখ মেলে ইতিহাস
তোমার সংকেত
মহাকাল এর দর্পণ !
একদিন আবারও
তিলোত্তমা
তার হারানো ঐশ্বর্য
ফিরে পাবে !
তোমার লেখায়
মহাকালের মন্ত্র
বারেবারে উচ্চারিত- প্রতিধ্বনিত  !-১৮.১০.২০১৪

Wednesday, 15 October 2014

কবিতা

নাড়ি ছিড়লে কবিতা আসে না 
কবিতা অনুরাগের সঞ্চয় ! - ১৫.১০.২০১৪

বিপ্লব অব্যসম্ভাবি ........

বেজন্মা নির্বাক হলে 
বুঝে নিও 
বিপ্লব অব্যসম্ভাবি !-১৫.১০.২০১৪

তুমি আগুন হলে .....

তুমি আগুন হলে
জল চাইবো না !-১৫.১০.২০১৪

Friday, 10 October 2014

একলা চলো রে.........

এ এক অন্য পথ চলা
চিরদিন যাকে স্বপনে দেখা
তাকে কাছে পাওয়া !
আলো -আঁধারী পথে
স্বপ্নের হাত ধরা
পাশাপাশি -কাছাকাছি !
পথ অজানা
তাইতো চলা
জীবন কবে হিসাব মিলতে দিয়েছে !
যে যার পথে একলা পথিক
"যদি তোর্ ডাক শুনে কেউ নাই আসে
তবে একলা চলো রে !"-১১.১০.২০১৪

Tuesday, 7 October 2014

সাদা-কালো "তুমি"

শুধু যন্ত্রণার দেওয়া নেওয়া
কাছে পাওয়া দুরে আসা
ভুলে গেলে মনে থাকে
মনে রেখে দিন গোনা !
লাল গোলাপ সাদা-কালো তুমি !-০৭.১০.২০১৪

Monday, 6 October 2014

~ঈদ মুবারক ~

আজ সময় 
সাম্যের
আজ ঈদ !-০৬.১০.২০১৪

Saturday, 4 October 2014

বিপ্রতীপ

স্রোতের প্রতিকূলে
চলতে চলতে 
ভাবিনি কখনও 
উজানও একদিন 
ইতি জানাবে 
আজ তাই হলো !-০১.১০.২০১৪

তোমাকে দিলাম ,

তোমাকে দিলাম ,

গত বসন্তেও ভাবিনি

এই শ্রাবণ শেষ মেষ ধুয়ে ফেলেছে
চাঁদের কলঙ্ক
বানভাসি !

ফুল ফুটুক নাই ফুটুক
আজ আবার ও
বসন্ত !-০১.১০.২০১৪

Friday, 3 October 2014

অশরীরী হাহাকার

অশরীরী
হাহাকার
বাঁচতে চাই
বাঁচতে দাও !-০৪.১০.২০১৪
Photo Courtesy:Google Chrome
Words-I,Me,Myself

তিলোত্তমা তোমাকে ,

তিলোত্তমা তোমাকে ,
জন্মসুত্রে বাঙালি ;তাই এই শারদ অপ্রান্হে দূর প্রবাসে বসে স্মৃতিচারণ !
কোনোদিন তোমাকে খুব কাছে থেকে দেখিনি ;এসেছি -চলে গেছি !
সময়ের অকুলান নয়,ছিল কেবল জীবিকার দায় ;ক্ষিদে যা শেষ হওয়ার নয়;পথ যা অসীম !
তবে তোমাকে আমি চিনেছি ,অন্যভাবে চিনেছি-জেনেছি কবি'র চোখে ,বুঝেছি সময়ের দর্পনে ,চেয়েছি শিল্পীর বাসনায় !
সৌজন্যে -তোমার এক সার্থক মানসপুত্র
যে তোমায় বোঝে ;যেভাবে সন্তানের নাড়ি চেনে জননী ;
সে পিতা তার দুহিতা নিস্সন্দেহে তার তিলোত্তমা !
তোমার বুকেই আজ তার বেড়ে ওঠা;পথ চলা পূর্ণ নারীত্বের পথে !
কেবলি কামনা ভালো থাকুক তোমার দুহিতা'রা !
পূর্ণ হোক তাদের পিতার কামনা !
তোমার ঋণী ........
ইতিহাস
তোমাকে দিলাম -প্রিয় সেনজিত বোস