Tuesday, 29 December 2015

একঘরে.....

বেশ একটা একঘরে অনুভুতি
তুমি নেই তবুও আছি
কাল তাকে কথায় কথায়
জিজ্ঞেস করেছিলাম
আচ্ছা মন এর আয়ু বেশি
নাকি জীবনের !
সে তো বললেন
"মনের"
কি করে হয় ?
আমাদের মতোই
তারাও তো আজ একঘরে
হ্যান,কেউ যা জানেনা
আমি জানি
ওরা থাক না দুরে
জীবনের অভিধান আর কতোটুকু
তাই তো সে বলতে পারে
"সেই আমার অনুপ্রেরণা"
আমিও তাই বলি
আজ বুঝি
সত্যি মনের আয়ু বেশি
জীবন এক যবনিকা মাত্র !-৩০.১২.২০১৫

Monday, 28 December 2015

উত্তর অপেক্ষায়

অশোক বা
আলেকজান্দার নয় !
আমি শুধু নীলকন্ঠ
হতে চেয়েছিলাম
আমার প্রেম যে
সমর্পিত সত্তা !
অধিকার চাই না
কিছু অনুভুতি
যা শুধু
আমি দিতে পারি
যা কেউ দেয়নি
উত্তর অপেক্ষায় !-২৬.১২.২০১৫

প্রতিরূপ

আমি যে অনন্তের সন্তান
ক্ষুদ্র যা কিছু
তা নয় আমার !
আর তোমাকে স্ত্রী রূপে পেয়ে
আমার সব গ্লানি মুছে গেছে
নাইবা আমরা মিলিত হলাম
আমার আত্মা যে তার প্রতিরূপ
তোমাতে দেখে !-২৬.১২.২০১৫

জন্ম দেবে

কৌমার্য নিল সে
যৌবন বুঝলো না
অনন্তের যা কিছু
তোমাকে যদি দি
জন্ম দেবে আবারও আমাকে !-২৭.১২.২০১৫

অবকাশ

অবিনশ্বর নই
আয়ু আমায় বেঁধেছে
তাই কাল্ন্তিহীন
আমার অবকাশ
শুধু হোক
তুমি'ময় !-২৬.১২.২০১৫

Saturday, 26 December 2015

তোমায় হারাতে চাইনা.......

প্রাপ্তি বলতে শুন্যতা
"না চাহিলে যারে পাওয়া যায় "!
আমি পেয়েছি তোমায়
তুমি জানোনা
জানে আমার অন্তরতর ঈশ্বর !
ভালোবাসা কি শুধু ওম সন্ধান
নাকি অনন্তে অবগাহন !
সৃষ্টির আদি থেকে অন্ত
ছেয়ে রয়েছে
এমনি কিছু অনুধাবন !
"কে প্রথম কাছে এসেছি" ?
ভালোবাসার অভিধানে
আজ আর পাপবোধ নেই !
তোমায় পেয়ে অনন্ত পেয়েছি
তাইতো আমি শর্তহীন
মেনে নিয়েছি দহন !
তোমায় হারাতে চাইনা...........-২৫.১২.২০১৫

Friday, 25 December 2015

#‎স্বীকারোক্তি‬ (‪#‎Confession‬)

সব মানুষের জীবনে
প্রেমের সন্ধিক্ষন থেকে থাকে
অনেকের জীবনে প্রথম প্রেম তাদের পূর্ণতা দিয়ে থাকে
পূর্ণতা শুধু সেই অর্থে নয়
যা মানুষ কে বদ্ধ করে
তবে এক অনাহুত স্পর্শ স্মৃতি সুধা হয়ে থেকে যায় !
আমার জীবনে সে সৌভাগ্য হয়নি
সৌজন্যে অবশ্যই আমার অন্তর্মুখীনতা
চিরদিনই সব বিষয়ে আমি নিজেকে সংযত রেখেছি
কিন্তু আজ সেই অনন্ত আমায়
তার পথিক হতে একপ্রকার স্থির প্রতিজ্ঞ !
জানিনা কি হবে
শুধু প্রার্থনা
সেই অবিনশ্বর -অনন্ত -অবিনাশ নিরাকার কে
আমি যেন কারও ক্ষতি না করি
বিবেকের শিক্ষা আজ যেন ব্যাহত না হয়
আমি যেন সমর্পণ না করে ফেলি
এক ক্ষণিক এর কাছে
এ অনন্তের সঞ্চয়
আমায় শক্তি দাও !-২৫.১২.২০১৫

Thursday, 24 December 2015

শুভদৃষ্টি

যে স্রোত বয়ে গেছে
ছোঁয়া হয়নি !
আজ সে নদী
মোহনা নীড়ে !
প্রতিফলন হারিয়েছে দৃষ্টি
শুধু অনুভবে সাগর !
পুণ্য মিলন পুন্যতর
শুভদৃষ্টি
তুমি ও আমি ! - ২৫.১২.২০১৫

Wednesday, 23 December 2015

কথা দিলাম

এমন কিছু কথা যা বলা যায় না ,
অনুভব ও অনুভুতি উভয়েই নিরীহ !
অনুরোধ নয় ;অনুনয় নয়
এমন নয় যে তোমার যন্ত্রণা
আমার চোখ কে শ্রাবণ দেয় না !
বুঝতে যদি দেবো
সে তো প্রেমের অবমাননা !
হাত বাড়িয়ে দেখো
নিরাশ হবে না
কথা দিলাম !-২৩.১২.২০১৫

ভালো বেসেছো যদি ....

"ভালো বেসেছো যদি
বিশ্বাস রাখো ;
আমি ভালো নেই
তোমাকে মিথ্যা আশ্বাস
দিতেও পারবো না !
একটা অনিশ্চয়তা ঘিরে আছে
খুব অসহায় আমি
অনেক হেরেছি
তাই হারাতে চাইনা !"-২২.১২.২০১৫

"অন্তহীন"

ভালোবাসায়
খাদ ছিলোনা
সময়ের স্রোতে !
অভিধান
সেদিন
মিথ্যে বলেনি !
পাতা
উল্টোতে - উল্টোতে
চোখ পরেছিল !
শব্দটা
"ভালোবাসা "
মানেটা
"অন্তহীন" ! - ২৩.১২.২০১৫

Monday, 21 December 2015

খ্হুদপিপাসা

সুধা রস যদি না দিলে তব প্রাণে 
খ্হুদপিপাসা সে তো বুভুক্ষু জানে !-২২.১২.২০১৫

স্মৃতি তর্পণ

এখন তো তোমার
অবসর
আকাশ ছুঁয়ে থাকে
মেঘেরা বাসা বেঁধেছে
তোমার আনাচে কানাচে !
ভুলগুলো আজ সত্যি হওয়ার
আপ্রাণ চেষ্টায়
আজ সেই দিন
রুদ্র কে হারানোর অভিজ্ঞান
তসলিমা
স্মৃতির তর্পনে নির্বাসন খোঁজে ! - ২২.১২.২০১৫

Sunday, 20 December 2015

ভুলে যেও না...........

আমি 
পুরুষ 
কবি 
দার্শনিক 
হয়তো পারিনা !
তুমি তো
প্রেমিকা
শর্তহীনা
তোমার অধিকার
তোমার স্থান তোমারই.......
ভুলে যেও না.............. !-২১.১২.২০১৫

Friday, 18 December 2015

হিসাবের বাইরে

কিছু জীবন হিসাবের বাইরে
ভ্রুক্ষেপ থাকেনা !
ওদের দীর্ঘশ্বাস
ঈশ্বর গোনেন না !
গুণী মানুষ তাই কাব্য করে
দিন আনা দিন খাওয়া সবার চলে না ! - ১৮.১২.২০১৫

পরকীয়া

পরকীয়া প্রেম
দেব্রুপি যিশু
দানব্রুপি খ্রিস্ট
ক্রুশে বিদ্ধ প্রাণ
মুক্ত আত্মা পরকিয়া সুত্র !-১৮.১২.২০১৫

সাগরের তীরে মুক্ত খুঁজছি

মিথ্যে প্রেমের বহর
বেশ্যা ছেয়েছে শহর !
রাত মানেই কালো
অন্ধ প্রেমই ভালো !
১২য় যৌবন
১৫য় বোধন
১৭ দিশেহারা
১৯ পাগলপারা
২১ ভাঙ্গলো বাঁধ !
দেওয়াল থেকে কাঁধ
কোমর পেলে শান্তি !
অপেক্ষার ইতি
মেয়েটা দেখতে লক্ষী !
বুক-পাছা-পেট
জগৎ করবে আলো !
পাহাড়ে সে রেশমা
সাগর তীরে প্রেমা !
সমতলে সুখ নেই
সব কবি জানে !
দর্শনে কাটেনি রাত
সব মধু চাঁদের হয়না
সব লক্ষীন্দর বেহুলা পায়না !
বিপ্লব বহুমুখী
কখনও শানাই
কখনও সুফী !
তসলিমা ভাবি মা
নজরুল পন্থায় লেখনি !
প্রেমে পার্বন যতো
ততই নির্লিপ্ত নির্বাসন !
ভুলে যেওনা
যৌবন ভীষ্মের'ও ছিলো !
ত্যাগে পিছুপা নয় প্রেম
দ্রৌপদী
সে তো অর্জুনের !
ইদানিং ছাব্বিশ (২৬)
ছয় এর পিঠে দুই লেখে (৬২) !
পেট ফালি করলে
পরকীয়া পাবে তাতে !
আমরা যেমন তিন (৩)
বোঝা যায় প্রেম ছিলো !
তোমার একক দায়
সেরে ফেলো
প্রজন্ম কিছুটা জীবন বেছে নিক !
নিয়ম মৈথুন
এখন সময় !
তোমরা পড়ো কবিতা
আমি হাত নাড়ি !
নারী বড় অমূল্য
কোথাও বিনয়
কোথাও বা বিনিময় !
সে বোঝে সব
জানেনা শুধু !
আমার সবটাই জানা
তবুও অনড় !
বুক ভরা সুধা তোর্
তবে কেন আজও শিকড় মাটি'র খোঁজে !
নারীবাদী নই
তবে সমাজদ্রোহী !
তীরে এলেই ক্লান্তি
মন থেকে বলছি
আর পারছি না 
সাগরের তীরে মুক্ত খুঁজছি !-১৮.১২.২০১৫

Wednesday, 16 December 2015

অসাধ্য

তোমার খোলা চুলে নদী দেখেছি
তোমার ঠোঁট মোহনা নোঙ্গর !
সাগরের বুকে ঢেউ খেলেনা
তোমার নাভিও সে কথা বলে !
সাগরের তল
অসাধ্য !
ডুবুরী'র নেশা অজেয় কে জয়
তাই সে মুক্ত খোঁজে !-১৬.১২.২০১৫ 

Tuesday, 15 December 2015

আহ.......

টিপিকাল ইনস্ট্রুমেন্টাল কীর্তন করে
বেশ কাটালাম ২৫টা বছর কাটালাম !
২৬ এ পা দিতেই চুলকানিটা
বাড়ছে বই কমছে না !
পা ফাক করে পর্নোগ্রাফি সে সুখ দেয়
না বলছি না !
কিন্তু হাওয়াবদল তো
অস্বীকার করা যায় না !
কিন্তু ইন্তেলেচ্তুয়াল জীবনে সব পেলেও
ভাগ্যের কাঠগড়ায়
চিরদিন থার্ড আমপায়ার ভিকটিম বাল !
চোখের বালি থেকে গান্ডু সেম প্লট
পাতি কথায় খুজলি
সাজিয়ে বললে
"চোলি কে পিছে কয়া হ্যান" !
তোমার দিব্যি তোমাকে নিয়ে না
দশকর্মা'র দোকানেও বিক্রি হয়না
এমনি বলের কবিতা
কাটছেনা মামা কিছুতেই !
বদল একটা দরকার
৩৪ বছর কেটে যাবে আবারও
স্ট্রিট লাইট না যদি জ্বলে
ইনটু-মিন্টু হবেই !
বাবর থেকে স্পার্টাকাস
যতো মিসলেনিয়্স চুলকানি !
আসল কথা রাতের সাথে অন্ধকার ফ্রি
"ওয়াট এন আইডিয়া স্যার জি "!
কন্ট্রাক্ট সাইন কোরো শুধু আজ রাতটুকু
কাল কিন্তু তোমার বিয়ে !
ও'মা কি সুন্দর বৌমা
ঠিক যেন লক্ষী প্রতিমা !  
আর কি বলি
না শেষটা আর ভাবতে পারছিনা !
আচ্ছা
বলি শোন
তোরাও শালা শেষ না জেনে ছাড়বি'না !
পারদ উঠছে
গলনাঙ্ক ছুঁয়েছে শীতল স্রোত !
চিম্পান্জির মতো লাফা
থামিস না
পয়সা দিয়েছি !
কি রে থেমে গেলি যে 
ও ক্ষিদে পেয়েছে 
নে আআআ কোর্.........
এই তো হচ্ছে !
তুই পারবি
তোর্ হবে 
আহ......... !!!-১৫.১২.২০১৫
 

ফুল টা দেওয়া হয়নি

নাম না জানা ফুল টা
পথ চলতে এলো চোখে
কথা ছিলো দেবো
দেওয়া হয়নি !-১৫.১২.২০১৫

Monday, 14 December 2015

না না কাঁদছি না।,তোমায় ভাবছিনা

জানিনা কেন 
কিছুতেই নিজেকে ভালো রাখতে পারছিনা 
যতই এড়িয়ে যাচ্ছি
যেন পেয়ে বসছে আরও বেশি !
মৃত্যু কি পথ দেবে 
জীবনের সব চেষ্টাই তো বৃথা !

Sunday, 13 December 2015

Aronno Bivraat

Sobuj nei aaj
Saada kalor choylaap
Aronno aaj avidhaner patay
Jonoaronno bastobik-Likhito 31.12.2012

Swapnil Rojonigondha

Sokole jake por koreche
Taake tumi korecho aapon
Ki kore por boli tomay!
 "    "    vabi swapan?

Holei ba tumi swapnocharini
Tumi to aamar ardhangini
Ekantoi aamader swapner basore
Tumi Raja,aami Rani
Tomar aamar premkahini
Jano raater niralay surovito Rojonigandha-Likhito 03.01.2012

Tui thakbi Chirodin..............

Aaj tui nei
Konodin sotti chili
Aaj vable mne hyna
Kintu kothao tui chilis

Aakase,batase,survi te,sourav a
Aami to tokei anuvob kortam
Borsar bristi hok
Hok shiter kuasa
Aamar sristir utso to tui
    "      srijonsilota to toke ghire
Tui thakli baa dure
Aamar mon a tor jayga
Keu nite parbe naa
Konodin o naa-Likhito 07.01.2012

Aamar Valobasa

Aami Valobasi
Maas gele mota maine
Aami valobasi
Nischinto maangso vaat

Aami valobasi
Tomar Valobasa
Aami valobasi
Porokiya Prem
Kintu,aami valobasi naa
Sontrasbaad,dhorson,rahajani
Aami china
Mullobriddhi,mudrasfiti
Aami chai sukh
    "       "  shanti
    "       "  dusonmukto poribes
    "       "  emon 1 Prithibi
Jekhane sobai sabar
Jekhane,aami ekaki
Aabar,sobai aamar-Likhito 10.01.2012

Jiboner Aasha

Jiboner aasha niye
esechilo Jibone
Aaj se nei
Tobe Aasha ache-Likhito 14.01.2012

Porokiya

Valobasar mullo
Tumi  daoni
Apatre daan
Aami korini

Tumi sukhi
Sonsare
Aamar sukh
Porokiya-Likhito 14.01.2012

Saturday, 12 December 2015

ভিন দেশী তারা

এক ভিন দেশী তারা
এসেছে আমার'ই আকাশে
আমি নিজেই দিশেহারা
আয় বোস না আমার পাশে !
তোর্ বুকে রাখি মাথা
তোর্ আঙ্গুল আমার চুলে
তুই বাস না ভালো আমায়
আমি সব কিছু যাই ভুলে ! - ১৩.১২.২০১৫

অদ্ভুত স্তব্ধতা

কি অদ্ভুত স্তব্ধতা
নিজের নিঃশ্বাসটুকু
অবান্তর মনে হয় !-১৩.১২.২০১৫

মুখোমুখি

এলোমেলো বিছানা'র চাদর
ওই তো এ ক'দিন
আমার চোখের জল শুষেছে !

ভালো করে দেখলে পাবে
জল নয় ওগুলো স্মৃতি
চোখ বেয়ে নেমেছে !

আচ্ছা
স্মৃতিদের কি মোহনা হয়না ?
হয় বৈকি !

চোরাস্রোত গিয়ে মেশে
মৃত্যু
মহাকুম্ভে !

অন্য এক
জীবনের খোঁজে
যেখানে অনন্ত ও অন্তহীন মুখোমুখি ! -১২.১২.২০১৫

সে আত্মা ছুঁয়েছে

যে চোখে দিল জল 
বুঝবে সে আত্মা ছুঁয়েছে !-১২.১২.২০১৫

শেষ ইচ্ছা ....

আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে চাই তোমার সামনে
দেখতে চাই তোমার সংযম !-১২.১২.২০১৫

Friday, 11 December 2015

যা উড়ে যা

যা উড়ে যা
আজ তুইও পাখি হও !
আমি পুরুষ যদি
তুই নারী হ !-১১.১২.২০১৫

যা উড়ে যা

যা উড়ে যা
আজ তুইও পাখি হও !
আমি পুরুষ যদি
তুই নারী হ !-১১.১২.২০১৫

শেষের শুরু

তোকে বাঁধবো
সাধ্য নয় আমার !
সাগর তো
সীমার শেষ !
শুরুটা চিরদিনই
এলোমেলো
শেষের শুরু
আজ বহুদিন !-১১.১২.২০১৫

Wednesday, 9 December 2015

অভিমান

বৃষ্টির আদরে
মেঘ পথ হারালো
সেই থেকে
মরু'র অভিমান
সে জল ছোঁবে না ! - ০৯.১২.২০১৫ 

Tuesday, 8 December 2015

ভালোবাসা বেআব্রু

পূর্ণতা পাক 
এ অপূর্ণতা 
রাতের ভোর হবেই
আজ বাঁধ ভাঙ্গুক
জন্মের নিয়ম 
সময় জানে
কিভাবে বোঝাবো
ভালোবাসা বেআব্রু
এ বর্ষা যেন না থামে ! 
-০৮.১২.২০১৫

আর ভালোবাসবো না.....

একবার বুকে আয় 
তোর্ ঘাম ঠোঁটে মাখবো !
তুই তো বলেছিলি 
তোকে কেউ ভালোবাসেনি 
ওরা নাকি শুধু 
নিজের সুখটুকু নিয়েছিলে !
শুরুতে প্রেমিক হাতে তর্পণ
বোধন যার হাতে
আজ তুই তার দাসী !
তারপর একদিন
সমাজ বাঁধ ভাঙলি !
কিন্তু পেলি কী ?
যা চেয়েছিলি
তোর্ প্রভু
তোকে শিশু দেবে
এই আশায়
তুই চাতক সেজেছিস !
আমার বুকে যে
বেহিসাবী ভালোবাসা !
বুঝলি না কেন
নাকি তোর্ অনীহা জন্মেছে !
তবে তাই
আমিও কথা দিলাম
আর ফিরে আসবো না !
পথে পথে ঘুরবো
পাগল সন্ন্যাসী হোবো
তবু আর ভালোবাসবো না..........!-০৮.১২.২০১৫

বোঝোনি

বোঝোনি
তাই হয়তো
ভুল বুঝলে !
হারাতে চাইনি
বোঝাতে পারিনি 
হাহাকার শুন্য বুকে !
ভালোবাসার বোবা কান্না
আমি চাইনা তোমার সুখ
তুমি যদি নও আমার !
ঘৃনা আমার বুকেও ছিলো
আজ শুধু
তোমার ছবি চোখে ভাসে !
ভালোবেসে অপবাদ নয় নতুন
আর কতোকাল দিশেহারা এ জীবন
সেটাই শুধু প্রশ্ন !!!-০৮.১২.২০১৫

Monday, 7 December 2015

গরমিল

আজ এতো ভালোবাসা বিলিয়েও
জানিনা কেন শুন্য হইনি
বা হয়তো
পরিমাপটা ঠিক করা হয়নি ! -০৬.১২.২০১৫

অধরা

তোমার জীবনে
অনেক প্রেম আসা বাকি
অনেক ভালোবাসা
রয়ে গেলো অধরা !-০৫.১২.২০১৫

শুন্য

পাওয়ার খাতায় শুন্য
চোখের কোনে জল
বেশ আছি
ভেবো না
কুবের পাবে
তারা সোনা দেবে !-০৬.১২.২০১৫

অবসর

তোমাকে ক্লান্তি ছুঁয়েছে
দ্যুতি হারিয়েছে সময়
অবসর
অনন্ত অক্ষমতার ! - ০৭.১২.২০১৫

ব্যতিক্রমী....

তোমাকে ব্যতিক্রমী
ভেবেছিলাম
আমার ভুল ছিলো !

তোমাকে ভালোবেসেছি
এর কোনো অতীত নেই
আমার কাছে !-০৭.১২.২০১৫

পুণ্য জন্ম সন্ধানী

সর্বনাশী
ঐ রূপের নেশা
এলো চুল
বেপরোয়া পাহাড়ি নদী !
অমন বর্তুল বুক
মাদক দুটি বৃন্ত !
কাহিল হয়েছে
কতই না দিগ্বিজয়ী !
পসার পেয়েছে
যৌবন !
সীতা ক্রমেই
হয়েছো দ্রৌপদী !
বেআব্রু সমাজ
পুণ্য জন্ম সন্ধানী !-০৬.১২.২০১৫

Sunday, 6 December 2015

হৃদয়হীন

হাসলে অপমান 
কাঁদলে অভিমান 
আগেও বলেছি 
তুমি "সতী "
তুমি "অবুজ "
কষ্ট পেয়ো না 
জানোই যখন 
আমি হৃদয়হীন !-০৬.১২.২০১৫

বিন্দুতে থাক সিন্ধু

জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা থেকে যাবে !
হয়তো নয়
এ জন্মে
তবে জন্ম
আবারও নেবো !
শুধু তোমার হতে
একটা জন্ম
শুধু তুমি
আর আমি !
সীমিত চাহিদায়
একটা জীবন
বিন্দুতে থাক সিন্ধু
তোমার সিঁথি
আমার হাতে রাঙা !-০৬.১২.২০১৫ 

Friday, 4 December 2015

কৃতজ্ঞতা জ্ঞাপন

আমার কবি সত্তা তার দান
আমার জীবন ঋণী
আমিও তো মানুষ
তার কৃতজ্ঞতা জ্ঞাপন
আমার প্রতিটি কবিতা !-০৪.১২.২০১৫

সে প্রথম প্রেম

সে প্রথম প্রেম
বিবস্ত্র মা
শৈশব সাক্ষী !

প্রানবন্ত যৌবন
দুর্জয়ের নেশা
কালী'র বুকে তর্পণ !

সে কবিতা হয়ে থাকলো
সাগরের প্রাণ যে নদী'র বুকে
আমি কবি কি ?
প্রশ্নটা থেকে যায়

নিজেকে আজও চিনিনি
চিরজীবী নয় কেউ
একদিন মৃত্যু আসবে
শেষটুকু লিখবে !

সে প্রথম প্রেম
সে অনামিকা
সে আজ ২৫ !-০৪.১২.২০১৫ 

Wednesday, 2 December 2015

কাফের জন্ম ;কাফের মৃত্যু...

ভালো আছি
ভালো থাকাটাই দস্তুর
তুমিও তাই চাও
ভেবোনা;
আমি ভালো আছি !
এখন শীতকাল
স্মৃতি'র বারান্দায় মিষ্টি রোদ্দুর
তোমার হাসি'র স্বর কানে আসে !
আবার ,
রাত নামলেই কুয়াশা
সব ঝাপসা দেখি
তোমার কান্না 'রা
আমার চোখে ভাসে !
আমি জীবন কে উচ্ছাস বলেই জানি
তোমায় পেলে যৌবন ফিরে পাই !
আবার ,এই আমি
চাতক হতে পারি !
সারাটাজীবন
শুধু অপেক্ষার দিন গুনে !
তোমাকে ভালোবেসে অসামাজিক
তোমাকে ছুঁয়ে ধার্মিক !
কোনো ধর্ম ছিলোনা আমার
ছিলো কেবল ভালোবাসা !
ভেবোনা,
আমি ভালো আছি
ভালো থাকাটাই দস্তুর !
কাফের জন্ম ;কাফের মৃত্যু !-০১.১২.২০১৫