Monday, 30 May 2016

আকাশের মতো কি একটা

ফেরানো গেলো না
সে রাতে জ্যোত্স্না
তাই নিভিয়ে দিলো আলো
আমার চোখে
আকাশের মতো কি একটা !-৩১.০৫.২০১৬

Friday, 27 May 2016

রং ছাড়া রামধনু

আবারও লিখবো প্রেমের কবিতা 
আবারও হোবো প্রেমিক 
চোখ বেয়ে ঠোঁট হোবো
পুরু হোক মরু 
বৃষ্টি নামাবো শুন্য বুকে 
তারা'র খোঁজে আর নয়
বৃষ্টি করবে নদী আবিস্কার
পতঙ্গ হবো প্রেম অনলে
রং থাকবেনা আঁকবো রামধনু
জীবন মৃত্যু কালের নিয়ম
যতবার প্রেম আসবে
ততবার কবি হোবো !-২৭.০৫.২০১৬

Sunday, 22 May 2016

সবে ই বরাত

মুখোমুখি আজ
তোমার খোদা
সবে ই বরাত-এর রাত
কবি'র বুক চিড়লে
পাবে প্রেম
তবে কেন সখী দূরে থাকো !-২২.০৫.২০১৬

Tuesday, 17 May 2016

ভুলে যাই ....

ভূলগুলো'কে মনে হয় সহজাত
উদ্দেশ্য হীন ভাবেই ভালোবেসেছি যেমন এতদিন
শুধু কি দিন
অবুঝ ভালোবাসা'র প্রান্ত ধরেই
আজ ক্ষণিক জীবনের
প্রায় আড়াই খানা দশক
জীবন্ত মরীচিকা
প্রণোদিত স্পন্দনগুলো কখন জানি নিস্কাম হয়েছে
একদিন আঁচল ধরে হাঁটে
আজ আবারও সেই আঁচল খুঁজি
মুখ গুজে কাঁদতে ইচ্ছা হয়
ভুলে যাই আমি পুরুষ !-১৭.০৫.২০১৬ 

Sunday, 15 May 2016

আকাশ বৃষ্টি

তুমি 
যখন যখন 
আকাশ 
আমি 
তখন তখন 
বৃষ্টি !-১৬.০৫.২০১৬

Wednesday, 11 May 2016

একটা থালা

বলিনা তোমায় 
কবিতায় আজ সে কথাই বলবো
ভালোবাসা'র অভিমান 
ঘর নয় মন চাই
জানালা দরজা ছাদ নয় 
দুপুরে ভাত ডাল সবজি সাথে
তোমার সাথে
একটা থালা
তুমি আমি !-১১.০৫.২০১৬

Sunday, 8 May 2016

রবীন্দ্র স্মরণে ......

তোমার দানে 
বিরহ 
প্রেম 
ওহে
অমৃতের সন্তান
সিঁদুরের
অভিধানে
অধরা যে প্রেম
দিও অমৃতের সত্ত্ব
ক্ষুদ্র এ প্রাণে !-০৮.০৫.২০১৬

Saturday, 7 May 2016

পিয়াসী জীবন

বেড়ে গেছে শুন্যতা
উজানের শেষ খুঁজিনা আর !
পানি'র পিয়াসী জীবন
পেলি কেবল মাটি !-০৮.০৫.২০১৬ 

Friday, 6 May 2016

অভিধানে

অভিধানে
অনুদান'টুকু রয়ে গেছে !-০৬.০৫.২০১৬

পরের টুকু

নিঃশ্বাসে কারও অধিকার হয়না
এমনকি নয় তা জীবনের
গতি নাহলে বোধ হয়
জীবন কে
এমন সুন্দর দেখাতো না
প্রতিটি পৃষ্ঠা
এক অন্য কাহন
প্রতি বিকেল অন্য এক স্বপ্ন বোনা
রাত নেমে আসে
হারিয়ে যায় স্বপ্নেদের মাস্ত্তুল
আগুনের তৃষ্ণা জলে মেটেনা
সাগরের পিপাসা দিগন্ত জানে !-০৬.০৫.২০১৬

Thursday, 5 May 2016

প্রতিদান

একটা পাথর
বুকে কয়'বিন্দু জল
নদী'র মুখোমুখি
সে দিল দান
রুক্ষ পাথর চাইলে প্রতিদান
নদী দিলে তাকে প্রাণ
পাথর আর রুক্ষ রইলো না !-০৫.০৫.২০১৬

Wednesday, 4 May 2016

কক্ষপথ

পৃথিবী'র কক্ষপথ
ভেঙ্গে একদিন আমি
তোমার কাছে যাবো
তুমি সেদিন
ছায়াপথ হয়ে এসো !-০৪.০৫.২০১৬

চাষী কথা

মাটি খোঁজে চাষী
চাষী খোঁজে বীজ !-০৪.০৫.২০১৬

অসমান্তরাল

অসমান্তরাল
তবুও চায়
একে অপর কে
বোঝে অনেক বেশি !-০৪.০৫.২০১৬

অন্য কবিতা

বলি শোন
নাম নেই 
ওই যে ঢেউটা 
ফিরে যাচ্ছে 
হেরে যায়নি !
অপেক্ষা'র অন্য নাম
জীবন ! - ০৪.০৫.২০১৬

Sunday, 1 May 2016

নিয়ে যেও মনে করে

অনেক চুমু জমে আছে তোমার
নিয়ে যেও মনে করে !-০১.০৫.২০১৬

মাঝে মাঝে

ইতিহাস জমে আছে
পাহাড় নেড়ে চেড়ে
কিছু ধুলো ওড়াই
মাঝে মাঝে
অন্তর্বাহিনী একটা নদী
এসে সব ধুলো শুষে নেয়
এক নিঃশ্বাসে !-০১.০৫.২০১৬

সে আমার

যতদিন বেঁচে থাকবে
সে আমার
যমুনায় জল বয়ে যাক
পদ্মায় আসুক বান
গঙ্গা মিশে যাক সাগরে !-০১.০৫.২০১৬

কবি ও মানবী

কবি ,
কে তোমার প্রেমের ঈশ্বর ?
হে মানবী ,
তুমিই সে !
তোমাকেই ডাকি আজানে
তুমি লেখা পুরানে !
কবি ,
তুমি বহুগামী !
হে মানবী ,
তোমারই বীজে এ জন্ম !-০১.০৫.২০১৬

তোমার সাথে

একটা গোটা দিন
যদি
তোমার সাথে হতে পারতাম !
একটা অলস দুপুর
একটা নিবিড় ঘন শীতের রাত !
একটা বৃষ্টি মাখা বিকেল
একটা রামধনু সন্ধ্যা
শিউলি ফোটা সকাল
ভোরের আজান
তোমার সাথে !
প্রেমের খোদা
আমাকে দেবেনা
এমন একটা দিন !-০১.০৫.২০১৬