Wednesday, 29 June 2016

ক্লান্তি

ক্লান্তি তো আমারও আসবে 
সেদিন মাথা রাখবো তোমার কোলে !-২৯.০৬.২০১৬

তোমার কপালে সিঁদুর

আজ আবারও বলি
তোমার কপালে সিঁদুর শোভা দেয় না !-২৯.০৬.২০১৬ 

Tuesday, 28 June 2016

বন্দনা

লেখো
তাই লেখো
কিন্তু সে লেখা যেন এমন হয়
যাতে মানুষ মৃত্যু কল্পনাও না করে
মৃত্যু ক ঘৃণা করতে শেখো
জীবন ক ভালোবাসো !-২৯.০৬.২০১৬

তুমি আমারই মতো

তুমি স্বপ্নের নায়িকা
তুমি নীল ছবির বাস্তব
তুমি চাঁদের কলঙ্ক
তুমি আমারই মতো !-২৮.০৬.২০১৬

আকাশ বৃষ্টি বার্তা

তুমি ছায়া হলে;
অবয়ব হোবো
রাতের শেষে যেমন ভোর
তোমার ক্লান্ত চোখে
মায়াবী কাজল
বা বলি,
প্রশস্ত কপালে ;
এক বিন্দু টিপ
সাজাতাম তোমাকে
নিজের মতন করে
আলতা রাঙ্গাতাম
তোমার পায়ে
আমার নিঃশ্বাসের উষ্ণতা
শুষে নিতো সমস্ত আদ্রতা
আমি রামধনু;
তুমি আকাশ
তোমার তো লাল রং
ভীষণ প্রিয়
আমার আকাশি
সেই ছোটবেলা থেকেই
আমার আকাশ ভালো লাগে
তোমার ভালো লাগে বৃষ্টি
এসো আমার আকাশে বৃষ্টি হবে !-২৮.০৬.২০১৬

Monday, 27 June 2016

ভরা জোয়ার

বালুচরে এক দাঁড়িয়ে আমি
বানভাসি জ্যোৎস্নায় উতলা দামাল ঢেউয়ের গর্জন
আজ কি তবে পূর্ণিমা
এ তো ভরা জোয়ার !-২৮.০৬.২০১৬

মোহনা

সাগর যাকে ধরা দেয়
তার তৃষ্ণা মিটবে কিসে !!!-২৭.০৬.২০১৬

Sunday, 26 June 2016

কে এলি ?

কে এলি ?
সঙ্গ দিবি বলে
চলে যা
রাতের স্বপ্ন সত্যি হয়না !-২৬.০৬.২০১৬

সংশোধন .... !!!

নিঃশ্বাস একরকম চলছে
যুদ্ধটা অন্তর্মুখীন
আমি নাকি আমরা
মিল পাওয়ার চেষ্টা
আজন্ম চলে আসা পথ
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
পাখিদের ফিরে আসা বাসায়
মাথা নিচে শেষ না হয় পথ
আমি'র সংজ্ঞাটা সহজ নয়
সংশোধন এর চেষ্টা বৃথা !-২৬.০৬.২০১৬

Friday, 24 June 2016

স্বপ্ন মানে

রাতের অভিধানে 
স্বপ্নেদের নাম হয়না 
রাত জানে স্বপ্ন মানে 
অপূর্ণ ইচ্ছা !-২৪.০৬.২০১৬

Sunday, 19 June 2016

তোমাকে লিখবো

আমি যখন লিখি তোমাকেই লিখি
যতবার লিখবো তোমাকে লিখবো !-১৯.০৬.২০১৬

Tuesday, 7 June 2016

সময়ের অতীত

মিথ্যে জরায়ু
মিথ্যা জন্ম প্রণালী
আমার কলমে জন্ম তোমার
মৃত্যু সময়ের অতীত !-০৭.০৬.২০১৬

Friday, 3 June 2016

কে কার এই ভাবনায়

সূর্যের খুব কাছাকাছি
চাঁদের আলো সেখানে পৌঁছয় না
বিন্দু বিন্দু ঘাম ইতিমধ্যে
কপাল ছুঁয়েছে
কে কার এই ভাবনায়
পুড়ে যাচ্ছে স্বপ্ন
স্থির রাত আকাশ পানে চেয়ে !-০৩.০৬.২০১৬

Thursday, 2 June 2016

কেন ?

অনেক আনা গোনা
অনেক অভাব 
অনেক তৃষ্ণা
হারিয়ে যাচ্ছি না তবুও 
কেন ? -০২.০৬.২০১৬

পূর্ণতার ছলে......

লজ্জা 
যদি না পাও
খোলো বসন 
অলংকারের 
শোভা 
নয় যে তোমার
তোমার মধ্যমা
দাও তাকে
উচিত অভিষেক
স্বর্গের দ্বারে
নামিয়ে আনো
গঙ্গা
শুদ্ধি দাও
পূর্ণতার ছলে !-০২.০৬.২০১৬