Wednesday, 27 July 2016

বেঁচে থাকা

এখন আর অপেক্ষা নেই
শুধু বেঁচে থাকি !-২৭.০৭.২০১৬

মেঘদূত কে মনের চিঠি

একটা মরুময় মন
মরীচিকা ময় আকাশ
জ্বলছে নিভছে ওরা কারা
তারা,নাকি পুড়ে যাচ্ছে কারও বুক
স্খলিত শৃঙ্খল
বন্ধন মুক্তি দ্বন্দ্ব
আলো কে মনে হয় অন্তরাল
রাত যেন মোহনা
আমি নিজেকে আবিষ্কার করতে থাকি !-২৭.০৭.২০১৬

বন্ধন ও মুক্তি

ভাগ করে নেওয়া কিছুটা
বন্ধন ও মুক্তি !-২৭.০৭.২০১৬

Monday, 25 July 2016

আমার জন্য তুমি

আমার জন্য তুমি চিরন্তন
হয়তো আমি নেই
সেই একটা দিন
নিঃশ্বাস ছাড়া নিথর শরীরটা !-২৫.০৭.২০১৬

Monday, 18 July 2016

আকাশ ঘুড়ি

যাকে ফিরে পাওয়া যায়
এক বুক স্মৃতিতে
ফিরে চাইলেই কি
নাম দিতে হয়
সম্পর্ক
ভাঙ্গন
আকাশ ঘুড়ি !-১৮.০৭.২০১৬

Wednesday, 13 July 2016

তোমাকে পাওয়ার অন্য নাম

কত ভুল
মার্জনায় তুমি মা
লোডশেডিং ভেঙে
এক টুকরো চাঁদ
আলো আর তুমি
আমি বেঁচে আছি
আমি বেছে নিয়েছি
নিঃশ্বাসে মিশে আছো
তুমি
হৃৎপিণ্ডে বইছে
কি একটা শীতল স্রোত
জীবন তোমাকে পাওয়ার অন্য নাম
মৃত্যু তোমাকে না দেখা দিন
তোমাকে ছাড়া প্রতিটি রাত ! -১৩.০৭.২০১৬

Tuesday, 12 July 2016

উক্তি - ২০১৫

জীবনের স্বার্থে জীবন নিলে তা হত্যা হয় না !-২৮.০৪.২০১৫
_________________________________

বুদ্ধিজীবী ও প্যাঁচা রাত হলেই ধরা দেয় !-০৮.০৬.২০১৫
_________________________________

কবি নই তো শুধু প্রেমিক সত্তা টা আজও অম্লান !-১৯.০৬.২০১৫
____________________________________

জীবনে কিছু মানুষ এমনও আসে নিরুত্তর হই বা নিরুত্তাপ তারা থেকেই যায় !-২০.০৯.২০১৫
_____________________________

প্রতিটি অবসর তোকেই চায়...........!-২৭.০৯.২০১৫
____________________________________

স্মৃতি হোক বা মানুষ মৃত্যু একবার !-২৯.০৯.২০১৫

একটা মানুষের মৃত্যু নিয়ে যারা রোমানস্ করতে পারে;তাদের প্রেমিক বা প্রেমিকা বলতে আমার ঘৃনা হয় !-২৯.০৯.২০১৫
_______________________________

ঝড়ের স্তব্ধতা বুঝতে গেলে প্রেম করতে হয় !-১২.১০.২০১৫

*************************************************

স্বাধীনতা যখন শর্তাধীন ;তাকে প্রেম বলি !

ইতি চাই সিঁথি দেবে ?

তাত্ত্বিক জ্ঞানে জ্ঞানী হলে ;মন বুঝলে না !

এতো ঘৃনা থাকলে অভিনয় হয় ;প্রেম নয় !-১৩.১০.২০১৫

*********************************

উজানের সঞ্চয় আর যাই হোক ঘর বাঁধা যায়না !-২৮.১০.২০১৫

অনুগ্রহ আপেক্ষিক প্রেমের চেয়ে বেশ্যা 'র ভাত শ্রেয় !-২৯.১০.২০১৫

লেখা হোক আদিমতা'র ইতিহাস;আমি কবি তুমি রাত !-২৯.১০.২০১৫

তুমি বেশ্যা যদি হও;আমি নপুংশক ! - ৩০.১০.২০১৫

ছুঁচো গন্ধ ছড়াবেই;আতর ছড়াক বাঁদর !-৩১.১০.২০১৫

আমার মৃত্যু একলা তোমার পথ চেয়ে !-৩১.১০২০১৫

যা তোমার অধিকার তা আমার অভ্যেস !-৩১.১০.২০১৫

অপেক্ষা কবে নদী মোহনা ছোঁবে !-০১.১১.২০১৫

অপূর্ণ প্রেমে যে মৃত্যু ও তোমায় সুখ দেবে না !-১৩.১১.২০১৫

যান্ত্রিকতা কিনতে পাওয়া যায় ;ভালোবাসা নয় !-১৩.১১.২০১৫

আমার সব না পাওয়ার সব থেকে বড় চাওয়া তুমি !-১৮.১১.২০১৫

আবেগের বিরুদ্ধে অনিচ্ছায় যাই কোরো সেটা অপমান ;আত্মা'র অবমাননা !-১৮.১১.২০১৫

সব সম্পর্কে ১ টা খোলা জানালা দরকার !-১৮.১১.২০১৫

আমি সংসারী নই যে ;আমি প্রেমিক !-২৫.১১.২০১৫

"ভালোবাসি" যে কথাটা এর থেকে বড় কোনো প্রতিশ্রুতি নেই ,হয়না ,হতে পারে না !-১৬.১২.২০১৫

চাইলেও যে সম্পর্কগুলো মন থেকে গড়া যায় না;দায় বোধ চলেই আসে !

আমরা এই অধিকারের ছুতোয় ভালোবাসাটাই হারিয়ে ফেলি !

প্রেম তো কাঙ্গাল কেও ধনী করে দেয় ;আর যে যতো ধনী ততোই সে প্রেমের কাঙ্গাল !-১৭.১২.২০১৫

Sunday, 10 July 2016

স্রোতের অন্য নাম

অল্প থেকে প্রচুর
অবক্ষয় নাকি অপচয়
জীবন
স্রোতের অন্য নাম
গতি যার ধর্ম !-১০.০৭.২০১৬

কবি'র পদবি

পূর্ণিমা'র চাঁদ যেথায় ঝলসানো রুটি 
কবি'কে পদবি দেবে কে তুমি !-১০.০৭.২০১৬

শিল্পী'র জন্ম

অভিমানের আত্মজীবনী 
নাকি 
নিঃশ্বাসের না বলা কথা !
অবধারিত কারণেই 
জন্ম নেয় শিল্পী ! - ১০.০৭.২০১৬

Friday, 8 July 2016

মানে না মানা....

তুমি এলে
এমন অবেলায়
দু'চোখে ক্লান্তি নেমেছে !
শেষ বিকেলের রোদটুকু তুলে রেখেছি
জানি তোমার মন্দ স্বভাব
ভুল বুঝবে জানি;তবুও যে টুকু ভালোবেসেছি !
আলতা পায়ে এলে
কেউ যদি টেরটি পায়
তোমার তারায় ভরা আকাশ
তবুও কেন চাঁদে কালিমা ?
ও যে আমারই মতো
মানে না মানা !-০৯.০৭.২০১৬

ঢাকা তুমি এক নও

ঢাকা
তোমাকে ,
শহরের পদ্যে লাল
মোহনায় সূর্যাস্ত দেখে 
আমার পৃথিবী
আমার জানতে ইচ্ছা হয়
ঢাকা,তুমি কেমন আছো !
আমি কথা রাখতে পারিনি
বুঝিনি তোমার মন
পলাশ ফোটা কৃষ্ণচূড়া
হারিয়েছি যত সবুজ
বাংলা
ভাষার শহীদ
আজ জিহাদে দিচ্ছ প্রাণ
কারা ওরা ধর্মের কিতাব লিখছে
বাইবেল/কোরান /গীতা
তোমার কবর
আমার চিতা
জানিনা কি ভাষায় চাইবো ক্ষমা
যে ভালোবাসা করেছে
কাঁটাতার জয়
কেন পারেনা
জিহাদের রং পাল্টে দিতে !
ধর্ম লাল
রক্ত লাল
সাদা কালো মানুষ !
ঢাকা তুমি এক নও
স্মরণে শরিক তোমার প্রেমিক !
তোমার,
দিল্লী

Sunday, 3 July 2016

সভ্যতা গড়তে

অভিমানের পাহাড় গড়াটা
সহজ
না হয় তুমি নদী হলে !
ভাবো তো
কোনটা চিরন্তন
পাহাড় কিন্তু ক্ষয় হবে
নদী মিশবে সেই সাগরে !
হেরে গেলেই তো পাহাড় হওয়া যায়
সভ্যতা গড়তে নদী হতে হয় ! - ০৩.০৭.২০১৬

পুরোনো প্রেম

পুরোনো প্রেম 
বুঝিস না যা 
অধিকারটা 
অযাচিত 
বৃষ্টি
তোর অন্য নাম
আমার কবিতা'দের
ইন্ধন
তোর চোখের
কাজল
সাগরের ঢেউ
নারীর পুরুষ
কবি'র তুই ক্লিওপেট্রা
রবি'র তুইই চিত্রাঙ্গদা !!!-০৩.০৭.২০১৬

বর্ষার দিন গুলো

বর্ষার দিন গুলো
নস্টালজিয়ার পাতা উল্টোয়
"আমি" ফিরে যায় !
দিন গুলো সুখের ছিল না
ছিলো অনেকের মাঝে
তখন এই "আমি" টা ছিলো
তবে পরিচয় খুঁজতো !
আজ সেই "আমি" অস্তিত্বহীন
অশিক্ষিত বর্বর
তবুও ওদের মাঝে
ওরা বুঝতো না ঠিক বা ভুল
ওরা বিচার করতে অভ্যস্ত !
জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা
দেখা ঐ মেঘ কল্প আকাশ
আর খোঁজ সেই সূত্র
যা আমাকে বাঁধে সেই অনন্তের সাথে
কে তুমি ;কে তুমি আমার ;কবে হবে আমার
কবে দেবে ধারা !!! - ০৩.০৭.২০১৬

Friday, 1 July 2016

যৌথ রচনা

এখন কি করছো ?
চাঁদ দেখছি
দাগ পেলে?
খুঁজিনা
ভালোবাসি যে বড্ড !-০১.০৭.২০১৬
যৌথ রচনা - কৃতজ্ঞতা স্বীকার "অনন্যা"