Sunday, 21 August 2016

ও'র নাম দুঃখ

ও'র নাম দুঃখ 
বড্ড সেকেলে 
ও'র ভালোবাসা 
শেকল বাঁধা 
আমার মতো আকাশ 
ও'র হওয়ার নয়
যৌবন ও অর্থ
দুইয়ে ও'র অনাসক্তি
তবুও ও'র দোসর হয়না
ও যে কবি'র আবিষ্কার
ও কবি'র স্ত্রী
এমন কেউ
যে কবি কে অনুভূতি দিয়েছে
অনুভবের আকাশে ও'ই ধ্রুবতারা ! - ২১.০৮.২০১৬

Saturday, 20 August 2016

ক্ষয়িষ্ণু

কোপার্নিকাস থেকে কালিদাস
জীবন বিজ্ঞান থেকে নন্দন কানন
সভ্যতা আলোকিত করেছে যারাই
দিনের শেষে ক্ষয়েছে মাত্র !-২১.০৮.২০১৬

Friday, 19 August 2016

মরুদ্যান দু চোখ জুড়ে

রাত নামলেই
ডুবুরি সময়
ব্যর্থ জল
চোখের পাতায়
গ্লানি বা অভিমান
তুমি বা স্মৃতি
আমি ও মরু
মরুদ্যান
দু চোখ জুড়ে !-২০.০৮.২০১৬

Thursday, 18 August 2016

এটম

ঝড় মাত্রেই ক্ষনিকের 
গভীর মাত্রেই সুন্দর 
ডুবতে জানে ক'জন !-১৮.০৮.২০১৬

Wednesday, 17 August 2016

ও'কে....

স্মার্ট ফোনের দেয়ালে জেগে থাকে চোখ
তবে ও'কে ......
সন্ধ্যে নামলে ক্লান্তি খোঁজে !-১৮.০৮.২০১৬

Wednesday, 10 August 2016

পোড়া দাগ

মেয়েটা নিজেকে নষ্ট করেছে
দিনে দিনে
ভালোবাসবে বলে
বিষ নিয়েছে বুকে
নীল হয়েছে
দিনের পর দিন
সবুজ মন'টা শুকিয়েছে
শুকনো পাতায়
যেভাবে দাবানল লাগে
ছাই নয়
শুধু পোড়া দাগ !-১০.০৮.২০১৬

প্রথম প্রেম

তোমাকে কি শুধু
একটা নীল ছবি বলা যায়
নাকি বলা উচিত
মিশরের মমি
তাত্ত্বিক দৃষ্টি তাই বলে
উভয়েই তো শরীর
বা বলি,
একরকম কাঠামো
লাস ভেগাস বা কুমোরটুলি
প্রেমিক শিল্পী'র তফাৎ
খুব একটা নয় বললেই হয় !
কবি কলম তুললে
বুঝে নিতে হয়
প্রেমিক সত্তা আঘাত পেয়েছে
অপ্রত্যাশিত কারণে
কবিতা যে তার প্রথম প্রেম !-১০.০৮.২০১৬

প্রেমের পরিভাষায়

আজ মন থেকে
একটা যাপন চাই
অবসর বলা যায়
আবার নয়
অবসর বড়ো
একাকী
আমার যাপন হোক
তুমি কেন্দ্রিক
যেখানে শুধু তুমি আমি
ওরা মরীচিকা
আগে বুঝিনি
আজ বুঝি
কাছে পাওয়ার পর
যে দূরত্ব
তার থেকেই
আপন পরের বিচারটা আসে
বিবেক বিচার ও অভিমান
প্রেমের পরিভাষায় সব ম্লান !-১০.০৮.২০১৬

Monday, 8 August 2016

জীবনের খোঁজ

শ্রাবন 
অভাব নেই তাই 
আয়োজনের প্রয়োজন দেখিনা 
মুহূর্তের মূল্য বোঝেনা 
ওরা দোষ দিয়ে নির্লিপ্ত !
আমি কারও নই কেউ
জীবনের উদ্দেশ্য
অনন্ত ও অসীমের
মাঝে হারানো ঠিকানা'র সন্ধান !
কেউ পায় সন্ধান
কেউবা সন্দিহান
শিকড় হারানো একলা কান্ড
জীবনের খোঁজ থামে না !-০৮.০৮.২০১৬

ভালোবাসা মানে

ভালোবাসা মানে 
একটা শক্ত শরীর 
ভেঙে গিয়ে 
একটা নরম শরীর 
"মা" হওয়া !-০৮.০৮.২০১৬

Sunday, 7 August 2016

মুখোশ

একটা মায়ের মুখে মুখোশ 
কেমন হবে 
বিন্দু বিন্দু ঘাম 
সে যদি জড়ো করে 
হিসাব চেয়ে বসে 
তোমরা গান্ধী জিন্না নিয়ে যতটা
কাঁটাছেড়া করো
ভেবেছো নিজেদের
জন্ম শিকড় নিয়ে
ততটা
কি বোলো
ভেবে কাজ নেই
ওরে ভাবো
একটু সময় দাও নিজেকে
সবাই ভালো থাকবে
ভালো থাকতে শেখো
আগে নিজে !-০৭.০৮.২০১৬

Saturday, 6 August 2016

নিয়ম

জন্ম ব্যবচ্ছেদের বিনিময় 
মৃত্যু অবক্ষয়ের সঞ্চয়িতা !-০৭.০৮.২০১৬