Sunday, 30 October 2016

নায়িকা আমি

কর্তব্যের পিছুটান
নীল ছবি'র নায়িকা আমি
কেতা অনেক
জীবনের ছায়াছবি
নায়ক হতে চায় সবাই
আমি নায়িকা হতে রাজি !-৩০.১০.২০১৬

জন্ম থেকে জন্মান্তর

ক্ষরণে চাই তোমাকে
প্রেমের কি সত্যি আয়ু হয়
এতো জন্মের বিনিময়
শ্রেষ্ঠ যোনি !
তুমি আমি
মেহনেও অন্য কেউ নয়
ক্ষরন থেকে ক্ষয়
জন্ম থেকে জন্মান্তর !-৩০.১০.২০১৬

Tuesday, 25 October 2016

একে অপরের বুকে লীন

গ্রামের মূল্যবোধ
শহর মেনে নেয়নি
উৎসবে আমি আর
শরিক হইনা তাই !
ভিড়ে ঠাসা আমার মেট্রো
অজস্র জ্যোতিষ্কের মাঝে
আমিও জীব
আমরা মানুষ !
বিন্দু বুকে দর্পন
দর্পনের দৃষ্টি আলো প্রত্যাশী !
দশানন রাবন নয়
ধর্মাবতার এখন আতঙ্কের পরিভাষা !
কানুন দেখিনি কিছু
পিতা'র ধর্মে পিতৃত্ব ছিলো'না
মা বলতে
জীবন দিয়েছি
বিনিময় কেবলি যন্ত্রনা !
আমার হাসতে ইচ্ছা হয়
ক্লান্তি আমার নয়
রুটিন একটা জীবন
রুটিন মতো চলি !
সেদিনই তো
মানসী
আমার প্রেমিকা
চুমু খেলো
প্রকৃতির কি অমোঘ টান
ভুলে যেতে হয় আমি কে !
প্রেমটা খুব প্রয়োজন
মরণশীল শরীর ক্ষমা করবে না !
সন্ন্যাস সবার নয় তা
প্রেমিকের দর্শন
প্রেমিকা'র ক্লান্তি
নদী'র মোহনা
একে অপরের বুকে লীন !-২৬.১০.২০১৬ 

Friday, 21 October 2016

আরও একটা দিন

এখানে জীবন যান্ত্রিক
নিয়মিত জীবন খোঁজে ক্লান্তি 
আঁধারের বুক চিরে নিশীথিনী 
মেঘ কে দেয় আলো 
সকাল আনে 
আরও একটা দিন !-২১.১০.২০১৬

Wednesday, 19 October 2016

দমের খেলা

খোলা মাঠ
উন্মাদ প্রেম
দমের খেলা
তুমি ও আমি !-১৯.১০.২০১৬

Thursday, 13 October 2016

নিত্য ক্ষয়

প্রসূতি মেঘ
অব্যক্ত অভিমান
বৃষ্টি নাম জল দেখি
নিয়মিত অভ্যেস
মৈথুন নাকি মেহন
ক্ষয় সেটাই নিত্য !-১৩.১০.২০১৬

দীর্ঘজীবী প্যাঁচা

ব্যস্ততার
পরিভাষা
নাম্নী
স্মার্টফোন
ভাঙা গড়া পেরিয়ে
সিঁড়ি ভাঙা
সাপ সিঁড়ি
জীবন
চশমা আঁটা
বুদ্ধিজীবী
দীর্ঘজীবী
প্যাঁচা !-১৩.১০.২০১৬

Tuesday, 4 October 2016

নিরুত্তাপ গঙ্গা

লেখক ও তার জীবনী
অসম্পূর্ণ এক দীর্ঘ কাহিনী
কোলাহলে নির্বাক জীবন
না বলা থেকে গেছে
হাত ফস্কে
আলো ছুঁয়ে ফিরে আসে
দিগন্তের কালো দীর্ঘশ্বাস
কেউ পতিত
কেউ পতিতা
পিতৃত্ব নির্বিকার
কথা হারিয়ে গেছে
নিরুত্তাপ গঙ্গা বয়ে চলে !-০৪.১০.২০১৬