Thursday, 29 December 2016

শীতঘুম

শীতঘুমে কাতর
হতে চায় সরীসৃপ
আগাগোড়া
কাহিল শীতাতুর
নিমগ্ন নীরব
জমে থাকা আবেগ
ভেঙে সঞ্চয়
জীবনের স্রোত জীবন
ঘুমের দেশে
যেখানে ক্লান্তি নেই
আমার চোখে নেমে আসুক
অমোঘ মোহের প্রাপ্তি
অমর
হোক ক্লান্তি
আমার শীতঘুম !-২৯.১২.২০১৬

Tuesday, 27 December 2016

তুমি মানসী

ভবিষ্যনিধি যত
অতীতের কারাগারে
অতীত সব জানে
ভালো থাকা'র মানে
মনের মানুষ যে
সে তো তুমি
তোমার দোসর হয়না জীবন
তুমি মানসী !-২৭.১২.২০১৬

Thursday, 22 December 2016

স্রোতের ঋণ

নারীর কোনো বয়স হয়না
পুরুষ কোলে মাথা রাখলে
ও'রা মা হতেই পারে
প্রেমিকা
ওরা সকলেই অমায়িক
নিরীহ পুরুষ মাত্রেই
প্রেমসুধা পেয়েছে
স্রোতের ঋণ
সে জানে মোহনা শুধু
আর কেউ নয় !-২২.১২.২০১৬

Wednesday, 21 December 2016

ছায়াপথ সন্ধানী

আলো ছিড়েছে
অন্ধকারের শিকড়
মাটির বুক চিরে
বনস্পতি
দিয়েছো জীবন
ক্ষতি নেই
ক্ষয় হীন
আমার মৃত্যু
ছায়াপথ সন্ধানী !-২২.১২.২০১৬ 

Friday, 16 December 2016

সন্ধানী

মরণশীল
তাই সুখ পরম
চরম শাস্তি
সে মাথা পেতে নেয়
ধন্য সেই জন্ম মানব
প্রেম গুরু যে পায় !-১৬.১২.২০১৬

Wednesday, 14 December 2016

চাঁদ'টা ইদানিং

সনাতন থেকে শাশ্বত
পথ চলতি 
খুচরো স্মৃতি 
আনাগোনা অজস্র 
অগুনতি আদমশুমারি
আজ আকাশে চোখ রেখো
পথে বেরিয়ে এসে একবার
চাঁদ'টা
তোমার মতোই মনে হয়
ইদানিং
আমার চোখে !-১৪.১২.২০১৬

Monday, 12 December 2016

অবক্ষয়

একাকিত্ব
নয় সবার জন্য
একা
তবুও হতে হয় !
থাকতে হয় নির্লিপ্ত
সমাজ নয়
ভয় সামাজিকতা'কে !
অন্তরতর অন্তঃপুরে
ডুকরে কাঁদে
জীবন !
কেউ শোনে না
কেউ শুনতে পাবে না
কোনোদিনও
সে নীরব আর্তনাদ !
শেষের সে দিন
যার অপেক্ষায়
স্বপ্নের খেলাঘর বাঁধা !-১২.১২.২০১৬

Sunday, 11 December 2016

কাতর ....

ব্যাথা জমে জমে 
পাহাড় হয়ে গেছে 
শুকনো তুলি 
তাই দাগ কাটেনা 
নিজস্ব ক্যানভাস;তবুও নিঃস্ব !
বৃথা ব্যর্থতা
অনর্থক জয় পরাজয়
সেই থেকে যাকে খুঁজছি
যার জন্যে পথ চলা
সেও জানেনা
আমি কতটা তৃষিত !
তৃষ্ণা'য় কাতর প্রাণ
সূর্যের সাথে সাথে অস্তে যায়
জীবনের দিন'গুলো !
পাহাড়ের চূড়োয় আমি
অনেক দূরে
কোনো এক সমতলে
নদী বয়ে চলেছে !
কেউ কি পৌঁছে দেবে
আমাকে সেখানে
খুব ব্যাথা
চোখ ঝাপসা হয়ে আসে !-১১.১২.২০১৬

Saturday, 10 December 2016

সঞ্চয়.....

নিরপেক্ষ বিবেক
অবাক অস্থির
অগ্রজ বা অনুজ
সময়ের সাথে
সামঞ্জস্যের গরমিল !
বিন্দু'র দানে
তারা আজ আমাকে
সাগর করে তুলেছে !
এক মহাসাগর
যদি না ফিরিয়ে দিতে পারি !
ক্ষমার যোগ্য নই
নিজের কাছে !
সাময়িক অসহায়
বিপন্ন অস্তিত্ব
বেহিসাবি মনে হয় সঞ্চয় !
হারিয়ে থাকি
নিজের থেকেও
যোজন দূরত্বে রাখি নিজেকে !
অপেক্ষা
একদিন ঢেউ আসবে
যারা দিয়েছে
তারাই ফিরিয়ে নেবে !
কিছু ছিল না
থাকবে না কিছুই আমার ! - ১০.১২.২০১৬

Friday, 9 December 2016

যাবজ্জীবন

সঞ্চিত অভিজ্ঞতায়
পরিকল্পিত জীবন 
বঞ্চিত কখনও 
বাঞ্চনীয় জীবন 
বন্ধন কখনও
মুক্তি জীবন
শৈশব বোবাকান্না
জীবন
প্রান্তিক পথিক ক্লান্ত
জীবন
সভ্যতার শেষ শিখা
জীবন
সুর জীবন
ছন্দ জীবন
কাব্যময় রাত জীবন
মায়ের কোলে শিশু জীবন
লালন জীবন ,যীশু জীবন
কৃষ্ণা জীবন ;কংস জীবন
বেদ জীবন ;কুরআন জীবন
আপেক্ষিকতার সূত্র জীবন
অন্তঃমিলের অন্ত জীবন
জীবন এক যাপন জীবন
জীবন একান্তই যাবজ্জীবন !-০৯.১২.২০১৬

Saturday, 3 December 2016

বিশ্ব সদৃশ

লড়াইটা এখন দ্বিপদ নয় 
লড়াইটা তৃতীয় বিশ্ব কেন্দ্রিক
ভালোবাসি কথাটা ভালো লাগে না 
উন্নাসিক বিচারধারা অনেক আপন 
মা হচ্ছে সবাই 
বন্ধ্যাত্ব থেকে যাচ্ছে আরও বেশি
ভ্রূণ হত্যা সচরাচর
কবি কাব্য করতে গেলে কলম বিক্ষত
সুখ্যাতি চায় না
কোনোরকম দু'টো খেতে চায়
প্রথম বিশ্বের নাগরিক চাঁদ সওদাগর
তৃতীয় বিশ্বে বেহুলা সধবা ! - ০৩.১২.২০১৬