Tuesday, 28 February 2017

জন্মগত

গুরুত্ব হারিয়ে ফেলি 
মাস দু'য়েক হাতে গোনা !
কক্ষপথের বাইরে না জানি 
কতই জীবন অজানা থেকে যায় !
ভুল বুঝিনা 
না বোঝা'র অনীহা টা
আমার অনেক বেশি
জন্মগত
নির্লিপ্ত নির্বাসনে 
বেশ মহানাগরিক আমি !
বনবাসী অথচ 
জনারণ্য আমাকে ঘিরে !
কবে কে দেবে 
নির্বাসন থেকে মুক্তি 
সেই আশা
নাম দিয়েছি "তুমি " !
আমার জীবন 
এই "তুমি"-কে ঘিরে 
তুমি 
যে তুমি পলকের দেখায় নয় !
সম্পূর্ণতায় সম্পৃক্ত 
যার বুকে 
আশ্রয় পেতে পারে 
একটা গোটা কাঞ্চনজঙ্ঘা !
ভ্রান্তিবিলাস স্বপ্নমুখী 
তবুও তোমায় ঘিরে 
আমার জল্পনা'রা
কুল পায়না !
মোহনায় সেদিন সাক্ষী রেখে 
জ্যোৎস্না স্নাত সাগর 
আমি তোমাকে 
একদিন নিজের করে নেবো !
তোমরা সবাই বলে 
আমি নাকি ভালো মানুষ 
কিন্তু সেই অপ্রত্যক্ষ 
অনুদানের আশা 
কেবলি বিফল যায় !
তখন নিজেকে 
রণক্লান্ত মনে হয় 
যুগ যুগান্তরের সাধনায় 
পাওয়া যে প্রেমিক সত্তা 
এহেন তৃষ্ণায় তাকে বাঁধি কেমনে !-২৮.০২.২০১৭

Monday, 27 February 2017

অন্য জীবন

ক্যামেরার ফ্ল্যাশ এ আটক জীবন
দুই উরু'র মধ্যবর্তী রহস্য জীবন
দিন গড়িয়ে রাত ক্লান্ত জীবন
উদ্বেল বুকে প্রেমিক নখর জীবন
অব্যক্ত তৃষ্ণায় দগ্ধ জীবন
তৃপ্ত অতৃপ্ত ব্যবধান জীবন
অপাত্রে অনুদান অনুভব জীবন !-২৭.০২.২০১৭

Sunday, 26 February 2017

জৈবনিক

কিছু শহর ইতিহাস 
কিছু পথ অবিরাম 
কিছু ক্লান্তি চিরন্তন 
কে আমি 
কে তুমি আমার 
সামাজিক নাকি সাংবিধানিক
যান্ত্রিক জীবন নারী বা পুরুষ
 জৈবনিক জীবন্ত উপকথা !-২৬.০২.২০১৭

নিবিড়

এতটা নিবিড়
আগে কেবল আকাশ হয়েছে
ভিজিয়ে গেছে
সমকামিতা আদিম দর্শন
রাতের চাঁদ জ্যোৎস্না বুকে সাগর
আরও কিছু জটিলতা
আরও একটু নিবিড় খেলাঘর বাঁধা !-২৬.০২.২০১৭

বিনিময় প্রথা

দোহন
বিনিময় প্রথা
দহন
মুক্তি'র খোঁজ
মধ্যবিত্ত চোখের চাহনি !-২৬.০২.২০১৭

Thursday, 23 February 2017

সে এক শীতের রাত

সে এক শীতের রাত
শীত মুগ্ধ চরাচর
শীতময় উষ্ণতা
আঁচ খুঁজছি
এমন সময় তুমি
আমার প্রত্যক্ষ চাহনি
তোমার বুক ছুঁয়ে আমার ঠোঁট
আমার আঙ্গুল গড়িয়ে যাচ্ছে
কি যেন জলের মতই
সৃষ্টির শোভা সৌরভময় !-২৩.০২.২০১৭

Sunday, 19 February 2017

অবৈষ্ণব

দীর্ঘায়িত অপেক্ষা
অনুরোধ
নাকি উপেক্ষা
বৈষ্ণব কামনাদের
অবৈষ্ণব সমাধি !-১৯.০২.২০১৭

Tuesday, 14 February 2017

হে প্রিয়তমা

চিরাচরিত পথ চলা
ক্ষয়িষ্ণু আয়ু
বিহ্বলতা ব্যতিক্রম
মুগ্ধতার আবেশ
ঘৃণা কাকে বলে
আমার জানা নেই
অনস্বীকার্য যে ঋণ
হে প্রিয়তমা
তুমি শশী
আমি জ্যোৎস্না !-১৪.০২.২০১৭

Monday, 13 February 2017

বিহ্বলতা

আমি তোমাকে ভালোবাসি
এসো,আমিও ভালোবেসে দি
তোমার কি শীত করছে
এতো কাপড় কেন তোমার গায়ে
এসো আমি খুলে ফেলি
গা ধুইয়ে দাও আমার
তোমার সোহাগ জ্যোৎস্নায়
আমিই তো সেই জন্মান্তর তৃষিত
তোমার শিরায় যে উদ্দীপনা
তার কেন্দ্রে আমার পৌরুষ
আমার নারী সংযোগ ছিড়ে দাও
নিরীহ বালক হোক এবার পুরুষ
মলিন মন পাক পবিত্র সরোবর
অবগাহনে ব্যক্ত আজ সকল বিহ্বলতা !-১৪.০২.২০১৭

Sunday, 12 February 2017

তোর অতলে

তুই
একটা রুপোলি পর্দা
ওরা ছিলো
বর্ণহীন ক্যানভাস
তোর সাথে
যদি নদী হতে পারি
একদিন
আমিও মিশে যাবো
তোর অতলে !-১২.০২.২০১৭

Saturday, 11 February 2017

শিকারী চোখ

এক রাশ শূন্যতা
সে কেবল পুরুষের কল্পনা
ওরা যে একলা হয়না
ওদের একটাই ভয়
শিকারী চোখ
নিরলস !-১১.০২.২০১৭

Friday, 10 February 2017

নিরঙ্কুশ

নিরঙ্কুশ
একটু ছোঁয়া
প্রেম ভারসাম্য খুঁজেছো কবে !
বিলিয়ে দেওয়ার
আপ্রাণ আকুতি
কুড়িয়ে নেবো তোমাকে !
সাগর তীরে নোনা ঠোঁটে
ঝিনুক তৃষ্ণা
মিষ্টতা সে কি আমায় শোভা পায় !-১০.০২.২০১৭

Wednesday, 8 February 2017

নিশ্চুপ

নীরবে চেয়ে থাকা রাত
উন্মাদ নেশাতুর
চোখ মেলে উষা
কার পথ চেয়ে !-০৯.০২.২০১৭