Wednesday, 27 June 2018

চন্দ্রবিন্দু

জলের দাম বাড়ছে
দর বেড়েছে হাওয়া'রও
যা বইছে তা সময়
যা নিত্য তাই জীবন
বানানো কথা'রা খুব দামি
সত্যি আজ কাঠগড়ায় আসামি
নিষ্ঠুর নির্মম নির্দয়
উপমা উপরন্তু হৃদয়
রক্তিম আকাশ
পলাশ ছড়ানো পথ
স্বপ্নের আকাশে বাউল মেঘ
তোমার কপালে চন্দ্রবিন্দু
আঁকা আমার ঠোঁটে ! - ২৭.০৬.২০১৮   

Monday, 25 June 2018

মুমূর্ষু

নিয়মিত অপেক্ষা'রা
উপেক্ষিত বোধ করে
দ্বিধা হয়
বোধ হয় এই হারালাম
চোখ মেলে দেখি
দিগন্ত অম্লান
জীবনী'র চরিত্রেরা
মুমূর্ষু হয়েও হয়না !-২৫.০৬.২০১৮ 

Saturday, 23 June 2018

বেআব্রু

পরিপ্রেক্ষিত 
ক্রমশ: 
পরাস্ত 
বিনিদ্র 
আত্মঘাতী 
সময়
আত্মজা
অঙ্গীকার
আমার
অহংকার
বেআব্রু
আজ !-২৪.০৬.২০১৮