যা বলা হয়নি তোমাকে
ভেবেছিলাম আমি ফিরলে
তুমি জামা খুলিয়ে দেবে
ঘাম মুছিয়ে দেবে আলতো ঠোঁটের আঘাতে
উষ্ণ ল্যাম্পের আলো আঁধারি
মানব জমিনে
সুনীল নীরা মহাকাব্য
লেখা হবে বিদ্রোহ
যদিও তুমি অবলা নও
ক্ষমার অযোগ্য আমি
চির ঋণী
তবুও মিথ্যা অহমিকা
জন্ম জন্মান্তর
অন্ধ যুধিষ্ঠির
সীতার পাতাল প্রবেশ
হেমন্তের সকালে মালশ্রী তুমি
ভেবেছিলাম বোলবো
বলা হয়নি
ফিরে দেখলাম
তুমি নেই !-২৮.০৯.২০১৮