Friday, 28 September 2018

যা বলা হয়নি তোমাকে

যা বলা হয়নি তোমাকে
ভেবেছিলাম আমি ফিরলে
তুমি জামা খুলিয়ে দেবে
ঘাম মুছিয়ে দেবে 
আলতো ঠোঁটের আঘাতে
উষ্ণ ল্যাম্পের আলো আঁধারি
মানব জমিনে
সুনীল নীরা মহাকাব্য
লেখা হবে বিদ্রোহ
যদিও তুমি অবলা নও
ক্ষমার অযোগ্য আমি
চির ঋণী
তবুও মিথ্যা অহমিকা
জন্ম জন্মান্তর
অন্ধ যুধিষ্ঠির
সীতার পাতাল প্রবেশ
হেমন্তের সকালে মালশ্রী তুমি
ভেবেছিলাম বোলবো
বলা হয়নি
ফিরে দেখলাম
তুমি নেই !-২৮.০৯.২০১৮

Thursday, 27 September 2018

মা'কে

মা'কে

একটা সমাজ দাও
যেখানে সমালোচনা নেই
একটা পরিবার
যেখানে অশান্তি নেই
সম্পর্ক
তাও যেন হয় স্থবির
রাতে ঘুম আসুক
স্বপ্ন দেখবো আমিও
আমার সন্তান
যেন থাকে দুধে-ভাতে ! - ২৭.০৯.২০১৮

Saturday, 1 September 2018

বিবর্তন

বিশ্বাস জিতলে 
সতীত্ব রইলো না 
অবক্ষয় সেই শুরু 
ক্রমশ: গৃহিনী 
পতিব্রতা অর্ধাঙ্গিনী 
কামনা'র ফাগুন
দাবানল মনের আঙিনায়
কোলে পিঠে মাখামাখি
এঁটো হয়না শরীরে
ক্ষিদের ভাষা ক্ষুধার্ত জানে
আবহমান অবক্ষয়
বসন্ত এলো
ফুল নাই বা ফুটলো
পরশপাথর ছোঁবে
ঋতু এখন ধাতু
আবারও লাল চেলি
আলতা,সিঁদুর,পালকি
দিনগত পোষ্য পাপক্ষয়
গৃহপালিত বা বর্জিত ! - ০১.০৯.২০১৮