Wednesday, 26 December 2018

নিখোঁজ

নিরাপত্তা হীন
নৃশংসতার চাহনি
আত্মিক থেকে আণবিক
আনুমানিক নয় কিছুই 
কক্ষপথ ভাঙলে
কেউ খোঁজ রাখেনা ! - ২৬.১২.২০১৮

Tuesday, 18 December 2018

স্বীকারোক্তি

অবলুপ্তির পথে
আবেগের পথ চলা
স্বপ্নের উড়ান
কেমন যেন যান্ত্রিক
নৃশংস শৈশব পেরোনো
অবাধ যৌবন
শিকড়ের খোঁজ
জলের তত্ত্বাবধান
আমি লেখক নই
জীবন লেখায় ! - ১৮.১২.২০১৮

Monday, 10 December 2018

উপনীত আমি

বেশ একটা শীতঘুম
আবেগেদের চোখ মেলা
প্রান্তিক থেকে দিগন্ত
আমিত্ব থেকে উপনীত আমি !-১০.১২.২০১৮ 

Monday, 3 December 2018

যে ক'দিন তুমি ছিলে

খুব শীত এখানে 
আলো ফুটলে গায়ে কাঁটা দেয় 
ভয় হয় একা অন্ধকারে 
উষ্ণতা ছিল যে ক'দিন তুমি ছিলে 
তুমি সেই গেছো 
আলো নেভাইনি আর আমি ! - ০৩.১২.২০১৮

"সাজান হ্যা উস পার"

কলমে বৈষম্য 
বঞ্চিত উপাসনা 
অনিচ্ছা'রা 
পাল তোলে 
মাঝি 
সুর তোলে
"সাজান হ্যা উস পার" !-০১.১২.২০১৮