Wednesday, 4 March 2020

অবকাশ

অপরিমেয় ও পরিমিত
মধ্যান্তর এর নাম দিলাম
অবকাশ
বড় ব্যাকুল
সে সন্ধিক্ষণ
যে ক্ষনে
সীমা ছোঁবে অসীম
তারই মাঝে বাসা বেঁধে
রয় অবকাশ
অনন্ত ও উষা
পরিপ্রেক্ষিত অহেতুক সেখানে
অবকাশ অন্তহীন !-০৪.০৩.২০২০