শ্রাবনের ইতিহাসে
লেখা আজিকের দিনে
করিলে বরণ মৃত্যু'রে
দরিদ্র রইলো দরিদ্র
বুঝলো না ওরা হারালো কেবল !
অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
Friday, 7 August 2020
Saturday, 1 August 2020
ঈদ মুবারক সকলে
অনন্তের সন্তান
আবেগপ্রবণ যথারীতি
ভাঙা গড়া
বৃন্তের ফুল হয়ে ফোঁটা
সন্তান থাকলে
মায়া থাকে
দৃশ্যের সমষ্টি দূরদৃষ্টি
দিল দরিয়া না হোক
দয়া হোক দিলে
ঈদ মুবারক সকলে !-০১.০৮.২০২০
আবেগপ্রবণ যথারীতি
ভাঙা গড়া
বৃন্তের ফুল হয়ে ফোঁটা
সন্তান থাকলে
মায়া থাকে
দৃশ্যের সমষ্টি দূরদৃষ্টি
দিল দরিয়া না হোক
দয়া হোক দিলে
ঈদ মুবারক সকলে !-০১.০৮.২০২০
Subscribe to:
Comments (Atom)