Thursday, 3 July 2025

পরিনতি

নক্ষত্র

তুমি কাঁদছো

তোমার ক্ষমা হয়না

তুমি ভাবছো

তোমাকে ভাবনা মানায় না

ক্ষতিপূরণ

তা হওয়ার নয়

আত্মগোপন করেছিলে

আত্মহননের নেশায়

পরিনতি কি এমন পেলে

একুল ওকুল উভয় হারালে।

০৩.০৭.২০২৫

Wednesday, 2 July 2025

কিছু কথা..

 কিছু কথা থাক বাকি

কিছু ব্যথা নিরাময় হীন

সংসার বেছে নিলে

বাউলানী কে কী সিঁদুর মানায়

অনেক দশক পেরিয়ে গেলে এসো 

যৌবন ফুরিয়ে এসেছে যখন

ভাগ্য বিধাতা 

একান্ত কিছু কথা 

থাক বাকি শেষ বেলায়

অবয়বহীন মিশে যাবে

সাগর ও নদী । - ০২.০৭.২০২৫