Tuesday, 23 April 2013

~কালপুরুষ~

ভুসাকালি মাখা আদুর গা
চোখ  দু'তো কোটরাগত
ভালো করে দেখলে বোঝা যাবে
একদিন স্বপ্ন ছিল ঐ চোখ-এ
আজ শুধুই মরিচিকা দেখে
সূর্য হয়তো ওঠে
ঐ দু'চোখ শুধুই আঁধার দেখে
ও যে আর মানুষ নেই-
কালাবর্তে  ঐ শিশুই হবে
~কালপুরুষ~ -লিখিত ০৫।০৪।২০১৩

No comments: