Thursday, 31 October 2013

~ হে প্রিয় ~

নন্দন কে ছুঁয়েছে জ্যোত্স্না
আজ স্বর্গ নেমেছে ধরা'য় !
আজও কি তুমি
দেবেনা ধরা
তৃষ্ণার্ত আঁখি প্রান্তে !
লোলুপ দু'নয়ন
কেবল তোমায় খোঁজে
মধুমাসের মিলন লগন যায় বয়ে ! - ০১.১১.২০১৩

Wednesday, 30 October 2013

অমর কবি-"সুকান্ত"

এলোমেলো পাগলা খ্যাপা 
হ য ব র ল !
চিরস্থায়ী আসন তোমার 
অমর কবি-"সুকান্ত" ! - ৩০.১০.২০১৩

Tuesday, 29 October 2013

~ নশ্বর ~

আমি পূর্ণতা চাই না 
আমি চাই 
আলোর দিশা !
আমি চাই 
নক্ষত্রেদের পথে 
পথিক হতে !
অমর্ত্য নই 
চাই না অমৃতের আস্বাদন ! - ২৯.১০.২০১৩  

Saturday, 26 October 2013

~ভালোবাসা'র সে'দিন ~

কষ্ট হয়েছিলো 
সেই একদিন !
অঝোরে কেঁদেছিলাম 
সেই এক রাত !
আর নয় 
কোনদিনও নয় !
সেই একমাত্র 
রাত ছিল !
সেটাই ছিল 
সেই দিন !
তুমি আমি-তে 
মিশে গিয়েছিলে !
হয়েছিলে একাকার 
একান্তই একাত্ম !
একাকীত্বের নিশ্চিদ্র 
বেড়াজাল ছিল সেদিন !
আর ছিল 
এক দীপ নেভানো রাত !
পূর্নিমা'র চাঁদ সাক্ষী ছিল 
রাত জাগা তারা'দের বাসরে !
জ্যোত্স্না বয়েছিলো অঝোরে 
জোয়ার-ভাটা ছিল অনলস !
একাকী আমি সারাটারাত 
কেবলই পথ চেয়ে ছিলাম ! - ২৬.১০.২০১৩ 

Friday, 25 October 2013

~ স্বীকারোক্তি ~

অপূর্ণ আমাদের মিলন 
সামাজিকতার ঠুনকো বেড়াজালে আটক !
তবুও তো তুমি মা 
শুধু জন্ম দিলেই পিতা 
হওয়া যায় না !
তাইতো আজও অনলস 
আমি কর্তব্যপরায়ণ !
তুমি ঠিকই বলতে 
আমি সম্পর্ক বুঝিনা 
বাস্তবে জানো আমি খুব দুর্বল !
তোমাকে বুঝতে দিইনি কোনোদিন 
কিন্তু বিশ্বাস কোরো 
আমার তুমি ছাড়া কেউ ছিল না 
আজও নেই !
আমার ভুল ছিল 
আমি তোমার অপরাধী !
আমাকে ক্ষমা কোরো না 
শুধু এভাবেই নিজের 
পিতা'র অধিকার পালন করতে চাই !
..........................................................একান্তই তোমার
...................................................................................."গৌরব" - ২৫.১০.২০১৩
 

Thursday, 24 October 2013

~"তুমি নেই মানিনা "~

গুনমুগ্ধ শ্রোতা 
শুনেছি 
তোমার আকুল মিনতি 
"আমায় একটু জায়গা দাও"
মদমত্ত প্রেমিক 
শুনেছি 
প্রেমের অব্যর্থ আহবান 
"ও মেরি জোহরাযাবিন"
যৌবনের জয়গান গেয়েছ 
তুমি 
রেখে গেছো 
"কফি হাউস"
বাস্তবের রুক্ষতা 
জীবনের কঠোরতা 
"সবার কপালে নাকি সুখ সয়না"
আজ তুমি নেই 
তাইতো সেদিন বলেছিলে 
"গানের খাতায় শেষের পাতায় 
................................................"
তোমার আসন 
কেবলই তোমার 
তুমি অমর 
"তুমি নেই মানিনা " ! - ২৪.১০২.২০১৩
 

 

~ ইন্দ্রপতন ~

ঘুম আসছিলো না 
ছাদে গিয়ে দাড়ালাম !
একলা রাতের আকাশ 
এক অদ্ভুত নান্দনিক পরিবেশ !
নিস্পলক তাকিয়ে ছিলাম 
আকাশপানে !
হঠাত্ এক আলো'র রেখা 
যেন আকাশের বুক চিড়ে চলে গেলো !
আমি তাকিয়ে রইলাম 
নিস্পলক !
বুঝিনি 
অন্ধকারের নিশ্চিদ্র চাদর 
ছিন্ন করে 
একটি "তারা খসে"গেলো ! - ২৪.১০.২০১৩

~ অমর শিল্পী ~

নিরুপায় দেখলাম
তুমি চলে গেলে !
স্মৃতি'র ক্যানভাস-এ  
অমর আসীন রইলে !
প্রেমিক শ্রেষ্ঠ তুমি 
অমর শিল্পী !
প্রনাম জেনো অধমের 
মাত্র বিনীত মিনতি ! - ২৪.১০.২০১৩

Wednesday, 23 October 2013

~ দিশেহারা ~

অনেকটা পথ একলা চলে 
আজ আমি ক্লান্ত !
ক্লান্ত বলতে 
আমি "অতিষ্ঠ" !
এই মহানগর 
সারি-সারি রাজপ্রাসাদ !
এই রাজপথ 
জনপ্লাবনে হারিয়ে ফেলেছি 
নিজের "অস্তিত্ব" !
সামান্য একটা জীবিকা 
বরং বলি "দাসত্ব" !
তার মোহে 
জীবনকেই যেন 
সময়ের যুপকাষ্ঠে 
করলাম উত্সর্গ !
নিজের বোলে কিছু নেই আমার  
যা কিছু সকলই সময়ের ! - ২৩.১০.২০১৩


Tuesday, 22 October 2013

~ জীবনের মূল্য ~

সমুদ্রের ঢেউ কেউ কি গুনেছে
কোনোদিন !
খরস্রোতা যে নদী 
তার পথ কেউ কি রুখেছে !
নিতান্তই এক সবুজ সজীব গুল্ম 
ঝড়ে প্রান হারায় !
সেই উন্মাদ ঝড় কে 
কেউ কি প্রশ্ন করেছে !
আবোল-তাবোল শোনাচ্ছে 
জানি !
কিন্তু ভাবো তো -
জীবনের মূল্য 
কেউ কি কোনোদিনও বুঝেছে !
জীবনের দাম কেউ কি
কোনোদিনও দিয়েছে ! - ২২.১০.২০১৩

~ অমৃত সন্ধানে ~

তুমি কোনদিন সমুদ্র দেখেছো 
দেখেছো কি -
আমিও তো দেখিনি !
তাইতো অপেক্ষা করেছিলাম 
আজকের এই দিন'টার জন্য 
আজ তো সেই দিন !
আজই তো সেই শুভলগ্ন
পৌরানিক কথায় যে বলে 
সমুদ্র মন্থনে অমৃত প্রাপ্তি !
কিন্তু হলাহল 
তার কি -
তার দায় কে নেবে !
তুমি নেবে তো 
বোলোনা -
আমাকে দেবে তো অমৃতের আস্বাদন ! - ২২.১০.২০১৩ 

Monday, 21 October 2013

~নস্টালজিয়া of Life~

ক্লান্ত সারাটাদিন
রাত্রি নিদ্রাহীন !
দিশেহারা জীবন
মৃত্যু -
নিতান্তই
মিছে নস্টালজিয়া ! - ২১.১০.২০১৩

Saturday, 19 October 2013

বধূ রে

ভালোবাসলি তাও নীরবে
ধরা দিলি তাও অজান্তে !
তুই কি ছলনা
নাকি মায়া !
তুই কি ভালোবাসা
নাকি শুধুই মরিচিকা ! - ১৯.১০.২০১৩

Wednesday, 16 October 2013

~কাব্য অনবদ্য~



কাব্য নৈবেদ্য 
অনেক হলো !
এবার হোক 
কাব্য অনবদ্য !
যে কাব্য 
সময়ের অতীত !
যে কাব্য
জীবনের দোসর !
যে কাব্যে
তুমি নেই !
যে কাব্য
নয় আমার ! - ১৬.১০.২০১৩

~শুধু তোমার জন্য~

এক দীর্ঘ বিরতি
আনিদ্রা'দের নিস্তব্ধ পদচারণা !
পেরিয়ে -
আমি এলাম 
যদি তুমি আসো ! - ১৬.১০.২০১৩

Sunday, 13 October 2013

~সাগরিকা~



সাগর তীরে ঢেউ-এর ভিড়ে
দেখেছি তোকে আমি !
মনের তটে আছড়ে পড়েছে
ভাবনার সুনামি !
স্বপ্নে তোকে কতবারই দেখেছি
মনে হয়েছে মরীচিকা !
আজ ভেঙ্গেছে ভ্রান্ত ধারণা
তুই তো চিরন্তন
তুই তো চিরসবুজ !
অতল তলের অতলান্তিকা
আমার প্রেমের সাগরিকা ! - ০৯.০১.২০১৩

Wednesday, 9 October 2013

অমর প্রেম

প্রেম হোক নিঃস্বার্থ
হোক না জগৎ মিথ্যা ! - ১০.১০.২০১৩

অপেক্ষা



অপেক্ষা একদিন শেষ হবে
একদিন তুমি আমার হবে ! - ০৯.১০.২০১৩

~ শামুকের খোলস ~



কিছু সম্পর্ক
জিইয়ে রাখা
কিছু স্বপ্ন আটক
আশা'রা চোখ যদিও মেলে
জীবন শামুকের খোলস ! - ০৯.১০.২০১৩

~তিন্নি তোমাকে~



তোমার  যখন
ভরা শ্রাবণ
পাগলপারা যৌবন !
আমি তখন
উষর মরু
কালোত্তীর্ণ কালপুরুষ ! -০৮.১০.২০১৩

Tuesday, 8 October 2013

~অনুরণন~



সময়ের সাথে-সাথে 
যেন রাত'গুলো 
বেড়ে চলেছে 
দীর্ঘ থেকে দীর্ঘতর !
জানিনা কবে
এ অন্তহীন অপেক্ষা
পাবে তার
আকাঙ্খিত
অনুরণন ! - ০৯.১০.২০১৩

~একাকীত্ব তোমাকে~



একাকীত্ব তোমাকে
খোঁজা হয়নি
মরু সাহারায় !
কিংবা
মারিয়ানা'র গভীরতায় !
তোমাকে পেয়েছি যে
চিরদিন
নিভৃতে নিরালায় !
ঘরের কোনে
যখনই জানালায়
রেখেছি চোখ
ধরতে চেয়েছি
করতে চেয়েছি আপন !!!-০৮.১০.২০১৩

Thursday, 3 October 2013

~তুমি ছাড়া আমি~



আমি
একান্তই নিজের
অন্ধকারে
একলা ঘরে !
আমি
একান্তই নিজের
তোমার বিরহে !
নির্জন রাতে -
নিতান্তই 
অনিদ্রা মূল্যে ! - ০৩.১০.২০১৩

~ মর্মাহত ~



আশা এলো
সে এলো না !
সে এলো না
আশা মর্মাহত ! - ০৩.১০.২০১৩

~অপেক্ষা/ছল~



এ কি
অনন্ত অপেক্ষা !
নাকি
সময়ের ছলনা !-০৩.১০.২০১৩

~!অনামিকা~



সব শেষের 
কি শুরু 
হয় !
যদি নয় 
কেন গেলে চলে 
কেন এলে না ফিরে !
~!অনামিকা~ -০৩.১০.২০১৩

Tuesday, 1 October 2013

~ক্ষুধা রাজ্য:জীবন~



সাধ মেটে না
এ জীবন চির বুভুক্ষু !
পূর্নিমা থেকে অমাবস্যা 
শুধুই তোমাকে চায় ! - ০১.১০.২০১৩

~!.......মা........!~



ঝরা পাতা হয়ে
যদি ঝরে পড়ি !
বাড়িয়ে দেবে না 
দু'টি হাত !
তোমার নাড়ী-তে
যে আমার শিকড় !
তোমার রক্তবীজে
আমার সৃষ্টি
.......মা........!-০১.১০.২০১৩

~নিরন্তর......... !~



আজ বড় একা লাগে
ক্লান্ত দু'চোখ স্বপ্ন খোঁজে !
বাঁধি খেলাঘর বেদনা'র বালুচরে
যেদিকে যাই -
দেখি মরীচিকা 
নিরন্তর......... ! - ০১.১০.২০১৩

~চাতক মন~



আজ মনের চোখে জল এসেছে
শ্রাবন নেমেছে অঝোরে !
চিরসবুজের দেশ ছিল
আজ চাতক বাসা বেঁধেছে ! - ০১.১০.২০১৩