অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
Thursday, 31 October 2013
Wednesday, 30 October 2013
Tuesday, 29 October 2013
Saturday, 26 October 2013
~ভালোবাসা'র সে'দিন ~
কষ্ট হয়েছিলো
সেই একদিন !
অঝোরে কেঁদেছিলাম
সেই এক রাত !
আর নয়
কোনদিনও নয় !
সেই একমাত্র
রাত ছিল !
সেটাই ছিল
সেই দিন !
তুমি আমি-তে
মিশে গিয়েছিলে !
হয়েছিলে একাকার
একান্তই একাত্ম !
একাকীত্বের নিশ্চিদ্র
বেড়াজাল ছিল সেদিন !
আর ছিল
এক দীপ নেভানো রাত !
পূর্নিমা'র চাঁদ সাক্ষী ছিল
রাত জাগা তারা'দের বাসরে !
জ্যোত্স্না বয়েছিলো অঝোরে
জোয়ার-ভাটা ছিল অনলস !
একাকী আমি সারাটারাত
Friday, 25 October 2013
~ স্বীকারোক্তি ~
অপূর্ণ আমাদের মিলন
সামাজিকতার ঠুনকো বেড়াজালে আটক !
তবুও তো তুমি মা
শুধু জন্ম দিলেই পিতা
হওয়া যায় না !
তাইতো আজও অনলস
আমি কর্তব্যপরায়ণ !
তুমি ঠিকই বলতে
আমি সম্পর্ক বুঝিনা
বাস্তবে জানো আমি খুব দুর্বল !
তোমাকে বুঝতে দিইনি কোনোদিন
কিন্তু বিশ্বাস কোরো
আমার তুমি ছাড়া কেউ ছিল না
আজও নেই !
আমার ভুল ছিল
আমি তোমার অপরাধী !
আমাকে ক্ষমা কোরো না
শুধু এভাবেই নিজের
পিতা'র অধিকার পালন করতে চাই !
..........................................................একান্তই তোমার
...................................................................................."গৌরব" - ২৫.১০.২০১৩
...................................................................................."গৌরব" - ২৫.১০.২০১৩
Thursday, 24 October 2013
~"তুমি নেই মানিনা "~
গুনমুগ্ধ শ্রোতা
শুনেছি
তোমার আকুল মিনতি
"আমায় একটু জায়গা দাও"
মদমত্ত প্রেমিক
শুনেছি
প্রেমের অব্যর্থ আহবান
"ও মেরি জোহরাযাবিন"
যৌবনের জয়গান গেয়েছ
তুমি
রেখে গেছো
"কফি হাউস"
বাস্তবের রুক্ষতা
জীবনের কঠোরতা
"সবার কপালে নাকি সুখ সয়না"
আজ তুমি নেই
তাইতো সেদিন বলেছিলে
"গানের খাতায় শেষের পাতায়
................................................"
তোমার আসন
কেবলই তোমার
তুমি অমর
Wednesday, 23 October 2013
~ দিশেহারা ~
অনেকটা পথ একলা চলে
আজ আমি ক্লান্ত !
ক্লান্ত বলতে
আমি "অতিষ্ঠ" !
এই মহানগর
সারি-সারি রাজপ্রাসাদ !
এই রাজপথ
জনপ্লাবনে হারিয়ে ফেলেছি
নিজের "অস্তিত্ব" !
সামান্য একটা জীবিকা
বরং বলি "দাসত্ব" !
তার মোহে
জীবনকেই যেন
সময়ের যুপকাষ্ঠে
করলাম উত্সর্গ !
নিজের বোলে কিছু নেই আমার
Tuesday, 22 October 2013
Monday, 21 October 2013
Saturday, 19 October 2013
Wednesday, 16 October 2013
Sunday, 13 October 2013
~সাগরিকা~
সাগর তীরে ঢেউ-এর ভিড়ে
দেখেছি তোকে আমি !
মনের তটে আছড়ে পড়েছে
ভাবনার সুনামি !
স্বপ্নে তোকে কতবারই দেখেছি
মনে হয়েছে মরীচিকা !
আজ ভেঙ্গেছে ভ্রান্ত ধারণা
তুই তো চিরন্তন
তুই তো চিরসবুজ !
অতল তলের অতলান্তিকা
আমার প্রেমের সাগরিকা ! - ০৯.০১.২০১৩
Wednesday, 9 October 2013
~তিন্নি তোমাকে~
তোমার যখন
ভরা শ্রাবণ
পাগলপারা যৌবন !
আমি তখন
উষর মরু
কালোত্তীর্ণ কালপুরুষ ! -০৮.১০.২০১৩
Tuesday, 8 October 2013
Thursday, 3 October 2013
Tuesday, 1 October 2013
Subscribe to:
Comments (Atom)
.jpg)







.jpg)










.jpg)

.jpg)

.jpg)
.jpg)

.jpg)