Tuesday, 22 October 2013

~ জীবনের মূল্য ~

সমুদ্রের ঢেউ কেউ কি গুনেছে
কোনোদিন !
খরস্রোতা যে নদী 
তার পথ কেউ কি রুখেছে !
নিতান্তই এক সবুজ সজীব গুল্ম 
ঝড়ে প্রান হারায় !
সেই উন্মাদ ঝড় কে 
কেউ কি প্রশ্ন করেছে !
আবোল-তাবোল শোনাচ্ছে 
জানি !
কিন্তু ভাবো তো -
জীবনের মূল্য 
কেউ কি কোনোদিনও বুঝেছে !
জীবনের দাম কেউ কি
কোনোদিনও দিয়েছে ! - ২২.১০.২০১৩

No comments: