Monday, 25 November 2013

~ গনিকা পতি ~

আমার স্ত্রী এক গনিকা 
খুব সাধ করে তাকে এনেছিলাম !
মনে করে যন্ত্রমানবী 
যা বোলবো তাই শুনবে 
মুখ ফুটে কিছু বলবে না !
শুরু'টা  মন্দ হয়নি 
বড় লাজুক ছিলো ও '!
কিন্তু,
তারপর যত দিন গেলো 
ও'র 
আগের মতো রইলো না !
আমি বুঝেছিলাম 
ও'র 
আমার অধীনে থাকবে না !
ও'
স্বাধীনতা চায় 
চায় মুক্ত বাতাস 
চায় খোলা আকাশ 
আমি তাই দিলাম !
ও'কে 
মুক্তি দিলাম !
আমি দেখলাম 
ও'র চোখেও
অজস্র স্বপ্ন ছিল
যেমন সকল পুরুষের থাকে !
অনেক অপূর্ণ আশা ছিল
যেমন সকল পুরুষের থাকে !
যা আমি 
পূরণ করতে পারিনি !
আমার কর্তব্য ছিল 
যা আমি কোনোদিন বুঝিনি !
আমি কোনোদিন বুঝিনি 
ও'কে !
কিন্তু,সমাজ বুঝেছে 
ও'কে 
নাম ও দিয়েছে 
" গনিকা "
কিন্তু,আমি তবুও 
"ও'কে 
ভালোবাসি 
ভালোবাসবো !" - ২৫.১১.২০১৩

Saturday, 23 November 2013

~ শেষের শুরু ~

শুরুটা অনিবার্য 
শেষটা 
কেউ জানিনা  !-২৩.১১.২০১৩  

~ জাতিস্মর ~

পথ চলতে  
আজও হোচট খেতে হয় !
স্বাবলম্বী 
সময়ের দেওয়া পরিচয় !
অঙ্কুরে বিনষ্ট 
শত- সহস্র নবাঙ্কুর !
আমি এক 
পথভ্রষ্ট জাতিস্মর !
আমার
দিগন্ত বহুদুর !- ২৩.১১.২০১৩



Friday, 22 November 2013

~ হারানো কবিতা ও তুমি ~

আমার কবিতা'র একটা খাতা ছিল
তোমরা তো জানো 
কেউ কি দেখেছো !
আমার সমস্ত কবিতা তাতে 
কোথায় যেন 
হারিয়ে গেলো খাতা'টা !
সেদিন যেমন তুমি হারিয়ে গিয়েছিলে 
মাঝপথে আমি একলা 
ঠিক সেভাবে !
আমার কোনো ভ্রুক্ষেপ নেই
জানো 
পিছুটানও আজ  আর নেই !
যা আমার নয় 
তার আশা আজ আর রাখিনা !
তুমি নেই কবিতা'ও
রইলো না ! - ২২.১১.২০১৩

Friday, 8 November 2013

~ তুমি নেই ~

রুবি রায় আজ আর 
কবিতা লেখেনা !
বনলতা সেন
সেও -
ট্রাম লাইন ধরে হাঁটে না !
দিন যায় 
রাত আসে!
তুমি নেই
যে -
কোনকিছুই আগের মতো নেই ! - ০৯.১১.২০১৩

Thursday, 7 November 2013

~ আরাধনা ~

সাঁঝবাতি টা জ্বেলো
আজ তুলসিতলাটা 
একটু ঝাঁট দিও !
ধুপ-ধুনো-শাঁখ 
সব যেন তৈরী থাকে !
আয়োজনের অনারম্বড়ে 
যেন গৃহলক্ষী 
অসন্তুষ্ট না হন ! - ০৭.১১.২০১৩

Wednesday, 6 November 2013

~ স্বপ্নের ক্যানভাস-এ ~

আমার অনেক কথা 
বলা বাকি !
দাড়াও অল্প 
স্মৃতি'র ঘরে প্রদীপ'টা জ্বালি !
সেই যে তুমি গেছো 
সত্যি বলতেই 
আমি একটু 
বাউন্ডুলে হয়ে গেছি !
কোনোকিছুই আর 
আগের মত নেই জানো !
সবকিছুই কেমন যেন 
এলোমেলো !
*************************
দেখো-দেখি 
এতোদিন পর তুমি এলে !
আর আমি 
কি সব প্রলাপ বকছি !
না ,এবার তোমার কথা বোলো 
কতদিন পর তোমায় দেখছি !
বিশ্বাস করতে পারছি না 
মনে হচ্ছে যেন মরীচিকা !
কিন্তু,তাহলেও 
আমি তোমায় যেতে দেব না !
এ রাতের যেন ভোর না হয় 
এ স্বপ্ন যেন শেষ না হয় ! - ০৬.১১.২০১৩ 
 

~ তুই নেই ~

 ~তুই নেই~ 
কোনোদিন আদতেই ছিলিস
আজ মানি না !
চিরন্তন নয় কোনোকিছুই 
তুই নেই 
সময়ের সাথে !
কিছু ঝরাপাতা 
নাম-ঠিকানাহীন 
দাবিদারহীন !
উড়ে যায় 
আমি একদৃষ্টে 
চেয়ে থাকি ! 
তুই নেই 
আমি জানি 
তবুও মানি না  
~ তুই নেই ~ !- ০৬.১১.২০১৩

Tuesday, 5 November 2013

~ অনামিকা ~

আমার মন
এক বিস্তৃত পরিসর !
কিন্তু তবুও যেন সীমিত
একটা পরিসীমা বেঁধে রাখে !
তাইতো আমি মাঝে-মাঝে
মনের জানালা খুলি !
মনে হয় একটু
বাইরের জগৎ দেখি !
আজও সেরমই আনমনে
আমি দাড়িয়েছিলাম
মনের জানালায় !
কি দেখলাম জানো
আমি দেখলাম
একটি কিশোর ছেলে
একা দাড়িয়ে
ধু ধু রোদ !
স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম
সত্যি কথা বলতে !
আমিও তো এভাবেই
দিনের দিনের পর দিন অপেক্ষা করেছি !
আজ সময় আমায়
সংযম শিক্ষা দিয়েছে !
তবুও আজও
যা বুঝিনি
ভালোবাসা কি এত ঠুনকো হয়?
আমি আজও বুঝিনি
জানো....................!-০৫.১১.২০১৩

Monday, 4 November 2013

~ সাগরিকা ~

সারাদিন কতো কথা
বোললেও যেন হয়না বলা !
কিসের যেন অজানা মায়া
বাঁধন যায়না ভাঙ্গা !
তুমি বোলো
আমি শুনি
যেন জন্মজন্মান্তরের
তৃষ্ণার্ত এ কর্ণপটহ !
আখিযুগল সেও তো
বয়েছে মরু তৃষ্ণা
হয় সংহার
এ ক্ষনিকের আলাপন-এ !
তুমি আমার
আমি তোমার
সূচনা হতে উপসংহার ! - ০৪.১১.২০১৩