Monday, 25 November 2013

~ গনিকা পতি ~

আমার স্ত্রী এক গনিকা 
খুব সাধ করে তাকে এনেছিলাম !
মনে করে যন্ত্রমানবী 
যা বোলবো তাই শুনবে 
মুখ ফুটে কিছু বলবে না !
শুরু'টা  মন্দ হয়নি 
বড় লাজুক ছিলো ও '!
কিন্তু,
তারপর যত দিন গেলো 
ও'র 
আগের মতো রইলো না !
আমি বুঝেছিলাম 
ও'র 
আমার অধীনে থাকবে না !
ও'
স্বাধীনতা চায় 
চায় মুক্ত বাতাস 
চায় খোলা আকাশ 
আমি তাই দিলাম !
ও'কে 
মুক্তি দিলাম !
আমি দেখলাম 
ও'র চোখেও
অজস্র স্বপ্ন ছিল
যেমন সকল পুরুষের থাকে !
অনেক অপূর্ণ আশা ছিল
যেমন সকল পুরুষের থাকে !
যা আমি 
পূরণ করতে পারিনি !
আমার কর্তব্য ছিল 
যা আমি কোনোদিন বুঝিনি !
আমি কোনোদিন বুঝিনি 
ও'কে !
কিন্তু,সমাজ বুঝেছে 
ও'কে 
নাম ও দিয়েছে 
" গনিকা "
কিন্তু,আমি তবুও 
"ও'কে 
ভালোবাসি 
ভালোবাসবো !" - ২৫.১১.২০১৩

No comments: