Sunday, 26 April 2015

চির বসন্তের দেশ !

ভালো কিনা জানিনা 
তুই আকাশ 
আমি চাতক 
তুই তো আমার চির বসন্তের দেশ ! -২৪.০৪.২০১৫

হারিয়ে যেতে দেবোনা.....!

বৃষ্টি তো মুহুর্তের উচ্ছাসে 
ভাসিয়ে দেবে 
আঁকড়ে ধরিস 
তোকে হারিয়ে যেতে দেবোনা!-২৩.০৪.২০১৫

ফিরে আয় .....

গলা দিয়ে নেমে 
বুকে জ্বালা দিস 
তোকে নাম দিয়েছি প্রেম 
রবীন্দ্রনাথ রোজ পড়ছি
মগজে তবুও প্রেম ঢোকেনা 
গলা দিয়ে নামাতে হয় !
আর কতদিন......
প্রেমের নামে জীবন নিবি
ফিরে আয়
আমায় আদর কর !-২২.০৪.২০১৫

শান্তি -প্রশান্তি

চোখের দেখায় 
শান্তি 
মিশে যাওয়ায় 
প্রশান্তি !-১৯.০৪.২০১৫

কেমন তুমি ...

এ তুমি কেমন তুমি 
রাতে ঘুমোন দিনে জাগাও 
এ কেমন যাতনা তুমি 
আমায় জাগায়ে নিজে ঘুমাও !-২১.০৪.২০১৫

Saturday, 25 April 2015

জীবন ....

চার দেওয়ালে বদ্ধ জীবন
খোলা আকাশে মুক্ত জীবন !
যুদ্ধ জীবন মৃত্যু জীবন
জড়া জীবন স্মৃতি জীবন !
টুকরো মুহুর্তে আনকোরা বেঁচে থাকা
বুকের ভাজে স্বপ্ন চেপে রাখা !
প্রতি মুহুর্তে পথে জীবন
পথের ধুলোয় নোংরা জীবন !
ঝ চক চক আদিখ্যেতা
নোনতা মিষ্টি অভিজ্ঞাতা !
রোলস রয়েসে সময় জীবন
টানা রিকশা চরা জীবন !
সিগারেটের ধোঁয়ায় জীবন
রেড ওয়াইন-এ চুমুক জীবন !
তোমাকে খোঁজা তোমাতে ঘুরে
না পেয়ে মরা জীবন !
দিন প্রতিদিন
নিত্য নিয়মিত !
স্বপ্ন দেখা আবারও দেখা
দেখতে থাকার নাম'ই জীবন !-২৫.০৪.২০১৫

Sunday, 19 April 2015

ফিরিয়ে দেয় না

নদী কে প্রশ্ন করে জেনেছি
স্রোতের প্রতিকূলে যারাই হাটে
উজান তাদের ফিরিয়ে দেয় না !-১৯.০৪.২০১৫

এক কথায় ...

সংজ্ঞাটা বিপ্পজনক
এক কথায়
তুমি !-১৯.০৪.২০১৫

ঈশ্বর সহায়....

যা অতীত
তাই যদি বর্তমান হয়
ভবিষ্যত সেথায় ঈশ্বর সহায় !-১৯.০৪.২০১৫

অমর্ত্য.......

খাঁজের অহমে হলি খজুরাহ
রলি মরতে
করলি অমর্ত্য !-১৯.০৪.২০১৫

Friday, 17 April 2015

বড্ড সোশ্যাল হয়ে পরছি........

শালা বড্ড সোশ্যাল হয়ে পরছি
বাপের নাম জিগালে ফায়চ্বুক(facebook)
মায়ের নামে ওয়াসুপ(whatsapp) বলছি !-১৭.০৪.২০১৫

একটা কথা .....

একটা কথা
বলা হয়নি
উপন্যাস তো অনেক লেখা হয়েছে
তবে কবিতা কেন
সিন্ধু কে নাকি বিন্দুতে ধরা যায় না
তাই আমি কবি হলাম !-১৭.০৪.২০১৫

Thursday, 16 April 2015

অনামিকা

কেউ মন কে ছুঁলো
কাওকে প্রাণে দিলাম আশ্রয় 
কাওকে প্রেমিকা সম্বোধন 
কেউ রইলো অনামিকা !-১৬.০৪.২০১৫

উদাসী মন ....

উদাসী মন 
চিঠি দিয়েছিল 
খাম খুলে 
যা পেয়েছিলাম 
কি ?
শুকনো .....
এক ফোটা জল !-১৬.০৪.২০১৫

অন্তিম শ্বাস হোক সুন্দর...

ও কি হেরে গেল তবে 
নাহ ! কেউ কোনদিন হারে না 
তবে সবাই চাই
অন্তিম শ্বাস হোক সুন্দর !-১৬.০৪.২০১৫

কে সে ?......

কেউ একজন হারিয়ে গেছে
কে সে ?
তোমার জানা 'র অধিকার নেই 
আমি জানি !
এও জানি কারও জায়গা নিতে না পারলেও 
কাওকে জায়গা দিতে হয় ! -১৬.০৪.২০১৫

জীবনের অপর নাম ...

একটা যুগ যাবে 
কেটে যাক 
পরোয়া নেই 
প্রাণ প্রতিষ্ঠা
সহজ কথা নয় জেনো !
কবি কেউ জন্মে হয়না
শব্দ কে ছন্দে বাঁধতে হয়
ছন্দ পায় অনুভূতি
অনুভূতি দেয় জীবন !
জীবনের অপর নাম
কবিতা
তুমি কি আমার জীবন হবে !
তোমার দেহ নয়
আত্মা কে আমার করে নেবো
অমর করে দেবো !-১৬.০৪.২০১৫

Wednesday, 15 April 2015

বিশ্বপ্রেমিক বিশ্ববাসী .....

মাদক প্রেমে 
মাতাল আমি 
প্রেমিক আমি 
কবি আমি 
এই বাংলায় 
জন্ম আমার
প্রবাসী হই
বাঙালি আমি
নববর্ষ শুভময়
আপামর বাঙালি
সমগ্র মানবজাতি
রইলো শুভেচ্ছা
বিশ্বপ্রেমিক বিশ্ববাসী !-১৫.০৪.২০১৫

একদিন......

একদিন ভালোবেসেছিলি
আজ তবে কেন 
তারা'রা জেগে থাকে 
আমিও চোখ বুজি না !-১৫.০৪.২০১৫

আজ বৈশাখ .....

বর্ষ পূর্তি আজ 
হোক শুভারম্ভ 
নতুন বছরের শুভেচ্ছা 
ফুল ফুটুক নাই ফুটুক 
আজ বৈশাখ !-১৫.০৪.২০১৫

Tuesday, 14 April 2015

প্রেমিকের মন ......

লেখকের বিবেক বুঝি না
বুঝি শুধু প্রেমিকের মন !-১৪.০৪.২০১৫

Saturday, 11 April 2015

উত্তাপ কমছে...

রক্তে এলকোহল বেড়ে চলেছে
দিন-দিন
উত্তাপ কমছে !-১১.০৪.২০১৫

উপহার এ হৃদয় ....

একটা পাহাড় কিনলাম
নদী'র ঋণ তাতে শোধ হলো না !
সভ্যতা এর আগেও ছিল
পরেও থাকবে !
উপহার এ হৃদয়
তোমাকে দিলাম
নদী এবার আমার কাছে ঋণী !-১১.০৪.২০১৫

Tuesday, 7 April 2015

কি বোলো....

আজ চাঁদ ধরা দিয়েছে
রাত কে
পূর্ণিমা
বাঁধ তো ভাঙবেই !
কি বোলো......-০৭.০৪.২০১৫

Monday, 6 April 2015

হাতে খড়ি ....

ঝড়ের সাথে বেড়ে উঠেছি
কেবলি
আমার তো এখনো
হাতে খড়ি হতে বাকি ! -০৬.০৪.২০১৫

সময়ের আগে...

কেবলি সন্ধানী মুহূর্ত
সময়ের আগে সময় যে কারও নয় !-০৬.০৪.২০১৫ 

Sunday, 5 April 2015

সকালের আকাশ .....

প্রতিটি পড়ন্ত বেলা 
ঋণ রেখে গেছে !
সকালের আকাশ 
সে কথা কি জানে !-০৫.০৪.২০১৫

তোমাকে নিয়ে লেখা চিঠি .....

তোমাকে নিয়ে লেখা চিঠি 
তুমি 
প্রযত্নে আকাশ,
মেঘে'রা আজ মনমরা 
রামধনুও মুখ লুকিয়েছে !
জ্যোত্স্না চাঁদ কে যে কথা দিয়েছিল 
রেখেছে,
তাই তোমাকে খুঁজতে
আর বার হইনি !
পথও সেখানে
আমিও ঠিক তেমনি আছি
জানিনা কোথায়
ফিরে যদি আসো
তবু.....!!!-০৩.০৪.২০১৫

এ কেমন সকাল....

এ কেমন সকাল
আলো নেই আকাশে 
আজ কি তবে 
রাত নামবেনা !-০৩.০৪.২০১৫

বিসর্জন...

বিসর্জন চিরদিন জলের কাছে
আগুন দিয়েছে শুদ্ধি !-০২.০৪.২০১৫

মেঘ নেই তবুও ....

আজ বেশ বৃষ্টি 
মেঘ নেই তবুও 
আকাশ নীল্!-০২.০৪.২০১৫

আয় .....

আয় 
তোকে ছুঁয়ে দেখি 
তোর্ খোপার বিনুনি 
আয় না করি 
আলগা !-০২.০৪.২০১৫

সানি যদি মা হতি .........

সানি যদি মা হতি 
কোথা পেতি লীলা
রং খেলছিস 
খেলবি তো 
মা কে 
কি.. 
দিতে পারবি ! 
মায়ের ও কি...
নিতে পারিস ?-০১.০৪.২০১৫

আঁতে আঘাত পাবেন না
বাকিটা নাই বললাম......