Wednesday, 8 July 2015

জীবনের জয়গান

মৃত্যু ষড়যন্ত্রে 
সামিল জীবন 
করার কিছুই নেই !
হাভাতে জীবন 
চাইছে মরণ 
করা'র কিছুই নাই !  
ইংরেজিতে বলছি কথা 
মাতৃভাষা কাঁদছে একা 
করা'র কিছুই নাই !
খুব লিখছি 
খুব পড়ছি 
সময়ের সাথে যুদ্ধ করছি 
করা'র কিছুই নাই !
রং মাখছি 
যা ইচ্ছা 
যে যাই বলুক 
বাঁচার ইচ্ছা 
করা'র কিছুই নাই !
দিন গড়িয়ে রাত নামছে 
ছুটছে শহর 
কই থামছে 
আমিও ছুটছি 
তুমিও ছুটছো 
করা'র কিছুই নাই !
ব্যস্ত জীবন 
অধীন তবু 
মুক্তি খুঁজি 
ভাজের ফাঁকে 
দিনের শেষে একলা জীবন 
করা'র কিছুই নাই !
লাল দেখছি 
নিল খুঁজছি 
জেগেও চোখে স্বপ্ন আঁকছি 
তুল্য মূল্য বিচার বন্দী 
করা'র কিছুই নাই !
সবুজ নেশা চোখে লেগে 
এই বুঝি সবুজ হবে 
কেউ মানছে কেউ ভাঙছে
করা'র কিছুই নাই !
স্রোত নামছে 
সম্পর্ক নাম্নী 
পুড়ছে বুক জল না দিলে 
মদের গেলাসে ঠান্ডা রক্ত 
জয় আমরা করবোই !
হারলে হবে না ; ছুটছে সবাই
মৃত্যু শয্যায় মুমুর্ষও তাই
করা'র কিছুই নাই !
কালশিটে জমা চোখের কোটরে 
ক্লান্ত জীবন 
কবিতায় আত্মহনন 
এভাবেই গেছে জীবনানন্দ !
কোনো এক নাম না জানা গলি 'তে
আমিও গাইবো 
জীবনের জয়গান !-০৮.০৭.২০১৫   


No comments: