Thursday, 2 July 2015

অনেকদিনের কথা.........

অনেকদিনের কথা
আমার জন্ম হলো 
সে অনেক দিন আগে 
দিন গুনে কাজ নেই 
রাত তো কম নয় !
ছুঁয়ে থাকা স্বপ্ন 
মেঘ হয়ে উড়ে যায় !
ভাসা ভাসা স্মৃতি সব 
আমি বেড়ে উঠি !
সহজ ছিলো না
লড়াই সেদিন ও ছিলো
আজও আছে  !
কিন্তু মৃত্যু কে
এড়াতে পারি না
তাই বয়ে যাই
সময় বালুচর
মুঠোর বাঁধতে গেলেই
ফসকে যায় !
বাস্তবের মাটি তে একদিন নিজের
ছোট ছোট পায়ে হাটি
সে কি অভিজ্ঞতা
আহ্নিক গতি যেন মুহুর্তে বদলে যায়
সব কেমন যেন এলোমেলো হতে থাকে
আমার শিশু মনের সে কি আর্তনাদ
অনেক ভরসা দিয়েছি
ও নেয়না !
বলতে পারো
নিতে চায় না
পুরুষ
যার পৌরুষ হয়
নাকি যার বুকে অনেক বিষ
আমার বুকে অনেক বিষ
আমার সমুদ্র ভালো লাগে
ভালো লাগে আকাশ
এদের কাছে আত্মসমর্পণ খুব সহজ
কারণ ছাড়াই হারাতে পারি !
মন্থন অবিরাম
পথ চলা আমৃত্যু !
জীবন মানেই দোলাচল
কৈশোর পেরোলে যৌবন এলো
ছেলে হওয়া নাকি খুব মজা'র
মা(মা) অনেক অনুশাসন -এ বড়ো করেছিলো
যাতে না বাবা'র মতো হই !
চোখ বন্ধ করে মেনে নিতাম
যদি না জ্ঞানের আলো পেতাম
মানুষ -কে নেশায় শেষ করে
আমিও হয়েছি
আমার নেশা কবিতা !
যেদিন থেকে খ্হিদে জন্মেছে
সেদিনই সহোদর জন্ম কবিতা'র
আমার প্রেম ,অভিমান ,আবেগ ,অনুরণন ,অন্তহীন
সব কবিতা'র খাতায় !
মন হলে নাকি মনে'র মানুষ হয়
আমার জীবনে ও' এলো !
হারিয়ে যেতাম আমিও
যদি না সেদিন কবিতা আমার হাত টেনে ধরতো !
ও'তো আমার সতীন
আমি ঘর করলে ও'র কি হবে !
আবারও পথ চলা
থেমে থাকা যায় না ;জীবনের অর্থই তাই !
ছোট শহর ছেড়ে বড় শহর
মুহুর্তে অনুশাসন থেকে স্বাধীনতা
হারিয়ে গেছিলাম যথারীতি
সবারই তাই হয় ;একা আমি নই !
বিলাসিতা টানে না আমায়
টানে জীবন ;টানে মুহূর্ত ;টানে দীর্ঘশ্বাস !
অনেক ছবি তখন আমার মনের ক্যানভাসে
মেলা করেছে;কিছুটা ইচ্ছা অনেক'টা না পাওয়া !
একদিন আমি ডুব দিলাম
পর মুহুর্তে আমার নিজের উপর হাসি পেলো
এ আমি কি করছি বিসর্জন তো প্রতিমা'র হয়
জীবন তো জলের'ই দান !
সেই থেকে আমার আর জল ভালো লাগে না
সব কিছু ভিজিয়ে দেয় বলে নয়
সব আবেগই জলে মেশে তাই !
এবার ভাবলাম একটু সভ্যতার আলো খুঁজি
আলো খুঁজতে গেলে আগুন চাই
চারদিকেই তো অন্ধকার
জ্যান্ত লাশ-এর মেলা !
আগুন খুঁজতে তাই আমি আদি আবিস্কার করলাম
এই প্রথম প্রকৃতি -কে খালি চোখে দেখা !
সত্যি কথা বলতেই ভাষা হারিয়ে ফেলেছিলাম '
কোনো শব্দই আর আমার ভালো লাগতো না !
সব একঘেয়েমি সেই জন্ম থেকেই শুনে আসছি
এই নির্জনতা -র এক অদ্ভুত আস্বাদ
এই নীরবতা আমাকে আমার কাছে এনে দেয় !
পথে বেরোলেই রকমারি মানুষ দেখি
সকলেই ব্যস্ত যেন ছুটছে কোনো এক অভিষ্ট পেতে
আমি থেমে থাকি লাল আলো সবুজ হলেও এগোই'না !
আমি ক্লান্ত
এই সামাজিক চোরাবালি তে বিসর্জন দিতে পারিনা
নিজেকে
রাত হলে আমি আকাশ দেখি
ক্ষমতা 'র কথা যারা বলে
আমি চাই তারাও দেখুক !
এভাবেই দিন কেটে যায়
মিথ্যে অহংকারের নিত্য বোঝায়
নিষ্পেষিত মানুষ পথ হারায় !
অনেকদিনের কথা
আরও অনেক দিন বাকি !-০২.০৭.২০১৫
   




No comments: