সেই যখন তুই
আঁচল
নিতে শিখিসনি !
বুঝিস'নি যখন
ওড়না
কেন নেয় !
বুঝিসনি কেন
আলাদা চোখে দেখতে হয়
আপন আর পর কে !
বা
আরও ভেঙ্গে দেখলে
কেন কেউ আপন নয় !
প্রতি'টি পুরুষ যে ছদ্মবেশে কেউটে
সে সত্য যখন তোর্ অজানা ছিলো !
না ,আমিও তখন তোর্ মতই ছিলাম
কিন্তু তোর্ মা
হ্যান ,
আমার হাতে খড়ি করে দিয়েছিলো
সেদিন
সরস্বতী পুজো !
উত্সব মুখর ছেলেবেলা
প্রাণ চঞ্চল আমি !
বুঝিনি কেন তোর্ মা
আমাকে এত ভালোবাসতো !
সেদিন চোখের সামনে প্রথম রক্ত
কাঁচা রক্ত !
যন্ত্রণা এমন
যা বলার নয় !
তুই ভুল বুঝিসনা
শোষণের ইতিহাস'টা সকলেরই সমান !
আঁচল
নিতে শিখিসনি !
বুঝিস'নি যখন
ওড়না
কেন নেয় !
বুঝিসনি কেন
আলাদা চোখে দেখতে হয়
আপন আর পর কে !
বা
আরও ভেঙ্গে দেখলে
কেন কেউ আপন নয় !
প্রতি'টি পুরুষ যে ছদ্মবেশে কেউটে
সে সত্য যখন তোর্ অজানা ছিলো !
না ,আমিও তখন তোর্ মতই ছিলাম
কিন্তু তোর্ মা
হ্যান ,
আমার হাতে খড়ি করে দিয়েছিলো
সেদিন
সরস্বতী পুজো !
উত্সব মুখর ছেলেবেলা
প্রাণ চঞ্চল আমি !
বুঝিনি কেন তোর্ মা
আমাকে এত ভালোবাসতো !
সেদিন চোখের সামনে প্রথম রক্ত
কাঁচা রক্ত !
যন্ত্রণা এমন
যা বলার নয় !
তুই ভুল বুঝিসনা
শোষণের ইতিহাস'টা সকলেরই সমান !
No comments:
Post a Comment