Tuesday, 7 July 2015

সিন্ধু পারের বিদেশিনী কে ,

সিন্ধু পারের বিদেশিনী কে  ,

পাশে থাকা'র আবদার
আজও মনে করিয়ে দেয়
ঈশ্বর কোনোদিন
আমার দেহেও
প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ! 
মূল্য বোধ ছিলোনা
হয়তো সেদিন
আজ তাই অঙ্গীকার বদ্ধ
ভালবাসতে অধিকার চাইনা
আমি ভালোবাসি !
ভালো আছি
ভালো থেকো
বিলম্বিত প্রত্যুত্তর
নিজ গুনে মার্জনা কোরো
একান্তই তোমার !-০৭.০৭.২০১৫

No comments: