Tuesday, 15 September 2015

যন্ত্রণা বোঝোনা

মেঘে মেঘে বেড়েছে বেলা
রাত নামেনি তবু ! 
আজ বহুদিন আমি একা
মন তবু ভালো !
কিছু ভাঁজ চোখে দেয় ধরা
কিছু জল ধারা হয়ে নামে !
কিছু চোখ জীবন দিয়ে লেখা
কিছু চোখে
জীবন মানে কালো !
সবাই যা দেখে
আমি তা দেখিনা
সবাই যা ভাবে
আমি তা ভাবিনা !
ভাবনার নেই কুল
তাই সাগরে যাই ভেসে !
আমি বাসী ভালো
ভালোবাসা জানিনা !
তুমি মা হতে পারো
তবে যন্ত্রণা বোঝোনা !-১৫.০৯.২০১৫

No comments: