Sunday, 11 October 2015

কবি নয় তো কে

যৌবন ফুরিয়ে গেলেও
যদি বলি তোমায় ভালোবাসি !
ব্যাখ্যা চাও যে
কিভাবে দেবো ?

যে বৃত্তের কেন্দ্র ও পরিধি
সবটাই তোমায় ঘিরে !
সে বৃত্তের পরিসীমা
যে জানে
তাকে বলি সময়
নতমস্তক যার সমুখে অনন্ত !

সিঁথির কদর কুবের বোঝেনা
ইচ্ছা মৃত্যু প্রেমিকর হয়না !
প্রেম কে ধরে যে বাঁচে
প্রেমের প্রতিটি নিঃশ্বাসে !
যে যৌবনে প্রেম জীবিত
সে কবি নয় তো কে ! - ১১.১০.২০১৫

No comments: