Friday, 19 February 2016

অসীমের মুক্তো ( মুক্ত )

তুই একটা ভাঙ্গা আয়না 
তোকে জোড়া যায়না !
তুই উচ্ছিষ্ট জীবন 
পাতে নেওয়া যায় না !
জন্ম নিলি যাদের মাঝে 
করতে পারলি কি নিজের !
স্বপ্ন দেখিস আপন হবি
পর কে করবি আপন !
যা নুড়ি কোড়া
দেখ চেয়ে আকুল পারা !
যা ডুব দে
খুঁজে নে
অসীমের মুক্তো ( মুক্ত ) !-১৯.০২.২০১৬

No comments: