Wednesday, 28 September 2016

মানসী

নিয়ম নেই
নেই কোনো বেড়া
শিশু'র চেতনা চাঁদ কে বলে মামা
ওই যে আমার বাউল প্রেমিকা
আমায় বলে
সে অনেক কথা !
আজ অনেকদিন ঘরছাড়া
ক্লান্তি'র দায়
শরীর মেলে ধরি
আঁধার গিলে খায় !
এক প্রেমিক ছিলো জানো
বিধ্বস্ত সারাটা জীবন
চাতক প্রায়
সে এক বিন্দু প্রেম চেয়েছিলো !
আকাশ সেদিন জমাট মেঘ
অজান্তেই কেটে যায়
কত বসন্ত ;
শীত আসে ,বর্ষা যায়
নিরুপায় অপেক্ষা
তোমার পথ চেয়ে থাকা !
তুমি কি সেই
যাকে অনামিকা ভেবে সমাধি দিয়েছি প্রেম
ঘুণাক্ষরে ভাবিনি
তুমি মানসী হয়ে ফিরবে !-২৮.০৯.২০১৬

Monday, 19 September 2016

নিয়ম মানা জীবন.....

ওই চোখ'গুলো
আকাশ দেখতে জানে
আমি দেখতে পাই
অসম্ভব সব সম্ভাবনা'কে
খুব বেশি কিছু নয়
সামান্য সম্ভ্রম টুকুই আশা
সবাই তা চায়
পুরুষ বা নারী
অবকাশের মোহনায়
বালুচরে সূর্যাস্ত
নিয়ম মানা জীবন
নিয়মিত মৃত্যু !-১৯.০৯.২০১৬

Thursday, 15 September 2016

মানসী

সম্পর্ক নিত্য
ঘনিষ্ঠতার খোঁজ
অবকাশ !
বিন্দু'র বুকে সাগর
সে যে জানে
তাকেই বলি প্রেমিক !
যুগান্তর চেয়ে থাকতে পারি
এ তৃষ্ণা অধুনা নয়
কালের গহ্বর ভরে আছে
শূন্যতায়
কেউ হিসাব রাখেনা !
নিঃশ্বাস নাই যদি ছুঁলে
মানিনা অমন প্রেম
আমার প্রথম ভুল
পরকীয়া
আমার শেষ সত্তা
মানসী !-১৫.০৯.২০১৬

Wednesday, 14 September 2016

তুমি কেন্দ্রিক

ভ্রান্তি'রা সময় নেয়
আমি চাইনি
কোনোদিন
কাওকে পর করে দিতে !
সব শিকড় হয়না
গভীরে গাঁথা
সন্ধ্যে নামলে
রাত্রি'র বাড়ি ফেরা !
অনেকটা দূরত্ব
তাই সে ক্লান্ত
প্রিয় রং কালো
একাকিত্বের রং সাদা !
অনিমেষ দু'চোখ
ভিজে চোখ
শুকনো বৃষ্টি
কেন এমন হয় !
অংকের খাতায়
জীবন
চেষ্টার ত্রূটি রাখেনা !
জ্ঞানতঃ করা ভুল
নিয়ম হয়ে দাঁড়ায়
বৃত্ত
তাই
তুমি কেন্দ্রিক !-১৪.০৯.২০১৬

Monday, 12 September 2016

ভাবুক

ভেঙেছে তারাই
গড়তে জানে'না যে ক'জন
ভুল বা ঠিক
প্রেক্ষিতে সময়
কুলাঙ্গার
যদিও হয় পুত্র
সুমতি নয়
সে মাতা মাত্র
আমার লেখায়
নরম মাটি
শিকড় ভিজে
রক্ত বা কালশিটে
শিরা বেয়ে ওঠে নামে
সত্যের বিকল্পে
প্রেম কে পূজি
যার ভাবনা
ভাবুক সে'ই !-১২.০৯.২০১৬

Saturday, 10 September 2016

অযাচিত

চেনা অভিমানে'রা
অযাচিত 
চেতনা'দের
প্রতিনিধি !
ভাঙা নৌকা
ও তার
বুড়ো মাঝি
ফেলে আসা সময়
সঞ্চয়ের অন্য নাম !-১১.০৯.২০১৬

যেমন দেখছি

সম্ভাবনা'রা 
গাছপাথর 
অন্য নামে
অসম্ভব
শিকড় খুঁড়লে
কংক্রিট
সভ্যতা ইদানিং
স্মার্টফোন
একটা আবেগ
শব্দ
টাচ স্ক্রিন
যন্ত্রমানব !-১১.০৯.২০১৬

Thursday, 8 September 2016

ভালো থাকা

ভালো থাকাটা শর্ত 
সীমিত জীবনের 
সব থেকে 
অপরিমেয় চরম সত্য 
কাছে বা দূরে 
সবটা নিয়মে বাঁধা যায় না !-০৮.০৯.২০১৬

Tuesday, 6 September 2016

বিষবৃক্ষ ......

অপূর্ণ পুরুষ
চিরদিন
পূর্ন নারী খুঁজেছে !
মরুদ্যান খুঁড়ে
মুখোমুখি মরু !
রক্ত
বীজ খুঁজবে
সেটাই নিয়ম !
বীজ ফল দেবে
যেমন হয়ে এসেছে !
তবে সব বীজ
ফল দেয়না !
কিছু বীজ
বিষ দেয় !
দিনের পর দিন
সে বিষ
একদিন আকার নেয় !
পরিণতি'তে
সেই
বিষবৃক্ষ !
তৃষ্ণা'র
ভাষারা
চিরদিন
স্থির চোখে জন্ম দেখে !
যাকে বলি বাস্তব। .............-০৬.০৯.২০১৬

অপূর্ণ

সে এক রবিবারের কথা
প্রেম হলো
তারপর যুগান্তর বয়ে গেলো
মিলন আজও অপূর্ণ !-০৬.০৯.২০১৬ 

প্রেম সাধনা

প্রেম করলে বেপরোয়া হতে হয়
সাধনা নয় কোনো প্রেম তুল্য
ভাঙতে হয় নিজেকে
ছুড়ে ফেলে দিতে হয়
মায়া থাকলে প্রেম হয়না
প্রেম হলে বেপরোয়া হতে হয় !-০৬.০৯.২০১৬

মাটি মনে রাখবে

তোমার পা পুড়ে যাবে
বাস্তবের মাটিতে
যেন পা রেখোনা !
তোমার স্তন বৃন্তদের
যত্নে রেখো !
গোবেচারা এক পুরুষ
প্রেম না বুঝেই
ওতে কামড় দেবে !
সে কারণ ছাড়াই
তোমার যোনি কে
নর্দমা মনে করবে !
ঝাঁট দেবে
পরিষ্কার রাখবে
নিয়মিত ধুপ ধুনো দিয়ে
পুজো দেবে !
বিচিত্র ঈশ্বর
ও তার সৃষ্টি
সে জানবেও না...
ফসল যেই কাটুক
মাটি মনে রাখবে তাকেই
বীজ যে বুনেছে !-০৬.০৯.২০১৬

Monday, 5 September 2016

প্রেম নাম্নী

আকর্ষণের বিপরীতে
ঠিক যতখানি মাধ্যাকর্ষণ
তাকেই বলি বিকর্ষণ
ভাবনার অবকাশে
যে আকাশটা বাদ যায়
তার নাম দিগন্ত
আবার তোমার মাঝে
আমার কাছে যে তফাৎ
তার নাম প্রেম !-০৫.০৯.২০১৬ 

Sunday, 4 September 2016

বার্তালাপ

ভালো থেকো দুঃখ
আমি সুখী হতে যাচ্ছি !-০৪.০৯.২০১৬

Saturday, 3 September 2016

অরক্ষণীয়া

খসে গেছে কার্নিশ
আজ নয় পরশু
চাঁদ ফুটবে ওই ছাদের ফাঁকে
কিছু কথা যা সেদিন বলা হয়নি
অরক্ষণীয়া
পরক্ষণেই মেঘ ভেঙে বৃষ্টি
রামধনু কে কি "তুমি" বলা যায় ! - ০৪.০৯.২০১৬

সুহৃদ নয়....!!!

ও'রা সুহৃদ নয়
ও'রা আর যাই হোক
সুহৃদ নয়
মানুষ কে পিষেছে যারা
তারা কেউ মানুষ নয়
ক্ষমতা'র আবেগে শুনতে চেয়েছে
আর্তনাদ
ও'রা সুহৃদ নয় !-০৩.০৯.২০১৬