Wednesday, 14 September 2016

তুমি কেন্দ্রিক

ভ্রান্তি'রা সময় নেয়
আমি চাইনি
কোনোদিন
কাওকে পর করে দিতে !
সব শিকড় হয়না
গভীরে গাঁথা
সন্ধ্যে নামলে
রাত্রি'র বাড়ি ফেরা !
অনেকটা দূরত্ব
তাই সে ক্লান্ত
প্রিয় রং কালো
একাকিত্বের রং সাদা !
অনিমেষ দু'চোখ
ভিজে চোখ
শুকনো বৃষ্টি
কেন এমন হয় !
অংকের খাতায়
জীবন
চেষ্টার ত্রূটি রাখেনা !
জ্ঞানতঃ করা ভুল
নিয়ম হয়ে দাঁড়ায়
বৃত্ত
তাই
তুমি কেন্দ্রিক !-১৪.০৯.২০১৬

No comments: