Monday, 30 January 2017

তুমিময়

অবধারিত ব্যবধান
বিনম্র একাকিত্ব
আকাশ কেমন মেঘলা
স্বপ্নেরা অবকাশ
বোঝে না !

প্রান্তিক মোহনায়
ঢেউহীন সাগর !

ক্লান্ত পথিক
ছত্রাক
মরীচিকা
সব কেমন এলোমেলো !

তুমি ছাড়া রামধনু হয়না
রাত নেই দিন নেই
তুমিহীন আমি হয়না
আমার আমি তুমিময় !-৩০.০১.২০১৭

Wednesday, 18 January 2017

সুস্মিতা

সুষমা তোমার উরু
জ্যোৎস্না মাথা নোয়ায়
তোমার বৃন্তের দ্যুতি
আকাশে মেঘ করে
রামধনু তোমার শিরদাঁড়া
বেয়ে নিতম্বের আবদার
আমি প্রেমিক অসহায়
মুখ ডুবিয়ে মধু
রস গোড়ায় ঠোঁট
বেয়ে বুক হয়ে !-১৮.০১.২০১৭

Friday, 13 January 2017

স্নানঘরে নিরালায়

জটিল মনন
নিরীহ খোলা আকাশের কাছে
ঠিক যেমন
স্নানঘরে নিরালায় তুমি আমি !-১৩.০১.২০১৭ 

ঘুমহীন

শব্দদূষণ খুব ভয়ানক
অন্ধকার লাগে শহরের আকাশ
আলো নিভলে হাহাকার
তোমার চোখে চেয়ে থাকা
আমার ঘুমহীন রাত !-১৩.০১.২০১৭

Thursday, 12 January 2017

নব্বই

দৃশ্যটা অনিবার্য
অক্ষম মানুষ তখন দেবতা
দেবী পাগলপারা
শিহরণের অবতল উত্তাল !-১২.০১.২০১৭

Wednesday, 4 January 2017

হায় দু'টি মন....

দূরত্বের দিন গোনা
দিন'গুলো আনমনা
বিরহের সুরে বাঁধা গান
দিন যায় রাত যায়
স্থান কাল পাত্র
অসহায় নিরুপায় হায় দু'টি মন !-০৫.০১.২০১৭

পরস্ব

আজ মন চাইছে
আনমনা হবে
অন্য এক উজানে
গোধূলি মাখা বালুচর
হাঁটছি আমরা সেই দু'জন
হাতে শুধু অন্য দুটো হাত !-০৫.০১.২০১৭

তোমাকে ,

কি অদ্ভুত মনের বন্ধন 
কোনো দাবি ছাড়াই 
কেউ কেউ আপন হয়ে যায় 
কখনও সব হারিয়েও রিক্ত 
এখনও অনেক ভাঙ্গন বাকি 
দিনে দিনে তুমি পূর্ণতা পেয়েছো
তোমার কান্তি জ্যোৎস্না হয়ে ফুটেছে !-০৪.০১.২০১৭

Monday, 2 January 2017

বেরসিক

কতভাবেই প্রেমে পড়েছি
সত্যি কি প্রেম করতে পেরেছি
না শুধু একলা থেকে সঙ্গ চেয়েছি
ভেঙে চলেছি ক্রমাগত
বয়েসের ব্যবধান মুছে যাচ্ছে
আমি কেবল মৃত্যুঞ্জয় হতে চেয়েছি
কোনো অস্তিত্ব সত্যি কি ছিলো
সময় কে সমীকরণ ;পদার্থের ক্ষয়
বিজ্ঞানের সীমা;জন্মের রহস্য
জীবনের জানার কথা নয় !-০২.০১.২০১৭ 

Sunday, 1 January 2017

পুনরাবৃত্তি

একলা হতে চাই
তোমার সাথে
বনলতা সেন,রুবি রায়
কেন বলোতো কবি'র কাছে ধরা দেয়
বিন্দু ও বিসর্গের তফাৎ টা
সবাই বোঝে না !-০১.০১.২০১৭