কতভাবেই প্রেমে পড়েছি
সত্যি কি প্রেম করতে পেরেছি
না শুধু একলা থেকে সঙ্গ চেয়েছি
ভেঙে চলেছি ক্রমাগত
বয়েসের ব্যবধান মুছে যাচ্ছে
আমি কেবল মৃত্যুঞ্জয় হতে চেয়েছি
কোনো অস্তিত্ব সত্যি কি ছিলো
সময় কে সমীকরণ ;পদার্থের ক্ষয়
বিজ্ঞানের সীমা;জন্মের রহস্য
জীবনের জানার কথা নয় !-০২.০১.২০১৭
সত্যি কি প্রেম করতে পেরেছি
না শুধু একলা থেকে সঙ্গ চেয়েছি
ভেঙে চলেছি ক্রমাগত
বয়েসের ব্যবধান মুছে যাচ্ছে
আমি কেবল মৃত্যুঞ্জয় হতে চেয়েছি
কোনো অস্তিত্ব সত্যি কি ছিলো
সময় কে সমীকরণ ;পদার্থের ক্ষয়
বিজ্ঞানের সীমা;জন্মের রহস্য
জীবনের জানার কথা নয় !-০২.০১.২০১৭
No comments:
Post a Comment