Saturday, 28 April 2018

আত্মহননের আগে

অনেক পথ ফেলে আসা
কেমন হয় ছক ভাঙার নেশা
ভাঙতে ভাঙতে প্লাজমা আজ জীবন 
বালিশ ভেজে না যাদের
তারাও তো কাঁদে
পুরুষ জন্ম গরিমা
তবে নয় আর মৃত্যু মুখাপেক্ষী
আত্মহননের আগে
কৃতজ্ঞতা স্বীকার
শেষের কবিতা লিখেছেন যিনি
দীর্ঘজীবী হোক ভালোবাসা !
চারটে দেওয়াল নয়
একটা আকাশ ভাগ হোক
তাদের মাঝে যারা ভালোবাসে
বেঁচে থাকা হোক সুন্দর !-২৮.০৪.২০১৮

Tuesday, 24 April 2018

রিক্ত

রিক্ত তুমি 
রিক্ত আমি
অহম সুক্ষ 
সময় রুক্ষ !-২৪.০৪.২০১৮