অনেক পথ ফেলে আসা
কেমন হয় ছক ভাঙার নেশা
ভাঙতে ভাঙতে প্লাজমা আজ জীবন
বালিশ ভেজে না যাদের
তারাও তো কাঁদে
পুরুষ জন্ম গরিমা
তবে নয় আর মৃত্যু মুখাপেক্ষী
আত্মহননের আগে
কৃতজ্ঞতা স্বীকার
শেষের কবিতা লিখেছেন যিনি
দীর্ঘজীবী হোক ভালোবাসা !
চারটে দেওয়াল নয়
একটা আকাশ ভাগ হোক
তাদের মাঝে যারা ভালোবাসে
বেঁচে থাকা হোক সুন্দর !-২৮.০৪.২০১৮
কেমন হয় ছক ভাঙার নেশা
ভাঙতে ভাঙতে প্লাজমা আজ জীবন
বালিশ ভেজে না যাদের
তারাও তো কাঁদে
পুরুষ জন্ম গরিমা
তবে নয় আর মৃত্যু মুখাপেক্ষী
আত্মহননের আগে
কৃতজ্ঞতা স্বীকার
শেষের কবিতা লিখেছেন যিনি
দীর্ঘজীবী হোক ভালোবাসা !
চারটে দেওয়াল নয়
একটা আকাশ ভাগ হোক
তাদের মাঝে যারা ভালোবাসে
বেঁচে থাকা হোক সুন্দর !-২৮.০৪.২০১৮
No comments:
Post a Comment