Thursday, 11 October 2018

শেষ ঠাঁই

অঙ্গ হারিয়েছে শোভা
উদ্বিগ্নতা অযথা
সময় পেরিয়েছে অনেক
বয়ে যাক পথ
নিমিত্ত মাত্র জীবন
শেষ ঠাঁই গঙ্গায় !-১১.১০.২০১৮

Thursday, 4 October 2018

স্বপ্ন

অচেনা পথের বাঁকে
মৃত্যু পরে রয় আমার
আমি অহর্নিশ ছুটি
যবনিকা'র পিছু
একদিন সাক্ষাৎ
স্বপ্ন
সে শুধায়
কার খোঁজ
আমি নিরুত্তর
হঠাৎই শুনি
ভেসে আসে সুর
বসন্ত এসে গেছে
চোখ বুজে আসে
গোধূলি আলোয় আলেয়া দেখি !-০৫.১০.২০১৮

Monday, 1 October 2018

মন ভালো নেই

আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
আমি ক্ষয়ে যাচ্ছি
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
শিকড় হারাচ্ছে জমি
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
চশমায় ঝাপসা দেখছি
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
অপেক্ষা'র অনন্ত প্রহর
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
বাউলেরও সংসার হয়
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
অনিশ্চয়তা আমার পাথেয়
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
সম্ভাবনা আগেও ছিলো
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
নিজস্ব নয় নিঃস্বতা
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
বিচক্ষণ আমিত্ত্ব বিভ্রান্ত
আমি জানি তুমি ভালো আছো
তুমি জেনো
মন ভালো নেই !-০১.১০.২০১৮