Thursday, 4 October 2018

স্বপ্ন

অচেনা পথের বাঁকে
মৃত্যু পরে রয় আমার
আমি অহর্নিশ ছুটি
যবনিকা'র পিছু
একদিন সাক্ষাৎ
স্বপ্ন
সে শুধায়
কার খোঁজ
আমি নিরুত্তর
হঠাৎই শুনি
ভেসে আসে সুর
বসন্ত এসে গেছে
চোখ বুজে আসে
গোধূলি আলোয় আলেয়া দেখি !-০৫.১০.২০১৮

No comments: