Wednesday, 14 November 2018

বিদ্যুৎ ও বৃষ্টি

বিদ্যুৎ ও বৃষ্টি
সে এক রাতের কথা
কবিতা সেদিন ঝর্ণা হয়েছিলো
খোলা চুলে প্রপাত
বুক পেতেছিলো পুরুষ !

মেঘের বুকে পরকীয়া বিদ্যুৎ
বৃষ্টি তখন
আকাশের ভারী বুক চিরে
নেমে আসছে
মাটি'র পৃথিবীতে !

মাটি'র পৃথিবীতে ক্লান্ত কুমোর 
দূর্গা'র বোধন হচ্ছে কোথাও'বা
অপু'র চোখে স্বপ্নেদের বয়স বাড়েনি
সাগরের বুকে বানভাসি জ্যোৎস্না
এলোমেলো বিস্রস্ত বালুচর ! - ১৪.১১.২০১৮

No comments: