Tuesday, 7 May 2019

ফেরারি

তোমার ঘরে ফেরা
ফেরারি আমি
তোমার অনেক দুঃখ
আমার বিতৃষ্ণা
ওরা তোমারই মতো
দুঃখ পোষে শুধু
নির্লিপ্ততা সময়ের দেওয়া
জীবন চলছে একরকম
ডুব সাঁতারে অনিশ্চয়তা অনেক
অবশ্যই বালুচর সমুদ্রের কাছে আণুবীক্ষণিক
কবি যে বলেছেন
"পুষ্প বনে পুষ্প নাহি ;আছে অন্তরে "!-০৮.০৫.২০১৯

No comments: