জল অনেকেই বলে থাকে
আমি বলি চেতনা
শৈশব যেমন প্রাণচঞ্চল
আনচান যেমন যৌবন
স্থবির বার্ধক্য
আপেক্ষিকতার অনিবার্য
প্রতিচ্ছবি দেখি আমি
সৌজন্যে জল
আমি বলি চেতনা !
স্পন্দন ধরা দেয় প্রথম
বুঝি এলো যৌবন
যন্ত্রনায় কাতর শিশু
জীবন জলপ্রপাত
আবার বার্ধক্যে আবেগহীন
বুঝি ডাক এসেছে
দুয়ারে দাঁড়ানো অনন্ত
আহ্বান শুনি !
বিমূর্ত স্মৃতিরা একসারি জমা হয়
পরিযায়ী বিহঙ্গের ন্যায় উড়ে যায় আয়ু
চেতনা তখন ক্লান্ত
আয়না মনে হয় আতস
খোলা জানালা এক চোখ আকাশ
চেতনা'র যাত্রা অবিরাম
"বেলা হলো;জল কে চলো" !-০৯.০৯.২০১৯
আমি বলি চেতনা
শৈশব যেমন প্রাণচঞ্চল
আনচান যেমন যৌবন
স্থবির বার্ধক্য
আপেক্ষিকতার অনিবার্য
প্রতিচ্ছবি দেখি আমি
সৌজন্যে জল
আমি বলি চেতনা !
স্পন্দন ধরা দেয় প্রথম
বুঝি এলো যৌবন
যন্ত্রনায় কাতর শিশু
জীবন জলপ্রপাত
আবার বার্ধক্যে আবেগহীন
বুঝি ডাক এসেছে
দুয়ারে দাঁড়ানো অনন্ত
আহ্বান শুনি !
বিমূর্ত স্মৃতিরা একসারি জমা হয়
পরিযায়ী বিহঙ্গের ন্যায় উড়ে যায় আয়ু
চেতনা তখন ক্লান্ত
আয়না মনে হয় আতস
খোলা জানালা এক চোখ আকাশ
চেতনা'র যাত্রা অবিরাম
"বেলা হলো;জল কে চলো" !-০৯.০৯.২০১৯
No comments:
Post a Comment