ভালো আছো শরীর
তুমি কী এখনও বাইরে খাও
মহামারী চলছে কিনা অগত্যা !
শরীর কেন
কেন নয় বোলো
পুরুষ মানুষ সে তো পাষাণ হৃদয় !
আমাদের দেখো
কত মানা
আমাদের তো আমি হতে নেই
তোমাদের আমি সব !
যাক যত্ন নিতে শিখেছো আশা করি
কিছু চুল কী সাদা হয়নি !
ভেবোনা
ভাবনা তোমার মানায় না !
তোমার সেই ময়ুর পালক
জোড়া হয়েছে
"শেষের কবিতা" মলাটের ভাঁজে !
আকাশে খুব মেঘ করেছে
বাতাসে মাটি ভেজা গন্ধ
শরীরটা বিশেষ ভালো নেই
তোমার পছন্দের তালিকায়
আমার স্থান অজানা রয়ে গেলো
আমার মৃত্যু সূচনা
উপসংহারে তোমার বুকের উষ্ণতা
তোমার শরীর টা একটু দেবে !
০৩.০৬.২০২১
8 comments:
কলম থেমে গেল নাকি!
বেঁচে আছি ; আসা করি তুমি/তোমরা ভালো আছো
তা বলে কলম থামলে তো চলবে না। অসতী অপয়ারা ভালো থাকে! হা হা হা। মেয়েকে মানুষের মত মানুষ করতে চাই। আমার মত কপাল যেন না হয়!
শুভেচ্ছা রইলো
ধন্যবাদ। লেখো।
Tumi valo thakba
Tomak bachtai hbe
Sukhi thaktei hbe
Thoter koner hasita j tomak rakhtai hbe
Ami dekhbo dur thaka
Prititi poloke
Tomak hastai hbe
Tomak amr jnyo thaktai hbe.
বাবা কেমন আছেন?
বিষাদের জঙ্গল (সূর্যাস্তে প্রেম)
জানো,
মন ভেঙে তৈরি এখন
বিষন্ন উদাসের জঙ্গল
তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব
হুটহাট শরীর খোলে না
বন্য গন্ধ গায়ে মাখে না
সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে
সদাহাস্য মুখে হরেকৃষ্ণ
অভ্যাসমতো তোমাকে আগলে রাখব
লেখা প্র্যাকটিস করতে করতে
কখন যে ছিটকে পড়েছি
বগলে চাপা
সেলের ২২ নম্বর ঘরটার
তুমি নামক
কয়েদীর ফাইলটার ভেতর
'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে
কী হবে?"
তারাদের চরিএ বোঝা যায় না
ইতিহাস
কবির কথার তির্যক প্রবেশ
"তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"
এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই
তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া
মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি
তোমার কফিনে ফিরে আসে সকালের গান
পায়ে পায়ে হাঁটছে বিষাদ
অনিয়ম করে ঘুঙুরের শব্দ
ভুলে যাচ্ছি বর্নমালা
অনুতাপ হয়
ইতি তোমার ভালোবাসা।
Post a Comment