Thursday, 3 July 2025

পরিনতি

নক্ষত্র

তুমি কাঁদছো

তোমার ক্ষমা হয়না

তুমি ভাবছো

তোমাকে ভাবনা মানায় না

ক্ষতিপূরণ

তা হওয়ার নয়

আত্মগোপন করেছিলে

আত্মহননের নেশায়

পরিনতি কি এমন পেলে

একুল ওকুল উভয় হারালে।

০৩.০৭.২০২৫

2 comments:

Anonymous said...

প্রশ্রয় দেই নি অসম্মানকে
সম্মান কে করেছি অস্বীকার
ভাঙা ছাদের নীচে তাই
মূর্তিরা সব নির্বিকার

স্বপ্নে বিভোর আমাদের অতীত
অগোছালো আসবাব
সময়কাল দেখো
উত্তরায়নের বিপরীত
চেয়েছি গুছোতে যে তিথিডোর
তা স্বর্গীয় ঘুমে,
উপহাসে দোষ চর্চা
"ক্ষমা হয় না!" নামক
অপরাধ কি ছিল, সত্য বলা
মিথ্যা অজানা অথচ আক্রমনাত্মক
"মাধুকরীর"
পৃথু ঘোষ এর মত সর্বগুন সম্পন্ন হলেও
সাংসারিক মানুষ হিসাবে অচল
যোগ্যতা ছিল না, নেই আমার
স্বভাবে নই
রুষার মতই দোষী!
ভালোবাসা ছিল না, নেই
একথা সত্য নয়।
মাল্টি ডাইমেনশনাল মন নিয়ে
ঔদাসীন্যতা বয়ে
মন পড়ে থাকে
সৈয়দ মুজতবা আলির
"শবনমে"।...

Anonymous said...

প্রশ্রয় দেই নি অসম্মানকে
সম্মান কে করেছি অস্বীকার
ভাঙা ছাদের নীচে তাই
মূর্তিরা সব নির্বিকার

স্বপ্নে বিভোর আমাদের অতীত
অগোছালো আসবাব
সময়কাল দেখো
উত্তরায়নের বিপরীত