অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
Friday, 31 May 2013
~:প্রেমের ক্ষুধা :~
আজ ভাবছি কাব্যের সাথে
একটু শরীর কে মিশিয়ে দি!
বুজলে না-
মানে একটু যৌন সুরসুড়ি
বেশ বাজার-দর!
ঠিকঠাক মেলাতে পারলে
বেশ কদর!
প্রেম দিনে দিনে
অচল হয়ে যাচ্ছে
আর হবে নাই বা কেন!
ক'দিন চলবে এই ধাপ্পাবাজি
প্রেমের নামে ক্ষুধা নিবারণ!
আর ভালো লাগছে না
সত্যি কথা বলতে!
আমি যে পারিনা
প্রেম আর কাম কে এক করতে!
তাই কদর পাচ্ছি না-
একটু মানিয়ে নিয়ো তোমরা
ক্ষমা করো আমায়!
পেট কে ফাঁকি দিতে পারি না যে
যা করি সে তো পেটের দায়!-৩১।০৫।২০১৩
নামকরণ সৌজন্যে -ঋষি দা
একটু শরীর কে মিশিয়ে দি!
বুজলে না-
মানে একটু যৌন সুরসুড়ি
বেশ বাজার-দর!
ঠিকঠাক মেলাতে পারলে
বেশ কদর!
প্রেম দিনে দিনে
অচল হয়ে যাচ্ছে
আর হবে নাই বা কেন!
ক'দিন চলবে এই ধাপ্পাবাজি
প্রেমের নামে ক্ষুধা নিবারণ!
আর ভালো লাগছে না
সত্যি কথা বলতে!
আমি যে পারিনা
প্রেম আর কাম কে এক করতে!
তাই কদর পাচ্ছি না-
একটু মানিয়ে নিয়ো তোমরা
ক্ষমা করো আমায়!
পেট কে ফাঁকি দিতে পারি না যে
যা করি সে তো পেটের দায়!-৩১।০৫।২০১৩
নামকরণ সৌজন্যে -ঋষি দা
Thursday, 30 May 2013
Wednesday, 29 May 2013
Tuesday, 28 May 2013
ধরি মাছ না ছুই পানি
আমরা নকল করতে চাই
তাদের যারা অভিজাত
আমাদের জন্ম আঁস্তাকুড়ে
বাস করতে চাই রাজপ্রাসাদে
আমরা নিরক্ষরতার অন্ধকুপে জন্মে
হতে চাই বিদ্যাসাগর
আমাদের চাল-চুলো নেই
বিলাস-ব্যসনে কার্পন্য নেই
আমরা ভীরু-কাপুরুষ -শুধু স্বপ্ন দেখি
আমাদের আঠারো মাসে বছর-পদে পদে বিপদ
Monday, 27 May 2013
~একটু ভালোবাসা দেবে~
গ্রীষ্মের এই তপ্ত দগ্ধ দুপুরে
একটু ভালোবাসা দেবে!
একটু মলিন আলতো ছোঁয়া
যা শুধুই আমার
একটু স্বার্থপর
একটু অভিমানী
একটু ভালোবাসা দেবে!
সময়ের সীমা ছাড়িয়ে
রাজপ্রাসাদের স্বপ্ন মাড়িয়ে
করে রাখবো তোমায়
চিরদিন দাসী
নাহলে তো প্রতিদান চেয়ে বসবে
প্রতিদান তো দিতে পারবো না
শুধু নিতে পারি ভালোবাসা
কি বোলো-
Saturday, 25 May 2013
Friday, 24 May 2013
Thursday, 23 May 2013
বৃষ্টি ভেজা নুপুর
নুপুর এক প্রানচঞ্চল তরুণী
আমাদের আলাপ এক বর্ষা স্নাত বিকেলে!
সেদিন কালবৈশাখির তুমুল তান্ডব শেষে
যখন সূর্য আলতা রঙ্গে আকাশ রাঙাচ্ছে!
ঠিক সেই মুহুর্তে
আমাদের দেখা!
আমি কলেজ ফেরত কাকভেজা
ও ঘরের দালানে!
প্রথম দৃষ্টি যেন শুভদৃষ্টি হয়ে রইলো
তারপর-
যা হয় তাই
নিত্যদিন প্রেম পার্বন!
সময় পেরোলো
আমার কলেজ শেষ হলো!
আমি চাকরির সন্ধানে
ও'র মাতা-পিতা পাত্র সন্ধানে!
কন্যাদান যে বড় দায়
এ সত্য অনস্বীকার্য!
কিন্তু ভালোবাসা-
মন-আবেগ-আশা!
না-
বাস্তবের রুক্ষতা'র সামনে সকল'ই!
ফানুস হয়ে উড়ে যায়-
এক্ষেত্রেও অভিন্ন ফল হলো না!
ভালোবাসা হেরে গেল
কিন্তু আপাতদৃষ্টি'তে !
আমাদের দেখা যে বর্ষাস্নাত বিকেলে-
সেই বিকেল হয়তো আজ'র নেই!
কিন্তু সেই সর্বগ্রাসী কালবৈশাখী সঙ্গে অবিশ্রান্ত শ্রাবন!
আজও এ দু'চোখের পাতা জুড়ে আছে!
এ মন 'এর আঙ্গিনা জুড়ে
থাকবে এভাবেই-
যতদিন আমি থাকবো
Wednesday, 22 May 2013
~হারানো পদক:এক প্রশ্ন~
কাল সারাটাদিন তুমুল তুলোধোনা হয়েছে
যথারীতি লিখতে পারিনি!
কাল রাতে ঘুমের মাঝে
এক দিব্য স্বপ্ন দেখলাম!
স্বপ্ন আবার দিব্য
তাও বলছি!
মাথায় এক ঝাঁক সাদা চুল
লম্বা লম্বা দাড়ি!
এক বৃদ্ধ ভদ্রলোক
আমায় প্রশ্ন করলেন-
কি খোকা কবিতা কই?
আমি যথারীতি হতচকিত-
কে আপনি প্রশ্ন করাতে
উত্তর পেলাম "আমি এক কালপুরুষ"!
যতসব বুজরুকি মনে মনে ভাবলাম
উত্তরে বললাম "সময় পাইনি"!
তাতে আপনার কি মশাই?
আমার কথা শোনা মাত্র যেন বৃদ্ধের
চোখ দু'টো জ্বলে উঠলো
যেন রক্তচাপ ও খানিক বেড়ে গেল!
উত্তর এলো"ফিরিয়ে আনো আমার সেই পদক"
সে দায় তো তোমার (তোমাদেরই )!
এই কথা শোনা মাত্র
আমি তো জ্ঞান হারানোর যোগাড়!
এ যে স্বয়ং কবিগুরু-
কিন্তু ততক্ষণে দেরী হয়ে গেছে!
ইতিমধ্যে আমার ঘুম ভেঙ্গেছে
গুরুদেব দৃষ্টির অতীত!
কিন্তু গুরুদেবের প্রশ্নের-
Tuesday, 21 May 2013
Monday, 20 May 2013
Sunday, 19 May 2013
Saturday, 18 May 2013
শুধু তোমারই জন্য
আজ লিখবো
বাস্তবের গল্প!
অনেক হয়েছে
রূপকথা নিয়ে মাতামাতি!
অনেক হয়েছে
বিনিদ্র রাতের
তারাগোনা-
তোমার পথ
চেয়ে থাকা
আর নয়!
এবার ফিরবো বাস্তবে
যেখানে তুমি নেই
যেখানে আমি একা
সেই রুক্ষ বাস্তব
যা তিমিরাবৃত
চির তুষারময়
তুমি দেখো
আমি লিখবো
একদিন-
যেদিন তোমায়
ভুলতে পারবো
যেদিন তোমায়
মুছে ফেলবো
Friday, 17 May 2013
Thursday, 16 May 2013
প্রিয়া তোমাকে
প্রিয়া তোমাকে,
বহুদিন ভাবছি তোমায় একখানা পত্র লিখি!যেহেতু তুমি আর বৈদ্যুতিন মাধ্যমে যোগাযোগ রাখোনা!তাই এই পত্রখানাই এখন শেষ সম্বল!উত্তর প্রত্যাশা করা'টা জানি ভাবনা বাহুল্য,তাই করব না!কিন্তু,কিছু মনের কথা তোমায় বলতে চাই ,অতি সংক্ষেপে!তারিখ'টা ছিল ২১শে ফেব্রুয়ারী,তুমি শেষ বারের মতো কথা বলেছিলে,তারপর থেকেই তোমার কোনো সন্ধান নেই!আশা করি তুমি বহাল তবিয়তেই আছো!আমি মন্দ নেই,সারাদিন দাসত্বের শেষে শুন্য ঘর'টা অন্ধকারময় একাকিত্ব,এখন আর মন্দ লাগেনা,গা সওয়া হয়ে গেছে!কিছু যায় ও না আসেও না!শুধু তোমার স্মৃতি'রা আজ পিছু ধাওয়া করে!ও'রা তো নিরুপায় তোমার ই মতন!আমি বুঝি,তাই কিছু বোলিনা!শুধু চোখ বুজে দেখতে থাকি,আমিও তো নিরুপায়,তোমার ভালোবাসার বিকল্প নেই যে!আজ এই অবধি থাক,পরের চিঠি'তে না হয় বাকি কথা বলবো,ঈশ্বরের কাছে শূধু প্রার্থনা,তুমি যেখানেই থাকো-ভালো থেকো,নিজের যত্ন নিও!
একান্তই তোমার,
গৌরব
Wednesday, 15 May 2013
Tuesday, 14 May 2013
Monday, 13 May 2013
Saturday, 11 May 2013
Friday, 10 May 2013
Thursday, 9 May 2013
Wednesday, 8 May 2013
Monday, 6 May 2013
Sunday, 5 May 2013
Saturday, 4 May 2013
Friday, 3 May 2013
Subscribe to:
Comments (Atom)






.jpg)







.jpg)






.jpg)
.jpg)
.jpg)
.jpg)




.jpg)







.jpg)
.jpg)

.jpg)








.jpg)