Friday, 31 May 2013

~আঠেরো~

ভেজা ঘাস
এলোমেলো হাওয়া!
এলো চুল
শূন্য পথ চাওয়া!
অকারণ এ  মন আনচান
বোশেখী  গ্রীষ্মে
ভরা কোটাল!
একেই কি বলে প্রেম
নাকি এই হলো
আঠেরো!-৩১।০৫।২০১৩

~:প্রেমের ক্ষুধা :~

আজ ভাবছি কাব্যের সাথে
একটু শরীর কে মিশিয়ে দি!
বুজলে না-
মানে একটু যৌন সুরসুড়ি
বেশ বাজার-দর!
ঠিকঠাক  মেলাতে পারলে
বেশ কদর!
প্রেম দিনে দিনে
অচল হয়ে যাচ্ছে
আর হবে নাই বা কেন!
ক'দিন চলবে এই ধাপ্পাবাজি
প্রেমের নামে ক্ষুধা  নিবারণ!
আর ভালো লাগছে না
সত্যি কথা বলতে!
আমি যে পারিনা
প্রেম আর কাম কে এক করতে!
তাই কদর পাচ্ছি না-
একটু মানিয়ে নিয়ো তোমরা
ক্ষমা করো আমায়!
পেট কে ফাঁকি দিতে পারি না যে
যা করি সে তো পেটের দায়!-৩১।০৫।২০১৩

নামকরণ সৌজন্যে -ঋষি দা

~মৃত্যু~

দিনগত পাপক্ষয়
এ জীবন!
দিনগত মৃত্যুমুখী
এ জীবন!
কেবল বয়ে যায় সময় 
সকল কর্মের ইতি হয়!
জীবন একদিন বিদায় বলে 
মৃত্যু সেদিন আপন হয়!
দীর্ঘ  বিরহবেলা শেষে
যেমন রূপকথার ইতি হয়!
জীবনের ছন্দপতনে
তেমন মৃত্যু যবনিকার উদয় হয়!-৩১।০৫।২০১৩

Thursday, 30 May 2013

~অমর ঋতুপর্ণ~

বঙ্গমনন করেছো সাবালক
বর্ষা কে করেছো  বসন্ত !
ঋতু বদলের ছলা-কলা নয় 
কুঠারাঘাত হেনেছ তুমি !
বদ্ধমূল ধারণা যত 
ছিল আমাদের মননে !
সমূলে করেছো উত্পাটন
ধন্য এ  বঙ্গভূমি !
দিব্য যুগপুরুষ তুমি 
অমর  রহে  আত্মা তোমার!-৩০।০৫।২০১৩
  

Wednesday, 29 May 2013

~শুভারম্ভ~

আবেগের বৃষ্টি তে
আজ স্বপ্ন স্নান
শীতলতার আবেশে
আজ পুনর্জন্ম
জড়তা সকল বিসর্জন আজ
আজই  নবজীবন শুভারম্ভ!-২৯।০৫।২০১৩

~বাড়িয়ে দাও তোমার হাত~

বড় অসহায় আজ ভালোবাসা 
নিরুপায় সে যে 
বন্দিদশা!
প্রাণ বায়ু তার কেড়েছে অবিশ্বাস 
অসহায় সে যে 
জীবন্তলাশ! 
কেবলই ভাঙ্গন এ মন জুড়ে 
বাড়িয়ে দাও না 
দু'হাত!-২৯।০৫।২০১৩

~আপনি মোড়ল~

কত কিছুই অজানা
তবুও কত জানি!
গায়ে মানুক না মানুক
নিজেকে মোড়ল মানি!
অল্প বিদ্যার অসীম গুন
সে কি তোমরা বোঝো!
শুধু বিদ্যা বোঝাই করো
নিজেকে বিদ্যাসাগর ভাবো!
কবি কবি ভাব শুধু
কাব্য নয় যে ছেলেখেলা!
রবি গুরু সাক্ষী স্বয়ং
গায়ে মানে না আপনি মোড়ল!-২৯।০৫।২০১৩

অন্তর্দহন

দগ দগে ঘায়ে 
শরীর তা জ্বলছে!
মন টা পুড়ছে 
কোনো ধোয়া নেই! 
যদিও-
তবুও যেন বিষজ্বালা-
কুরে কুরে খাচ্ছে!
শুধুই পোড়াচ্ছে 
উড়ছে না ছাই!-২৯।০৫।২০১৩ 

Tuesday, 28 May 2013

~আমি আসবো ফিরে~

একটা দমকা হাওয়ায় 
উড়িয়ে তোর্ আঁচল!
এক মেঘলা বিকেলে 
এঁকে দেবো তোর  দু'চোখ জুড়ে  রামধনু!
খুঁজেছিস তুই আমায় কবিতা'র খাতায় 
কখনও কি মনের জানালা খুলে দেখেছিস!
আমি যে থাকি 
নকশীকাথার মাঠ জুড়ে!
আকাশের নীলিমায় ,বাতাসের দামালপনায় 
আমার অস্তিত্ব সকলখানে!
তুই ভালোবেসে ডাক দে 
আমি আসবো  ফিরে!-২৮।০৫।২০১৩
 
 

ধরি মাছ না ছুই পানি

আমরা নকল করতে চাই 
তাদের যারা অভিজাত 
আমাদের জন্ম আঁস্তাকুড়ে 
বাস করতে চাই রাজপ্রাসাদে 
আমরা নিরক্ষরতার অন্ধকুপে জন্মে 
হতে চাই বিদ্যাসাগর 
আমাদের চাল-চুলো  নেই
বিলাস-ব্যসনে কার্পন্য নেই 
আমরা ভীরু-কাপুরুষ -শুধু স্বপ্ন দেখি 
আমাদের আঠারো মাসে বছর-পদে পদে বিপদ 
তাই সাবধানে পা ফেলি-যদি ভুল হয়ে যায়!-২৮।০২।২০১২ 

Monday, 27 May 2013

পৌরুষ

লালসা,কামনা,বাসনা
পুরুষের চাই বিছানা !
নারী শুধুই ভোগ্যপণ্য
যৌনতাই তার নিশানা!
এই নারী জন্মদাত্রী
মানেনা কোনো পরোয়ানা!
অন্নপূর্ণা'র নেই সম্ভ্রম
মদ-মাংস ষোলোআনা !-০৮।০১।২০১২

~ভালোবাসা চাই~

একটুকরো আকাশ 
যদি ছুয়ে যায় তোর  চিবুক!
একটা উন্মাদ সমুদ্র 
যদি আছড়ে পড়ে 
তোর ওই বুকে!
দোহাই তোকে  
এক শ্রাবন স্নিগ্ধ বিকেল 
তাও তোকে দেবো!
কিছু কি বাকি রইলো?
রামধনু-
নাহ!সে অবকাশ নেই 
তাও দিলাম তোকে 
নিতে তোকে হবেই 
নিবি ওই সাতরঙ 
তোর দুই চোখ'এ !
শুধু একটু ভালোবাসা চাই 
তাও কি পারিস না দিতে?-২৭।০৫।২০১৩

~গভীরে যাও~

অতীতের চোরাবালি 
আবার দিয়েছে পিছুটান! 
নিরুপায় আমি 
দুর্নিবার এ টান!
টানছে অতলে 
বলছে শুধুই 
"গভীরে যাও"!-২৬।০৫।২০১৩

~একটু ভালোবাসা দেবে~

গ্রীষ্মের এই তপ্ত দগ্ধ দুপুরে 
একটু ভালোবাসা  দেবে!
একটু মলিন আলতো ছোঁয়া 
যা শুধুই আমার
একটু স্বার্থপর 
একটু অভিমানী
একটু ভালোবাসা দেবে! 
সময়ের সীমা ছাড়িয়ে
রাজপ্রাসাদের স্বপ্ন মাড়িয়ে 
করে রাখবো তোমায় 
চিরদিন দাসী 
নাহলে তো প্রতিদান চেয়ে বসবে 
প্রতিদান তো দিতে পারবো না
শুধু নিতে পারি ভালোবাসা 
কি বোলো-
একটু ভালোবাসা দেবে!-২৭।০৫।২০১৩
 

Saturday, 25 May 2013

ঋতু বদল

চক্ষে শ্রাবন
চাতক  মন
রৌদ্রোজ্জল দিন
আজ শরৎ!-৩১।০৩।২০১২

নশ্বর জীবন

সময় সময় ভাবি 
এই যে হৃদযন্ত্রের ওঠানামা 
একদিন থেমে যাবে 
এই দু'চোখের দৃষ্টিও
একদিন স্থির হবে 
অস্থির মনও স্থবির হবে 
সময় চলবে 
কিন্তু,আমি থেমে যাবো 
সেদিন কোনো ভাবনা থাকবেনা 
কোনো অনুভুতি থাকবেনা 
চিতায় দিলে ছাই 
কবর দিলে তাও থাকবেনা -৩০।০৬।২০১২/শনিবার   

Friday, 24 May 2013

~স্বপ্ন তুই স্বপ্ন থাক~

স্বপ্নের চোরাবালি
এ  মনের অলি-গলি!
শুধু খায় ঘুরপাক 
স্বপ্ন তুই স্বপ্ন থাক! 
আসিস তুই আনমনে 
থাকিস একচিলতে কোনে!
কিছু নেই যে  তোকে দেওয়ার
স্বপ্ন তুই স্বপ্ন থাক!
বাস্তব থেকে আলোকবর্ষ দূরে 
অতীতের অন্ধগলি ঘুরে!
আগামীর অজানা ভুলে 
স্বপ্ন তুই স্বপ্ন থাক! -২৫।০৫।২০১৩
  
 

~উচ্চাশা~

পেটে নেই ভাত 
মাথায় নেই ছাদ 
তবু কবি হবো 
এই আমার সাধ!
বুঝি না কাব্য 
জানিনা সাহিত্য 
তাতে কি এসে যায়?
আমি কবি হবো!
আকাশে কালো মেঘ 
মনে অনেক আবেগ 
লিখে আমি যাবো 
আমি কবি হবো!-২৭।১২।২০১১/মঙ্গলবার

Thursday, 23 May 2013

বৃষ্টি ভেজা নুপুর

নুপুর এক প্রানচঞ্চল তরুণী
আমাদের আলাপ এক বর্ষা স্নাত বিকেলে!
সেদিন কালবৈশাখির তুমুল তান্ডব শেষে 
যখন সূর্য আলতা রঙ্গে আকাশ রাঙাচ্ছে!
ঠিক সেই মুহুর্তে 
আমাদের দেখা!
আমি কলেজ ফেরত কাকভেজা 
ও ঘরের দালানে!
প্রথম দৃষ্টি যেন শুভদৃষ্টি হয়ে রইলো 
তারপর-
যা হয় তাই 
নিত্যদিন প্রেম পার্বন!
সময় পেরোলো 
আমার কলেজ শেষ হলো! 
আমি চাকরির সন্ধানে 
ও'র মাতা-পিতা পাত্র  সন্ধানে! 
কন্যাদান যে  বড় দায়
এ  সত্য অনস্বীকার্য!
কিন্তু ভালোবাসা-
মন-আবেগ-আশা! 
না-
বাস্তবের রুক্ষতা'র সামনে সকল'ই!
ফানুস হয়ে উড়ে যায়-
এক্ষেত্রেও অভিন্ন ফল হলো না!
ভালোবাসা হেরে গেল 
কিন্তু আপাতদৃষ্টি'তে !
আমাদের দেখা যে বর্ষাস্নাত বিকেলে-
সেই বিকেল হয়তো আজ'র নেই!
কিন্তু সেই সর্বগ্রাসী কালবৈশাখী সঙ্গে অবিশ্রান্ত শ্রাবন!
আজও এ দু'চোখের পাতা জুড়ে আছে! 
এ মন 'এর আঙ্গিনা জুড়ে 
থাকবে এভাবেই-
যতদিন আমি থাকবো    
আমার নুপুর এভাবেই বৃষ্টি ভিজবে!-২৩।০৫।২০১৩
    

Wednesday, 22 May 2013

~কবি-মনন ~

কবি তোর মনে কি!
কি চায় সে-
কেন তার এতোখানি 
অবদমিত চাওয়া-পাওয়া!
তুই কি ভাবিস নিজেকে 
মহামানব যুগপুরুষ!
নাকি প্রানবন্ত ইতিহাস 
কিসের এত অহমিকা!
কেন  তোর্ হৃদয় মাঝে 
এ অনন্ত পিপাসা!-লিখিত ২২।০৫।২০১৩ 

~হারানো পদক:এক প্রশ্ন~

কাল সারাটাদিন তুমুল তুলোধোনা  হয়েছে 
যথারীতি লিখতে পারিনি!
কাল রাতে ঘুমের মাঝে 
এক দিব্য স্বপ্ন দেখলাম!
স্বপ্ন আবার দিব্য 
তাও বলছি!
মাথায় এক ঝাঁক সাদা চুল 
লম্বা লম্বা দাড়ি!
এক বৃদ্ধ ভদ্রলোক 
আমায় প্রশ্ন করলেন-
কি খোকা কবিতা কই?
আমি যথারীতি হতচকিত-
কে আপনি প্রশ্ন করাতে 
উত্তর পেলাম "আমি এক কালপুরুষ"!
যতসব বুজরুকি মনে মনে ভাবলাম 
উত্তরে বললাম "সময় পাইনি"!
তাতে আপনার কি মশাই?
আমার কথা শোনা মাত্র যেন বৃদ্ধের 
চোখ দু'টো জ্বলে উঠলো 
যেন রক্তচাপ ও খানিক বেড়ে গেল!
উত্তর এলো"ফিরিয়ে আনো আমার সেই পদক"
সে দায় তো তোমার (তোমাদেরই )!
এই কথা শোনা মাত্র 
আমি তো জ্ঞান হারানোর যোগাড়!
এ যে স্বয়ং কবিগুরু-
কিন্তু ততক্ষণে দেরী হয়ে গেছে!
ইতিমধ্যে আমার ঘুম ভেঙ্গেছে 
গুরুদেব দৃষ্টির অতীত!
কিন্তু গুরুদেবের প্রশ্নের-
কোনো উত্তর কি আছে?-লিখিত ২১।০৫।২০১৩

Tuesday, 21 May 2013

~মেঘের আড়ালে সূর্য ~

অভাবে নিস্পেষিত কতো যোগ্যতা 
অর্থের অহমিকা তে ফানুস কতো যোগ্যতা!
কিন্তু,প্রকৃত যোগ্যতা মুল্য পায়
পায় উচিত স্বীকৃতি !
হোক না মেঘ যতই কালো 
সূর্য তবুও হাসে!-লিখিত ২০।০৫।২০১৩

আমার কবিতা '

মেয়ে হলেই পারো(চন্দ্রমুখী)
ছেলে মাত্রেই দেবদাস!
বড় একগুয়ে সমীকরন 
মন মানলো না!
তাই প্রেম করলাম 
দেবদাস হতে পারিনি!
চন্দ্রমুখী'র দ্বারস্থ  হইনি-
হয়েছি কবি!
লিখেছি কবিতা 
ভালোবেসেছি শুধুই  তোমাকে!-লিখিত ২০।০৫।২০১৩

Monday, 20 May 2013

প্রেমের মুক্তধারা

পলকে তুমি ধরা দাও
আবার হারিয়ে যাও
আজ দেখি তুমি
ধরা দাও
সকল বন্ধন ভুলে যাও
আজ শুধুই আজ
হই তুমি তে আমি তে
একাত্ম
পারো নাকি হতে সৃষ্টিছাড়া
ধরা দিতে মুক্তধারা!-লিখিত ২০।০৫।২০১৩

ভাঙ্গা -গড়া

তোমার বিরহে আমি যাই করেছি
কিন্তু দু'চোখ ভিজতে দিই'নি!
যদি অকাল শ্রাবন নামে
যদি ভাঙ্গে তাতে  দু'কুল!
কিভাবে সামাল দেবে
এ  তো আর-
মন ভাঙ্গা'র মতো সহজ নয়!
মন ভাঙ্গা যতই সহজ
ঘর বাঁধা যে ততই শক্ত!-লিখিত ২০।০৫।২০১৩

~অনন্যা~

তুমি মন খারাপের বিকেল 
তুমি দুঃস্বপ্ন রাত্রি!
তুমি শরতের সকাল
তুমি শিউলি ঝরা উঠোন! 
তুমি আপন 
যেন একান্ত আপন!
তুমি পর 
কেউ নয় তবুও তোমার দোসর-
তুমি অনন্যা!-লিখিত ২০।০৫।২০১৩

Sunday, 19 May 2013

~মীমাংসা~

এবার একটা মীমাংসা দরকার 
না হয় তুমি থাকবে 
নয় আমি থাকি 
যদি তুমি থাকো 
তবে নাও 
আমার সকল ভালবাসা,আবেগ,অনুভুতি!
আর যদি বলো 
যেতে চাও চিরতরে 
তবে রইলো 
আমার সকল ভালবাসা,আবেগ,অনুভুতি!
সঙ্গে নিয়ে যেও-
এ তো তোমার ই 
এতে আমার অধিকার নেই!-লিখিত ২০।০৫।২০১৩

Saturday, 18 May 2013

শুধু তোমারই জন্য

আজ লিখবো 
বাস্তবের গল্প! 
অনেক হয়েছে 
রূপকথা নিয়ে মাতামাতি! 
অনেক হয়েছে 
বিনিদ্র রাতের 
তারাগোনা-
তোমার পথ 
চেয়ে থাকা 
আর নয়!
এবার ফিরবো বাস্তবে 
যেখানে তুমি নেই 
যেখানে আমি একা 
সেই রুক্ষ বাস্তব 
যা তিমিরাবৃত
চির তুষারময় 
তুমি দেখো 
আমি লিখবো 
একদিন-
যেদিন তোমায় 
ভুলতে পারবো  
যেদিন তোমায় 
মুছে ফেলবো 
এই স্মৃতির পাতা থেকে!-লিখিত ১৮।০৫।২০১৩

Friday, 17 May 2013

~নারী~

নারী মহিয়সী তার নিজ'গুনে 
কেউ পারেনা তার সম্মানহানি করতে 
তার সম্মান সে তো প্রকৃত পুরুষের অলংকার 
তার অসম্মান সে তো পৌরুষের কলঙ্ক!-লিখিত ১৭।০৫।২০১৩

Thursday, 16 May 2013

প্রিয়া তোমাকে

প্রিয়া তোমাকে,
                        বহুদিন ভাবছি তোমায় একখানা পত্র লিখি!যেহেতু তুমি আর বৈদ্যুতিন মাধ্যমে যোগাযোগ রাখোনা!তাই এই পত্রখানাই এখন শেষ সম্বল!উত্তর প্রত্যাশা করা'টা জানি ভাবনা বাহুল্য,তাই করব না!কিন্তু,কিছু মনের কথা তোমায় বলতে চাই ,অতি সংক্ষেপে!তারিখ'টা ছিল ২১শে ফেব্রুয়ারী,তুমি শেষ বারের মতো কথা বলেছিলে,তারপর থেকেই তোমার কোনো সন্ধান নেই!আশা করি তুমি বহাল তবিয়তেই আছো!আমি মন্দ নেই,সারাদিন দাসত্বের শেষে শুন্য ঘর'টা অন্ধকারময় একাকিত্ব,এখন আর মন্দ লাগেনা,গা সওয়া হয়ে গেছে!কিছু যায় ও না আসেও না!শুধু তোমার স্মৃতি'রা আজ পিছু ধাওয়া করে!ও'রা তো নিরুপায় তোমার ই মতন!আমি বুঝি,তাই কিছু বোলিনা!শুধু চোখ  বুজে দেখতে থাকি,আমিও তো নিরুপায়,তোমার ভালোবাসার বিকল্প নেই যে!আজ এই অবধি থাক,পরের চিঠি'তে না হয় বাকি কথা বলবো,ঈশ্বরের কাছে শূধু প্রার্থনা,তুমি যেখানেই থাকো-ভালো থেকো,নিজের যত্ন নিও!
                                                                                                                                                                                                                                                                                                     একান্তই তোমার,
                                                                                                                                                                                                                                                                                                            গৌরব

~তুমি বিনা~

ক্লান্তি'র নাগপাশ-এ 
বাঁধা এ জীবন!
চায় মুক্তি 
চায় মুক্ত পবন! 
সকল শ্রম 
পন্ড শ্রম!
তুমি বিনা 
দিশেহারা জীবন!-লিখিত ১৬।০৫।২০১৩

Wednesday, 15 May 2013

~নীরব মন~

যে মন পোড়ে 
উড়ে না ছাই!
যে মনের নীরবতা 
চিরন্তন বিলাসিতা!
কেউ কি বোঝে 
সে মনের কথা!
সে মন কি বলে 
দহন যন্ত্রণা!
কেন সে নীরব 
কি তার প্রার্থনা!-লিখিত ১৫।০৫।২০১৩ 

Tuesday, 14 May 2013

আমার মতন আমি

ভেবেছিলাম কত কি
কিছুই পারলাম না
ভাবনা ভাবনায় রয়ে গেল
আমি রইলাম আমিতেই!
আমার আমি কে
পারিনি বেচে দিতে
তাই আমি রইলাম আমি তে
আমি রইলাম আমার-ই মতন!-লিখিত ১৪।০৫।২০১৩

~সময়ের সাথে~

ছোট ছোট আঙ্গুল'গুলো 
আজ স্বাবলম্বী হাত 
স্বাবলম্বী হাত'গুলো 
আজ নিস্তেজ 
সময়ের স্রোতে 
সকলই বদলে 
বয়স কেবলই
বেড়ে চলে!-লিখিত ১৪।০৫।২০১৩ 

Monday, 13 May 2013

~জীবাশ্ম!~

আজ আনমনে
এ মন প্রশ্ন করে বসলো-
কেন  শেষ করে দিচ্ছো
নিজেকে এভাবে
তিলে-তিলে!
আমি জবাব দিলাম
যা দেখছো-
তা একটা সজীব-সতেজ মৃতদেহ
মানুষ'টা বহুদিন আগেই
মারা গেছে!
ও 'টা একটা স্বপ্ন-আশা'র
জীবাশ্ম!
সযত্নে রাখা রয়েছে
এ  মেকি দুনিয়া'র
সম্পর্ক সমৃদ্ধ হিমঘরে!-লিখিত ১৩।০৫।২০১৩

~স্মৃতি'র আস্তাকুড়:মন ~

বড় সস্তা আজ আবেগ'গুলো
বড় ক্ষণভঙ্গুর 
দিন যায় রাত আসে 
জমে শুধু স্মৃতি'র আস্তাকুড়!-লিখিত ১৩।০৫।২০১৩

~মৃত্যু বিলাসী~

আজ মৃত্যু বিলাসিতার কাল 
আজ জীবিত জীবনের আকাল 
আজ চারিপাশে জীবন্ত লাশ 
আজ জীবন উর্ধশ্বাস!-লিখিত ১৩।০৫।২০১৩

Saturday, 11 May 2013

~দহন~

এক সন্ধ্যায়
যখন আঁধার নেমেছিলো
চারিদিকে শুন্যতা'রা
বিপ্লব হেনেছিলো
একটা মোমবাতি জ্বেলেছিলাম
ভেবেছিলাম আঁধার ঘুচবে
ঘুচেছিলো আঁধার
কিন্তু সেই মোমবাতি'র
গলে যাওয়া
আমার মন'এ
দাগ কেটেছিল!
সেদিন সে মোম'র
সাথে পুড়েছিল এ মন
তোমার স্মৃতি'র দাবানল'এ !-লিখিত ১১।০৫।২০১৩

~হারানো প্রেম~

নিশ্বাসের মুল্য দিতে গিয়ে 
পারিনি দিতে বিশ্বাসের মুল্য 
ভালবাসা আজ আকাশকুসুম 
তুমি আছো
আমিও আছি 
কিন্তু কোথায় কে 
কেউ জানিনা !-লিখিত ১১।০৫।২০১৩

Friday, 10 May 2013

~আয় রে ছুটে আয়~

বাউল গান গা রে লালন
ভুলে পিছুটান !
নোস্ তুই কারও
নয় কেউ তোর
তবে কিসের পিছুটান!
জীবন ভেলায়
যা রে ভেসে
দেখিসনে কুল-তীর!
তীরের মায়ায়
পড়লে আটকা
হবি যে ফকির!
ভব পারাবার বড়ই ফাটকা
দেখিসনে ডায়ে-বায়ে  
যেদিক যাবি আমায় পাবি!
আয় রে ছুটে আয়-লিখিত ১১।০৫।২০১৩

~মৃত্যুদর্শন~

ক্ষয়িষ্ণু প্রতি'টা  দিন 
কেড়ে নিচ্ছে হৃতপিন্ডের শক্তি
দুর্বল হয়ে আসছে 
জীবন-
মৃত্যু কে সাক্ষাত  দেখছি 
এগিয়ে আসছে মৃদু পায়ে
আমিও চলেছি নিরুপায়ে!-লিখিত ১০।০৫।২০১৩

~তুমি ছাড়া আমি~

তুমি সাগর 
আমি নদী 
তুমি শিল্পী 
আমি ছবি 
তুমি আকাশ 
আমি মেঘ 
তুমি  হৃদয় 
আমি আবেগ 
তুমি স্থিতি 
আমি সময় 
তুমি সাধনা 
আমি তন্ময় 
তুমি ছাড়া আমি 
যেন প্রাণহীন মরুভূমি!-লিখিত ১০।০৫।২০১৩

Thursday, 9 May 2013

_(♥♥)_তুমি আসবে বলে_(♥♥)_

তুমি আসবে বলে তো
আমি ফুল চন্দন রাখিনি
তুমি আসবে বলে তো
আমি পুস্পবিথী গাথিনি
তুমি আসবে বলে তো
আমি রাত জেগে তারা গুনিনি
তুমি আসবে বলে তাই তো শুধু
পথ চেয়ে চেয়ে রয়েছি
তুমি আসবে বলে তাইতো
আমি প্রেমের চাতক হয়েছি!-লিখিত ০৯।০৫।২০১৩

~ধন্য রবিঠাকুর~

আজ ই এসেছিলে তুমি 
মাতৃজঠর আলো করে!
রেখে গেলে সৃষ্টির অক্ষয় সম্পদ 
রবি নামে জন্ম তোমার!
এ  বাংলার মাটি তে
পুণ্য এ  বঙ্গভূমি!
তোমার চরণধুলি তে  
যুগে যুগে কালে কালে!
রবে তুমি হৃদমাঝারে 
তোমার আসন চিরন্তন!
দেশ ও জাতির অন্তরে 
অনির্বান  দ্যুতি  তোমার
তুমি ধন্য রবিঠাকুর!-লিখিত ২৫সে বৈশাখ ,১৪২০

Wednesday, 8 May 2013

মৃত্যু সন্ধানী

মধ্যরাত্রি 
মহানগরের পথ 
জনমানবশুন্য 
কোলাহলহীন 
শুধু আমি 
অনলস পথ চলেছি 
অব্যক্ত যন্ত্রণার সাগর 
এ বুকের খাঁচায় আগলে 
মৃত্যু  কে খুঁজে চলেছি -লিখিত ০২।১১।২০১২

Monday, 6 May 2013

পথ চলবো বলে~

স্বপ্নের মলাটগুলো পাল্টে ফেলেছি
আলো-আঁধারী পথগুলো কে  বিদায় বলেছি
নতুন করে শুরু করবো বলে
আবার ভালোবাসব বলে
তোমায় পাশে পাবো  না জানি
তবুও পথ চলবো বলে!-লিখিত ০৬।০৫।২০১৩

~কেন করলে এইরকম ~

বুক জুড়ে উন্মাদনা 
প্রানে আনচান 
কেন আমি একা 
কেন তুই পর হলি বোল!-লিখিত ০৬।০৫।২০১৩
 

Sunday, 5 May 2013

যদি তুমি আসো!

খেলার ছলে বাঁধি খেলাঘর
সাজাই  মনের মতো
থাকে না কিছুই
সবই  উড়ে যায়
যে যার সময় মতো
সুখ নয় আমার
তাই আশা করি না
শান্তি-
সে তো
স্বপ্নের পারাবার!
ছিলাম একা
আছি একা
থাকব চিরদিন
পথ চেয়ে নয়
তবে পথের মায়ায়
যদি তুমি আসো!-লিখিত ০৬।০৫।২০১৩

Saturday, 4 May 2013

জীবন-মৃত্যু

ছোয়া গেলেও
ধরা যায় না!
ধরা গেলেও
আপন হয় না!
এ এক
আলো-আঁধারী খেলা!
এ এক
চির অসমান্তরাল রেখা!
জীবন এবং মৃত্যু
কেউ নয় আপন
তবু কত মায়া !
কোথাও বাঁচার আপ্রান চেষ্টা
কোথাও মৃত্যু-র আকুল মিনতি! -লিখিত ০৪।০৫।২০১৩

Friday, 3 May 2013

~মৃত্যু প্রেমিক ~

আমার প্রেমিকা 
অমোঘ !
আমার প্রেমিকা 
অনন্ত !
আমার প্রেমিকা 
অসীম!
আমার প্রেমিকা
আদিতীয়! 
আমার প্রেমিকা 
বিকল্পহীন !
আমার প্রেমিকা 
অনিবার্য !
আমার প্রেমিকা 
মৃত্যু!-লিখিত ০৩।০৫।২০১৩