Thursday, 2 May 2013

~জীবন উজানে~

আজ ভঙ্গ
সকল শৃঙ্খল!
আজ উন্মত্ত
মাতাল মন!
অবিরাম কালস্রোতে
সকলেই  আমরা
অনবরত প্রবহমান!
জীবনের হিসাব
জীবন জানে!
আমরা যাই
মৃত্যু পানে!-লিখিত ০২।০৫।২০১৩

No comments: