Friday, 28 June 2013

~চিরশাশ্বত সৃষ্টি~

অনেকদিনের সুপ্ত বাসনা লেখক হওয়ার,কিন্তু বাস্তবের সাথে স্বপ্নের যে দূরত্ব বাস্তবে স্বপ্নের সাথে বাস্তবের তাই দূরত্ব।তাই উচ্চাশা অবদমিত রেখে অন্ন সংস্থানে মনোনিবেশ করা!পাশাপাশি যথাসম্ভভ নিজের লেখনী চর্চা যথেষ্ট সতর্কতার সাথে কারও বিবেক কে আঘাত না করে!কিন্তু কথায় বলে "বেল পাকলে কাকের কি "!এক্ষেত্রেও ঠিক তাই মানে ওই "গাছে কাঠাল গোঁফে তেল"বা ধরেন "গাঁয়ে মানে না আপনি মোড়ল"!বড্ড হেয়ালি হয়ে যাচ্ছে!
না এবার সরাসরি মূল প্রসঙ্গে আসি!ব্যাপারটা হলো আমি অতিষ্ঠ নিতান্তই অতিষ্ঠ;কেন হবো না বলুন!প্রথমত হবার ছিল লেখক হলাম কিনা মুল্তিনাতীয়নাল কোম্পানি'র
বাবু!রাখব কোথায় এত প্রতিভা-রাখব কোথায়!এ  তো গেলো পাপী পেটের সংহার,এরপর লাইন এ দাঁড়িয়ে মহাপাপী মন,সেই বা নিস্কৃতি দেয় কেন!
তার আবদার সে হবে লেখক,তাও কিনা কবিগুরুর সমকক্ষ!না বলতে পারি না!তেইশ টা বসন্ত পেরিয়েও যে তাকে আশ্বাস দিতে পারলাম না,সেও কারও মনের মানুষ(পুরুষ)!তা এ হেন পাহাড়প্রমাণ দুঃখ-বেদনার বোঝা নিয়ে যখন পথ চলা!
পথ মধ্যে অজস্র বাধা তথা কাব্য প্রতিভা কিছু মুল্যবান,কিছু অমূল্য,আবার কিছু কিছু গাঙ্গের জলে ভেসে আসা!অস্তিত্ব আছে ;অবলুপ্তি নেই:আয়ু আছে ;ইতি নেই!এক কথায় যন্ত্রের যন্ত্রণা!
সদর্পে বিরাজমান নির্বিকার অবিচল!কিন্তু সমস্যা তাদের ঈশ্বর প্রদত্ত অবান্তর সাহিত্য চর্চা-কে ঘিরে!সাহিত্য তথা লেখনী মননশীল বিবেকের আত্মপ্রকাশ;সৃজনশীল মানবের মননশীল অভিব্যক্তি!
কিন্তু,দিনে-দিনে যেন ব্যাপারটা ছেলেখেলা হয়ে দাড়াচ্ছে!
আমরা যারা শিক্ষিত,বিবেকবান,মননশীল এ দায়িত্ব আমাদের!
সৃষ্টি ক্ষমতা জীবমাত্রের জন্মগত!
সৃষ্টি কোনো অর্থেই কুক্ষিগত নয়!
তবে সেই সৃষ্টি যেন হয় মননশীল
হয় সামাজিক
হয় মানবিক
সর্বোপরি হয় জীবনমুখী!
নতুবা তা মূল্যহীন,সাহিত্য সে তো জীবনের তরে!
সৃষ্টি সে তো মানুষের স্বার্থে!
ব্যক্তিগত স্বার্থসিদ্ধি সে তো মানবিকতার পরিচয় নয়!
এবং সাহিত্য সুস্থ মননের পরিচায়ক,উন্নত মানসিকতার প্রতীক!
সব শেষে বলি-
সৃষ্টি সৌন্দর্য্যের আবাহন,সৃষ্টি নূতনের উপাসনা,সৃষ্টি অমূল্য!
সৃষ্টি চিরশাশ্বত!
তাই সৃষ্টির এই পূণ্য কর্মযজ্ঞের শরিক সকল সুধী সদস্যবৃন্দের কাছে বিনীত নিবেদন-
সৃষ্টি কে করে তুলুন জীবনমুখী,সৃষ্টি যেন না হয় কলূষিত!-২৮।০৬।২০১৩

~ভালবাসার ছুটি~

আজ এলে তুমি
পড়ন্ত বেলায়-
দিগন্তের লালিমায়
রাঙানো মুখশ্রী!
যেন দশমী'র
আবির উত্সব!
সত্যই আজ দশমী
সকল উত্সবের ইতি!
প্রেমের প্রতিমা
ভাসিয়ে গাঙে
আজই
ভালবাসার ছুটি!-২৮।০৬।২০১৩

~তোমায় পেতে...!~

চাঁদের আলোয় রাত কে দেখেছি 
স্বপ্ন স্নান করতে!
নদীর প্রবাহে তরী কে দেখেছি 
মনের উজানে ভাসতে!
ফুলের কাছে ভ্রমর দেখেছি 
ঘুমপাড়ানি গাইতে!
স্নিগ্ধ,ধবল পর্বত-কে দেখেছি 
তুষার অবগাহন সারতে!
ঝরনা দেখেছি অঝোরে ঝরে 
সকল সীমানা ছাড়িয়ে!
নিজেকে পেয়েছি তোমাতে আমি 
আপন সর্বস্স হারিয়ে!-২৮।০৬।২০১৩
ভাবনা সৌজন্যে-তৃষ্ণা দত্ত

Thursday, 27 June 2013

~পাগলপারা~

একটা সমুদ্র আছে
অনুভব করি!
তবুও দেখা দাও না!
ঢেউ ওঠে তাতে
শব্দ শুনি!
চাই সে প্রানের পরশ
যেন মন্থন পিয়াসী
এক কালপুরুষ!
দেবে কি ধরা
যদি হই পাগলপারা!-২৭।০৬।২০১৩


~অধরা~

হাজার বসন্ত পেরিয়েছে 
তবুও তোমায় পাইনি 
আলোকবর্ষ দীর্ঘ 
বিনিদ্র এ শয্যা 
তুমি ধরা দাওনি!-২৭।০৬।২০১৩

দিশেহারা

কি এসে যায়!
বেদনার বালুচরে 
স্মৃতিটুকু থেকে যায় 
নিদ্রাহীন রাত্রি 
স্বপ্নেরা পথ হারায়!-২৭।০৬।২০১৩

Wednesday, 26 June 2013

~তুমি এসো~

আমি আছি
থাকবো 
এভাবেই
তুমি এসো 
এক শ্রাবন সন্ধ্যায় 
সকলের অজান্তে 
একান্তই আমার আঙ্গিনায় 
<৩
বাস্তবে না হয় 
হয়ে স্বপ্নচারিনী 
তবু তুমি এসো 
<৩
ওঃ হৃদয়হরণী 
এক শ্রাবন সন্ধ্যায় 
সকলের অজান্তে 
একান্তই এ মনের আঙ্গিনায় 
তুমি এসো 
<৩
সন্ধ্যের আঁধারে 
যেন কেউ না দেখে তোমায় 
সকল সীমানা পেরিয়ে 
সকল শিকল ভেঙ্গে 
এক শ্রাবন সন্ধ্যায় 
সকলের অজান্তে 
<৩
হে  আমার
হৃদয়সম্রাজ্ঞী 
তুমি এসো!-২৬।০৬।২০১৩

Tuesday, 25 June 2013

~অবুঝ মন ~

কত না বলা কথা
কত কথাই বলে যায়!
কত অপরিণত ভালোবাসা 
চির অপরিণত  থেকে  যায়!
তবুও এ মন 
অক্লান্ত কেঁদে যায়!
ভরসা খোঁজে আজও 
আজও  পথ চলতে পথ হারায়!-২৬।০৬।২০১৩

~প্রান প্রস্তর~

দিনগত পাপক্ষয় 
এ  জীবনের রঙ্গমঞ্চে 
প্রতিনিয়ত সুখ-দুঃখের 
দিবস -রজনী!
নশ্বর এ  প্রান
যেন ক্ষয়িষ্ণু প্রস্তরখন্ড 
হোক না কঠিন-কঠোর
নিরীহ তবুও এ প্রান প্রস্তর!-২৫।০৬।২০১৩
 

Saturday, 22 June 2013

~~~তুমি এসো~~~

কথা ছিল ভেসে যাবো 
সীমানাহীন সাগর!
কথা ছিল পেরিয়ে যাবো 
দিগন্ত অসীম পথ!
কথা ছিল তুমি আমি 
পাশাপাশি হাঁটবো!
কথা ছিল
সুখ -দুঃখ 
একে-অপরে 
ভাগ হবে!
তবুও কেন 
এলে না 
ভালোবাসা দিলে না!
আমি তো আজও 
অক্লান্ত!
তোমার পথের পথিক 
অবিশ্রান্ত!
আমার এ নিরলস 
পথ চেয়ে থাকা দেখতে 
তুমি এসো!-২২।০৬।২০১৩

Tuesday, 18 June 2013

~~~প্রেম পরোয়ানা ~~~

প্রেম যদি না পাস
বুঝবি তোর্ হারানোর কিছু নেই!
প্রেমের চেয়ে বেশি 
নেই যে কিছু পাওয়ার 
হারাবি তবে কি!-১৮।০৬।২০১৩

`~বন্ধ্যা মা ~`

মা 
কোনো দোসর হয়না যার!
মা 
মায়া-মমতার জাগ্রত দর্পণ!
মা 
নয় কেবল জন্মদাত্রী!
মা 
সেই তো পালনকত্রী!
মা 
সকল কষ্ট হারিনি!
মা 
নয় কেবল জন্মদাত্রী!
মা 
নয় বন্ধ্যা! -১৮।০৬।২০১৩

 

```একটা কবিতা ```

একটা কবিতা
যদি তোমায় ভেবে লিখি!
কি লিখবো
তুমি বলে দাও!
সেই কলেজ এর রঙিন দিন
নাকি সেই বিরহ রজনী!
তুমি ছিলে
আমি ছিলাম!
আর ছিল অভিমান
ঠুনকো মন কষাকষি!
শুধু দীর্ঘশ্বাস ছিল
আর ছিল নীরবতা!
জীবন নয় চিরন্তন
তবে কেন এ মরণপণ অভিমান!
কেন তিলে তিলে
মৃত্যু আলিঙ্গন!-১৮।০৬।২০১৩

~শেষের কবিতা~

কত চোখের জল ফেলেছি
কত রাত বিনিদ্র জেগেছি
কত কাল অপেক্ষায় থেকেছি 
তবু তুমি আসোনি 
আজ সকল অপেক্ষার ইতি 
আজ সকল স্মৃতি'র বিদায়
আজ তাই শেষের কবিতা লিখছি 
আমি জানি তুমি ফিরবে না!-১৮।০৬।২০১৩

Monday, 17 June 2013

~~~যদি তুমি আসো~~~

রাত হয়েছে 
অন্ধকার হয়েছে নিবিড়!
তবুও দু'চোখ জ্বলছে 
স্বপ্নে'রা যে  নিদ্রাহীন!
আশা'রা আজও 
নিশাচর-
পথ চেয়ে থাকে  
যদি তুমি আসো!-১৭।০৬।২০১৩

~~~ভালোবাসা ~~~

ঠিক কতটা ভালোবাসলে
কেউ আপন হয় 
কেউ কি বলতে পারে!
ঠিক ক'টা রাত জাগা হলে 
কার'ও মন পাওয়া যায় 
কেউ কি হিসাব রাখে!
ভালোবাসা চিরসত্য 
ভালোবাসা চিরসুন্দর 
ভালোবাসা চিরসবুজ 
কেউ কি তা বোঝে!
ভালো না বাসলে 
তা কি কেউ বোঝে
কোনোদিনও!-১৭।০৬।২০১৩

Saturday, 15 June 2013

~পরান প্রিয়া:জীবনী~

ক্ষনিক এর এই মিলন 
যদি হয় চিরন্তন!
যত কথা না বলা 
যদি বলি আজ!
ভালোবেসেছি 
মন দিয়েছি
চাইনি কোনো কিছুই! 
তবু যদি দেখা দাও
যদি পাই তোমার পরশ 
হবে এ ভালোবাসা সবুজ
ফিরে পাবে প্রান!
তোমার পরশে হোক না
এ তুচ্ছ মানব মহান!
ভালোবাসার পরশে
মৃতপ্রায় এ মানব 
ফিরে পাক প্রান!
বলো,পরান প্রিয়া 
দেবে না ফিরিয়ে-
তুমিই তো আমার 
জীবনী 
তোমাতেই আমার প্রান!-১৫।০৬।২০১৩

Tuesday, 11 June 2013

~শেষ বিকেলের স্মৃতি~

কুড়িয়ে পাওয়া সুখ কিছু 
ক্ষনিকের দোলাচল!
বাতাসে মাতাল আঁচল 
মনে পরে আজও 
সেই বিকেল!
পাশাপাশি দু'জনে 
নীরব চক্ষু যুগল!
কতো কথাই রইলো অনুক্ত
কতো ভাবনা 
পেল না তল!
তলিয়ে গেলো চিরতরে 
অসীম কালের গহ্বরে!
সেই শেষ বিকেলের স্মৃতি 
আজও সুখস্মৃতি 
জীবন যেন বিভীষিকা!১১।০৬।২০১৩

Monday, 10 June 2013

~না বলা কথা...!

ঝরা পাতা'র মতো ঝরেছি
ঝড়ো হাওয়ার সাথে উড়েছি!
আনমনে কত কথাই বলেছি
তবু আজও পারিনি বলতে!
আজও তাই পথ হাতড়াই
যদি তোমার দেখা পাই!
যদি পারি বলতে
সে-
না বলা কথা!-১১।০৬।২০১৩

~বলো অনামিকা....!

রাতের আকাশে
মিটি মিটি যত তারা!
চায় ছুটি ও'রাও 
যাবে নীলপরীর দেশ! 
দাও যেতে দাও 
কেন চেয়ে থাকো নিষ্পলক!
কি চাও ও'দের কাছে 
অপূর্ণ যতো  আশা
অধরা যতো স্বপ্ন!
বলো আমায় 
আমি দেবো যোগান
শুধু একটু ভালোবাসা নেবো!
প্রতিদানে-
হবে না আমার!
স্বপ্নচারিনী-
বলো অনামিকা! 
যা কিছু আমার 
সে সকলই তো তোমার! 
তবে কেন এ অভিমান
নিষ্পলক- 
বিনিদ্র নিশাযাপন
বলো অনামিকা!-১০।০৬।২০১৩


~আবহমান~

জমাট কিছু অশ্রু 
এ  বুকের অলি-গলি!
অপূর্ণ কিছু আশা 
দু'চোখের পাতা জুড়ে! 
তুমি যে আজও আছো 
আমার এ হৃদয় জুড়ে!
হয়ে আবহমান ভালোবাসা 
জুড়ে দৃষ্টিহীন এ দু'চোখ!
আমার জীবন 
সে তো তোমারই প্রেমের স্মারক!-০৮।০৬।২০১৩ 

Friday, 7 June 2013

~হৃদয়-সম্রাজ্ঞী~

নিজ সত্তা দিয়ে বিসর্জন
যদি করি আত্মসমর্পণ!
মেনে নেবে না কি আমায়
করে নেবে নাকি বরণ!
মান-অভিমান ক্ষণিক যত-
দিয়ে তাদের বিসর্জন
ধরা দেবে নাকি!
এ হৃদ-মাঝারে
হয়ে হৃদয়-সম্রাজ্ঞী!-০৮।০৬।২০১৩

~তুমি নেই~

আজও কলিং বেল তা বেজে ওঠে 
সময়ে অসময়ে 
ছুটে যাই 
দরজা খুলতে 
দরজা খুলে দেখি 
তুমি নেই!-০৭।০৬।২০১৩ 

Wednesday, 5 June 2013

~অন্তিম প্রত্যাবর্তন ~

একটু একাকিত্ব দেবে 
তোমাকে দিগন্তের ঠিকানা এনে দেবো!
যেখানে আকাশ মেশে মাটি তে 
সেই দেশে নিয়ে যাবো!
একটু আঁধার দেবে 
পৃথিবীর সমস্ত সুখ এনে দেবো!
ভেসে যেও সুখসাগরে 
আমি আঁধারে চোখ বুজে নেবো!
একটু ভালোবাসা দেবে
কিন্তু বদলে যে কিছু দেওয়ার নেই!
এ যে অমূল্য 
এ যে ঐশ্বরিক!
একবার শুধু একবার
চেয়ে দেখো-
এই শূন্য দৃষ্টি তোমায় খোঁজে!
কান পাতো আমার বুকে 
শুনতে পাবে!
এ হৃদয় আজও তোমায় ডাকে
পারো না কি ফিরে আসতে!
একান্তই শেষবারের মতো!-০১।০৬।২০১৩ 

Saturday, 1 June 2013

~বালুচর~

দুঃস্বপ্নের ভিড়ে
খুঁজেছি সুখ স্মৃতি!
বৃথা আশা 
যে অমর সঙ্গী!
আজন্ম যাযাবর 
জীবন আমার বালুচর!-০১।০৬।২০১৩