Monday, 17 June 2013

~~~ভালোবাসা ~~~

ঠিক কতটা ভালোবাসলে
কেউ আপন হয় 
কেউ কি বলতে পারে!
ঠিক ক'টা রাত জাগা হলে 
কার'ও মন পাওয়া যায় 
কেউ কি হিসাব রাখে!
ভালোবাসা চিরসত্য 
ভালোবাসা চিরসুন্দর 
ভালোবাসা চিরসবুজ 
কেউ কি তা বোঝে!
ভালো না বাসলে 
তা কি কেউ বোঝে
কোনোদিনও!-১৭।০৬।২০১৩

No comments: