Sunday, 1 December 2013

~ অরক্ষনিয়া ~

তোর্ পরিচয় শরীরে 
তোর্ অস্তিত্ব মাংসপিন্ডে !
যুগ-কাল-সময়ের মায়াজাল 
তোর্ সম্ভ্রম তোর-ই কাছে 
তোর নিরাপত্তা তোর্-ই হাতে !  
তুই ভূলতে পারিস 
কিন্তু,এ সমাজ জানে 
তোর্ স্থান পদতলে 
যুগে-যুগে;কালে-কালে ! - ০২.১২.২০১৩ 
 

No comments: