Tuesday, 10 December 2013

~ অশ্বমেধের ঘোড়া ~

অশ্বমেধের ঘোড়া আজও ছুটছে 
.......চলছে জীবনের খোঁজ........ 
...........প্রাণ ধুঁকছে...............
....কালের অমোঘ স্রোতে......
.........নিরন্তর -নিরলস।.......  - !!!-১১.১২.২০১৩

Monday, 9 December 2013

~ নিখোঁজ ~

রূপকথা 'র পাতা জুড়ে 
ভালোবাসার খোঁজ !
আশা 'র প্রদীপ অনির্বান 
জীবন নিখোঁজ ! - ১০.১২.২০১৩

Friday, 6 December 2013

~ স্মৃতি'র দায় ~

অনিবার্য ক্ষয় 
অক্ষয় সময় !
মানুষ বাঁচে 
স্মৃতি'র দায় ! - ০৭.১২.২০১৩

~ উদয়াস্ত ~

সময়  ফল্গুধারা 
জীবন  উদয়াস্ত ! - ০৭.১২.২০১৩


~ ইতি ~

কাগজে মোড়া 
চাপা কান্না !
বাক্স বন্দী 
স্বপ্ন যত !
বস্তা পচা 
যত স্মৃতি !
আজ বিদায় 
আজ
ইতি ! - ০৬.১২.২০১৩

~ জীবন - মৃত্যু ~

জীবন প্রদীপ জ্বলে 
মৃত্যু যবনিকার তলে ! - ০৬.১২.২০১৩

Tuesday, 3 December 2013

~ আরও বেশি কিছু ..........~

শিরা বেয়ে ওঠে 
শিহরণ !
চোখের পাতা 
ভিজিয়ে দেয় !
তবুও দু 'চোখ 
জ্বলে !
জীবন চায় 
যে -
আরও বেশি কিছু ! 
চাওয়া -পাওয়ার 
টানাপোড়েনে !
দিশেহারা জীবন 
পথভ্রষ্ট পথিক !
চলা'র নাম'ই জীবন 
থামলেই মৃত্যু ! - ০৩.১২.২০১৩ 

Monday, 2 December 2013

~ ভালোবাসা ছাড়া আর - আছে কি! ~

প্রতি'টি নিঃশ্বাস
যদি হয় !
এ দৃষ্টির
ক্রীতদাস !
হোক না
ক্ষতি কি !
ভালোবাসা ছাড়া
আর -
আছে কি! - ০২.১২.২০১৩

Sunday, 1 December 2013

~ অরক্ষনিয়া ~

তোর্ পরিচয় শরীরে 
তোর্ অস্তিত্ব মাংসপিন্ডে !
যুগ-কাল-সময়ের মায়াজাল 
তোর্ সম্ভ্রম তোর-ই কাছে 
তোর নিরাপত্তা তোর্-ই হাতে !  
তুই ভূলতে পারিস 
কিন্তু,এ সমাজ জানে 
তোর্ স্থান পদতলে 
যুগে-যুগে;কালে-কালে ! - ০২.১২.২০১৩