Tuesday, 3 December 2013

~ আরও বেশি কিছু ..........~

শিরা বেয়ে ওঠে 
শিহরণ !
চোখের পাতা 
ভিজিয়ে দেয় !
তবুও দু 'চোখ 
জ্বলে !
জীবন চায় 
যে -
আরও বেশি কিছু ! 
চাওয়া -পাওয়ার 
টানাপোড়েনে !
দিশেহারা জীবন 
পথভ্রষ্ট পথিক !
চলা'র নাম'ই জীবন 
থামলেই মৃত্যু ! - ০৩.১২.২০১৩ 

No comments: